Redmi Note 7 Pro ইউজারদের জন্য সুখবর, চলে এল MIUI 12.5 আপডেট

২০১৯-এর ফেব্রুয়ারিতে Redmi Note 7 সিরিজ ভারতে পা রেখেছিল। এই সিরিজে এসেছিল বেস মডেল Redmi Note 7 এবং অ্যাডভান্সড ভ্যারিয়েন্ট Redmi Note 7 Pro৷ Android 9 Pie ভিত্তিক MIUI 10 কাস্টম ইন্টারফেসের সাথে ফোনগুলির আত্মপ্রকাশ ঘটেছিল। পরবর্তীতে Redmi Note 7 Pro-তে MIUI 11 ও MIUI 12-এর আপডেট দেওয়া হয়৷ আর এখন স্মার্টফোনটি MIUI 12.5-এর আপডেট পেতে শুরু করেছে।

প্রসঙ্গত, গত জুনের শেষান্তে Redmi Note 7 Pro-এর চাইনিজ ভ্যারিয়েন্টে MIUI 12.5 রোলআউট হয়েছিল। শেষপর্যন্ত ভারতীয় ব্যবহারকারীদের কাছে আপডেটটি উপলব্ধ হয়েছে। Redmi Note 7 Pro তার সময়কালে অত্যন্ত জনপ্রিয় হয়েছিল। সেগমেন্টে এটিই ছিল প্রথম ৪৮ মেগাপিক্সেল Sony IMX586 ক্যামেরার স্মার্টফোন। নতুন সফটওয়্যার আপডেট আসার ফলে ভারতে Redmi Note 7 Pro ব্যবহারকারীরা অনেকটাই স্বস্তির নিশ্বাস ফেলবেন বলে মনে করা হচ্ছে।

ভারতে Redmi Note 7 Pro-এর জন্য MIUI 12.5 আপডেটটি V12.5.1.0.QFHINXM বিল্ড নম্বরের সাথে এসেছে। অন্যান্য OTA আপডেটের মতো এটি ব্যাচ ধরে রোলআউট করা হচ্ছে। এতএব, প্রত্যেক ইউজারের কাছে পৌঁছতে খানিকটা সময় লাগতে পারে।

উল্লেখ্য, Xiaomi গত ডিসেম্বরে Mi 11 ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চ ইভেন্টে MIUI 12.5-এর সাথে গোটা বিশ্বের পরিচয় করিয়ে করিয়ে দিয়েছিল। MIUI 12-এর চেয়ে মাইনর আপগ্রেড হলেও, এতে অর্থপূর্ণ কয়েকটি আপডেট যুক্ত হয়েছিল।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন