আসছে Redmi Note 12 সিরিজ, পেয়ে গেল নেটওয়ার্ক অ্যাক্সেস লাইসেন্স

গতবছর অক্টোবর মাসে স্মার্টফোন সংস্থা শাওমি (Xiaomi) তাদের রেডমি ব্র্যান্ডের অধীনে চীনের বাজারে লঞ্চ করে Redmi Note 11 সিরিজের স্মার্টফোনগুলি। তারপর চলতি বছর জানুয়ারি মাসে গ্লোবাল মার্কেটেও পা রাখে এই স্মার্টফোন লাইনআপটি। তবে চীনে লঞ্চ হওয়া Note 11 সিরিজের ডিভাইসগুলির সাথে পার্থক্য রয়েছে এর গ্লোবাল ভ্যারিয়েন্টগুলির। রেডমি বর্তমানে এই সিরিজের উত্তরসূরি হ্যান্ডসেটগুলির ওপর কাজ করছে বলে জল্পনা চলছিলই, আর এবার সেই জল্পনাকে সত্যি করে ব্র্যান্ডের দুটি নতুন স্মার্টফোন নেটওয়ার্ক অ্যাক্সেস লাইসেন্স পেল এবং সংস্থার তরফে ছাড়পত্র পাওয়া এই দুই ডিভাইস আপকামিং Redmi Note 12 সিরিজের অংশ হবে বলেই মনে করা হচ্ছে।

Redmi Note 12 সিরিজের দুই ডিভাইস পেল সংস্থার সবুজ সংকেত

22041216UC এবং 22041216C মডেল নম্বর সহ নতুন শাওমি ফোনগুলি সম্প্রতি নেটওয়ার্ক অ্যাক্সেস লাইসেন্স পায়। এই নতুন ফোন দুটি আসন্ন রেডমি নোট ১২ সিরিজের ডিভাইস বলে আশা করা হচ্ছে। শংসাপত্রটি প্রকাশ করেছে যে এই স্মার্টফোনদুটিতে ৫জি কানেক্টিভিটি সাপোর্ট করবে। তবে এটি ছাড়া আর কোনও দরকারী তথ্য সামনে আসেনি এই সার্টিফিকেশন থেকে। প্রসঙ্গত, জনপ্রিয় টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন আগেই জানিয়েছিলেন যে, রেডমি ১২ সিরিজের ফোনে হাই-পারফরম্যান্স মিডিয়াটেক ডাইমেনসিটি সিরিজের ৫জি চিপসেট ব্যবহার করা হবে। যেহেতু রেডমি নোট ১২ সিরিজটি মিড-রেঞ্জের হবে, তাই মনে করা হচ্ছে মিডিয়াটেকের ফ্ল্যাগশিপ অফারগুলি এই সিরিজের অংশ হবে না, তবে লেটেস্ট ডাইমেনসিটি ১৩০০ বা ডাইমেনসিটি ৮০০০/৮১০০ প্রসেসরগুলি এই লাইনআপের নাগালের মধ্যেই থাকবে৷

এটি ছাড়া, বর্তমানে Redmi Note 12 সিরিজ সম্পর্কে আর কিছুই জানা যায়নি, তবে আশা করা যায় এই সিরিজের লঞ্চের আগে বিভিন্ন সূত্র ও রিপোর্ট মারফৎ আসন্ন ফোনগুলির বিষয়ে একাধিক তথ্য সামনে আসবে। মনে করা হচ্ছে চলতি বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে Redmi Note 12 সিরিজটি উন্মোচন করা হবে। জানিয়ে রাখি, Redmi Note 11 Pro+ ফোনে ১২০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করে, যেখানে Redmi Note 11 Pro ফোনটি বাজারে পা রেখেছে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ। তাই অনুমান করা হচ্ছে Redmi Note 12 সিরিজের ফোনগুলিতেও একই রকম চার্জিং গতি দেখা যাবে।

উল্লেখ্য, গত বছর রেডমির জেনারেল ম্যানেজার লু ওয়েইবিং ব্র্যান্ডের একটি নতুন পুনরাবৃত্তির কৌশল চালু করেন। তিনি জানান মূলত ব্যবহারকারীদের ক্রমবর্ধমান বৈচিত্র্যময় চাহিদা মেটাতে রেডমির তরফে প্রতি বছর দুটি জেনারেশনের স্মার্টফোন লঞ্চ করা হবে। এছাড়া তিনি আরও বলেন যে, এই সিরিজে পারফরম্যান্সের ওপরই বেশি গুরুত্ব দেওয়া হবে।