লঞ্চ হল Redmi Note 8 Pro এর স্পেশাল এডিশন, পাওয়া যাবে আগের দামেই

কয়েকদিন আগেই Xiaomi টুইট করে জানিয়েছিল যে, শীঘ্রই Redmi Note 8 Pro এর স্পেশাল এডিশন। কথা মত কোম্পানি এর Coral Orange কালার ভ্যারিয়েন্ট লঞ্চ করলো। নতুন এই কালার ভ্যারিয়েন্ট কোম্পানি কেবল গ্লোবাল ভ্যারিয়েন্টের জন্য এনেছে। কারণ চীনে ইতিমধ্যেই রেডমি নোট ৮ প্রো এর টুইলাইট অরেঞ্জ কালার উপলব্ধ। এদিকে ফোনটি কোরাল অরেঞ্জ কালারে এলেও, এর দাম বা স্পেসিফিকেশনে কোনো বদল আনা হয়নি।

প্রসঙ্গত গ্লোবাল মার্কেটে Redmi Note 8 Pro ফোনটি ইলেকট্রিক ব্লু,ফরেস্ট গ্রীন, গামা গ্রীন, হ্যালো হোয়াইট, পার্ল হোয়াইট, শ্যাডো ব্ল্যাক, কসমিক পার্পেল, গ্রে এবং ওশান ব্লু কালারে পাওয়া যায়। যদিও ভারতে এই ফোনটি কেবল ইলেকট্রিক ব্লু, গামা গ্রীন, হ্যালো হোয়াইট ও শ্যাডো ব্ল্যাক কালারে এসেছে। এখন দেখার রেডমি নোট ৯ এর কোরাল অরেঞ্জ কালার ভারতে আসে কিনা।

Redmi Note 8 Pro দাম:

ভারতে রেডমি নোট ৮ প্রো এর ৬ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজের দাম ১৫,৯৯৯ টাকা, যদিও লঞ্চের সময় ফোনটির দাম ছিল ১৪,৯৯৯ টাকা। আবার এখন এর ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ পাওয়া যাবে ১৬,৯৯৯ টাকায়। ১৮,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে এর ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ।

Redmi Note 8 Pro স্পেসিফিকেশন :

কর্নিং গরিলা গ্লাস ৫ প্রটেকশনের সাথে রেডমি নোট ৮ প্রো ফোনে ৬.৫৩ ইঞ্চি ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। যার আসপেক্ট রেশিও ১৯.৫ : ৯ এবং স্ক্রিন টু বডি রেশিও ৯১.৪ শতাংশ । এই ফোনে ২.০ গিগাহার্টজ ক্লক স্পিডের সাথে Mediatek Helio G90T প্রসেসর ব্যবহার করা হয়েছে, যার দরুন আপনি হাই গ্রাফিক্সের গেম বিনা বাধায় খেলতে পারবেন। এছাড়াও এতে গেম টার্বো ২.০ ব্যবহার হয়েছে।

Redmi Note 8 Pro এর সব থেকে বড় আকর্ষণ ৬৪ মেগাপিক্সেল সেন্সরের সাথে কোয়াড ক্যামেরা। শাওমি আগেই জানিয়েছিলো এই ফোনে স্যামসাংয়ের ISOCELL Bright GW1 image Sensor ব্যবহার করা হবে, যা ৪৮ মেগাপিক্সেল ক্যামেরার থেকে ৩৮% বেশি পিক্সেল আনে। প্রাইমারি ক্যামেরার অ্যাপারচার এফ/১.৭। এই ফোনের অন্যান্য ক্যামেরা গুলি হলো ৮ মেগাপিক্সেল ১২০ ডিগ্রি আলট্রা ওয়াইড লেন্স, ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। রিয়ার ক্যামেরা ৯০এফপিএস আলট্রা স্লো মোশন ভিডিও সাপোর্ট করে। রেডমি নোট ৮ প্রো ফোনে ২০ মেগাপিক্সেল AI সেলফি ক্যামেরা আছে।

এছাড়াও এই ফোনে আছে কুইক চার্জও ৩.০ এর সাথে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি। অন্যান্য ফিচার হল – ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ইউএসবি টাইপ সি পোর্ট, অ্যান্ড্রয়েড পাই বেসড MIUI 10 অপারেটিং সিস্টেম।

Tech Gup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Share
Published by
Tech Gup Desk

Recent Posts

Moto G Stylus: মোটোরোলার নয়া চমক, মন জয় করবে স্টাইলাস পেনের স্মার্টফোন

Moto G Stylus (2025) খুব তাড়াতাড়ি Moto G Stylus (2024)-এর উত্তরসূরী হিসাবে বাজারে পা রাখতে…

18 mins ago

স্প্লেন্ডরের দ্বিগুণ! 23 লিটারের ফুয়েল ট্যাংক এই মোটরসাইকেলে, লঞ্চের আগে শুরু বুকিং

BMW Motorrad ভারতে একজোড়া দুর্দান্ত বাইক লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। জার্মান সংস্থাটির লেটেস্ট মডেল হিসাবে BMW…

42 mins ago

8199 টাকা থেকে পাওয়া যাচ্ছে LED Smart TV, 12 হাজার টাকার কমে সেরা 5 টিভি দেখুন

বাজেটের মধ্যে নতুন Smart TV খোঁজ করলে এই প্রতিবেদন আপনার জন্য। এখানে আমরা অ্যামাজনে বিক্রি…

1 hour ago

Samsung এর বর্ষার অফার, Galaxy A15 5G পাওয়া যাচ্ছে লোভনীয় অফারে

20 হাজার টাকার মধ্যে অত্যাধুনিক ফিচারের ফোন খোঁজ করলে দারুণ খবর। স্যামসাংয়ের ওয়েবসাইটে, গ্যালাক্সি এ…

2 hours ago

Shakib Al Hasan: সিরিজ ছেড়ে তৎক্ষণাৎ দেশে ফিরতে হবে শাকিবকে, বাংলাদেশ বোর্ডকে নোটিশ দিল ICC

গতকাল বাংলাদেশে একটি হত্যা মামলায় অভিযুক্ত হিসাবে উঠে এসেছে বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার শাকিব আল…

2 hours ago

“ক্রিকেটের মাঠ…” অবসর নেওয়ার পর শিখরকে স্পেশাল মেসেজ দিলেন শচীন তেন্ডুলকার

ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের ওপেনার শিখর ধাওয়ান। শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে…

3 hours ago