Redmi Note 11T, Redmi Note 11 Pro 5G সামনের মাসেই বাজারে আসছে, TENAA-র পর দেখা গেল 3C-তে

22041216C এবং 22041216UC -মডেল নম্বর সহ দুটি আপকামিং রেডমি ডিভাইস সম্প্রতি চীনের TENAA কর্তৃপক্ষের দ্বারা সার্টিফিকেশন লাভ করেছে। যদিও প্রাথমিক রিপোর্টে দাবি করা হয়েছিল যে, এগুলো Redmi Note 12 সিরিজের অংশ। তবে কিছু চীনা টিপস্টার দাবি করেছেন যে স্মার্টফোন দুটিই Redmi Note 11T সিরিজের ডিভাইস হিসেবে আত্মপ্রকাশ করবে। ফোনগুলি যথাক্রমে Redmi Note 11T এবং Note 11 Pro নামে বাজারে আসতে পারে। তবে সংস্থার তরফে এই আসন্ন রেডমি ডিভাইস দুটির বাণিজ্যিক নাম এখনও নিশ্চিত করা হয়নি। আজ আবার এই ফোনগুলিকে স্পট করা হল চীনের 3C সার্টিফিকেশন সাইটে, যা আপকামিং Redmi Note সিরিজের স্মার্টফোনগুলির আসন্ন লঞ্চের দিকেই নির্দেশ করছে।

Redmi Note 11T, Note 11 Pro পেল 3C সার্টিফিকেশন সাইটের অনুমোদন

রেডমি ২২০৪১২১৬সি (Redmi 22041216C) ফোনের চায়না কম্পালসারি সার্টিফিকেশন (3C) থেকে জানা গেছে যে, এই ডিভাইসটি একটি ৬৭ ওয়াট ফাস্ট চার্জারের সাথে আসতে পারে। অন্যদিকে, রেডমি ২২০৪১২১৬ইউসি (Redmi 22041216UC)-এর 3C তালিকাটি প্রকাশ করেছে যে, এই ফোনে ১২০ ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে। এছাড়া, দুটি ফোনই ৫জি কানেক্টিভিটির সাথে আসবে বলে জানা যাচ্ছে।

জানিয়ে রাখি, এর আগে টেনা (TENAA) তালিকাটি প্রকাশ করেছিল যে, উভয় ফোনের পরিমাপ হবে ১৬৩.৬৪ x ৭৪.২৯ x ৮.৮ মিলিমিটার এবং হ্যান্ডসেটগুলির ডিসপ্লের আকার হবে ৬.৬ ইঞ্চি। দুটি স্মার্টফোনই অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে রান করবে।

এছাড়া Redmi 22041216C-তে একটি ৪,৯৮০ এম এএইচ (রেটেড ভ্যালু) ব্যাটারি রয়েছে, যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করতে পারে। অন্যদিকে, Redmi 22041216UC- তে একটি ৪,৩০০ এমএএইচ (রেটেড ভ্যালু) ব্যাটারি থাকতে পারে এবং এই ডিভাইসটি ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, জল্পনা রয়েছে যে, Redmi Note 11T Pro সিরিজটি মিডিয়াটেক ডাইমেনসিটি ১৩০০ চিপসেট দ্বারা চালিত হবে। এই লাইনআপের অন্যান্য বিবরণ বর্তমানে অজানাই রয়েছে। উভয় স্মার্টফোনের টেনা (TENAA) তালিকা আগামী কয়েক দিনের মধ্যে সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং চিত্র সহ আপডেট করা হবে বলে আশা করা হচ্ছে। রেডমি মে মাসে চীনে এই সিরিজটি উন্মোচন করতে পারে।