ছবি উঠবে পুরো মনের মতো, লঞ্চের একদিন আগেই Vivo T2 Pro-র ক্যামেরা ফিচার্স ফাঁস

ভিভো তাদের T2 সিরিজের পরবর্তী স্মার্টফোন হিসাবে, Vivo T2 Pro আগামীকাল (২২ সেপ্টেম্বর) লঞ্চ করতে চলেছে। দুপুর বারোটা নাগাদ সমস্ত ফিচার্সের সঙ্গে দাম প্রকাশ করবে তারা। তবে লঞ্চ ইভেন্টের একদিন আগেই চমকে দিয়ে আজ অফিশিয়ালি Vivo T2 Pro-এর ক্যামেরা স্পেসিফিকেশন ঘোষণা করেছে সংস্থা।

প্রকাশ্যে এল Vivo T2 Pro-এর ক্যামেরার বৈশিষ্ট্য

আগামীকাল ভারতে নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে ভিভো। নতুন টি২ প্রো ৫জি মডেলটি হবে টি২ লাইনআপের তৃতীয় মডেল। লঞ্চের একদিন আগে আগ্রহী ক্রেতাদের উদ্দেশ্যে ব্র্যান্ড হ্যান্ডসেটটির ক্যামেরা স্পেসিফিকেশ প্রকাশ করেছে। ফ্লিপকার্টে প্রকাশিত লিস্টিং থেকে জানা গেছে যে, ভিভো টি২ প্রো-এর পিছনে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকবে। যা আইকো জেড৭ প্রো-এর রিব্র্যান্ডেড ভার্সন হওয়ার জল্পনা উস্কে দিয়েছে। কারণ এই নিয়ে অনেকদিন ধরে জল্পনা চলছে এবং আইকোর ফোনটিতেও মেইন ক্যামেরা হিসাবে একই সেন্সর বর্তমান।

জানিয়ে রাখি, ভিভো টি২ প্রো ৫জি-এর রিয়ার প্যানেলে অবস্থিত প্রধান ক্যামেরাটি অরা লাইট এলইডি রিংয়ের পাশাপাশি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট অফার করবে। আর ক্যামেরা সেটআপের মধ্যে প্রধান ক্যামেরার সাথে একটি ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর অন্তর্ভুক্ত থাকবে। ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখা যাবে।

এছাড়াও, অনলাইন লিস্টিং নিশ্চিত করেছে যে ডিভাইসটিতে কার্ভড ডিসপ্লে থাকবে। কারণ ফোনটি কার্ভড অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে বিভাগে পাওয়া গেছে। ডিসপ্লেটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১,২০০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট এবং ফুলএইচডি+ রেজোলিউশন অফার করবে বলে আশা করা হচ্ছে।

পারফরম্যান্সের ক্ষেত্রে, Vivo T2 Pro-এ MediaTek Dimensity 7200 প্রসেসর ব্যবহৃত হবে। ফোনটির অন্যান্য উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে, ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৬০০ এমএএইচ ব্যাটারি, ওয়াইফাই ৬, ব্লুটুথ ৫.৩ এবং আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।