লঞ্চের আগেই ফাঁস Redmi Note 9 5G এর ফিচার, থাকবে মিডিয়াটেক প্রসেসর

বর্তমানে 5G স্মার্টফোন তৈরীর ব্যাপারে জনপ্রিয় মোবাইল প্রস্তুতকারকদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়েছে। শাওমির সাব ব্র্যান্ড Redmi-ও এক্ষেত্রে পিছিয়ে নেই। আগামী ২৬ নভেম্বর চীনে তারা নিজেদের Note 9 5G সিরিজের স্মার্টফোনগুলি লঞ্চ করতে চলেছে। টিপ্সটারেরা অবশ্য লঞ্চের আগেই ফোনগুলির সম্ভাব্য স্পেসিফিকেশন সামনে এনেছেন। তবে এদের মধ্যে আজ Redmi Note 9 5G ফোনটিকে Geekbench -এ দেখা গেল। ফোনটির মডেল নম্বর M2007J22C এবং এতে মিডিয়াটেক চিপসেট ব্যবহার করা হয়েছে। যদিও এখানে ফোনটির নাম উল্লেখ ছিল না। তবে প্রসেসরের মিল থাকায় ফোনটির নাম বুঝতে অসুবিধা হয়নি।

গিকবেঞ্চে থেকে জানা গিয়েছে, M2007J22C মডেল নম্বর যুক্ত স্মার্টফোনে ARM MT6853T অক্টা-কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে, যার বেস ফ্রিক্যুয়েন্সি ২.০ গিগাহার্টজ। গ্রাফিক্সের জন্য এই ফোনে থাকবে মালি জি৫৭ জিপিউ। একথা জানার পরে অনেকের অভিমত ফোনটিতে ব্যবহৃত প্রসেসরটি হলো – মিডিয়াটেক ডাইমেনসিটি ৮০০ইউ। ফলে গিকবেঞ্চে তালিকাভুক্ত স্মার্টফোনটি যে রেডমি নোট ৯ ৫জি, সেই ধারণাই আরো দৃঢ় হয়েছে। কারণ আগেই টিপ্সটাররা জানিয়েছিলেন Redmi Note 9 5G ফোনে মিডিয়াটেকের নতুন এই প্রসেসরটি ব্যবহার হবে।

Geekbench এর লিস্টিং থেকে আরও জানা গেছে, এই ফোনটিতে থাকবে ৮ জিবি র‌্যাম। ফোনটি অ্যান্ড্রয়েড ১০ নির্ভর এমআইইউআই ১২ দ্বারা চলবে।  গিকবেঞ্চে ফোনটির সিঙ্গল ও মাল্টি-কোর স্কোর যথাক্রমে ৫৯৮ ও ১৭৯৩। উল্লেখ্য, কয়েকদিন আগেই রেডমি নোট ৯ প্রো ৫জি ফোনটিকেও গিকবেঞ্চে দেখা গিয়েছিল। এই ফোনে স্ন্যাপড্রাগন ৭৫০জি চিপসেট ব্যবহার করা হয়েছে।

Redmi Note 9 5G ফোনের অন্যান্য স্পেসিফিকেশন (সম্ভাব্য)

ডিজাইনের দিক থেকে রেডমি নোট ৯ ৫জি সিরিজের কোনো মডেলের মধ্যে বিশেষ কোন পার্থক্য থাকবে বলে মনে হয় না। এর স্ট্যান্ডার্ড ভার্সনে থাকতে পারে ৬.৫৩ ইঞ্চির আইপিএস এলসিডি ফুল এইচডি প্লাস পাঞ্চ-হোল ডিসপ্লে। ফোনটি ৪/৬/৮ জিবি র‌্যাম ও ৬৪/১২৮/২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট সহ আসতে পারে। এতে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ যার প্রাইমারি ক্যামেরাটি ৪৮ মেগাপিক্সেলের। সেলফির জন্য এতে ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট সেন্সরদেওয়া হতে পারে। ফোনটি ৫০০০ এমএএইচের ব্যাটারি ও ২২.৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ বাজারে আসতে পারে। প্রসঙ্গত জানিয়ে রাখি, রেডমি এই ফোনের একটি গ্লোবাল ভ্যারিয়েন্টও লঞ্চ করতে পারে বলে জল্পনা। সেক্ষেত্রে ফোনটি Redmi Note 9T নামে বাজারে আসবে।