ডিসপ্লে থেকে ক্যামেরা, চমকের ছড়াছড়ি, সব ফোনকে পিছনে ফেলবে Realme GT5 Pro

রিয়েলমি তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন হিসেবে Realme GT5 Pro মডেলটিকে চীনা বাজারে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। কোম্পানিটি ইতিমধ্যেই ডিভাইসটির ফিচারগুলিকে টিজ করা শুরু করেছে। আর এখন ব্র্যান্ডের তরফে Realme GT5 Pro-এর ডিসপ্লে সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে।

Realme GT5 Pro-এর ডিসপ্লেতে মিলবে ৩,০০০ নিট ব্রাইটনেস

রিয়েলমি চায়নার চিফ মার্কেটিং অফিসার (CMO) জু কি চেজ তার ওয়েইবো (চীনা মাইক্রো ব্লগিং সাইট) অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করে জানিয়েছেন যে, রিয়েলমি জিটি৫ প্রো-এর স্ক্রিনটি ৩,০০০ নিট পিক ব্রাইটনেস অফার করবে। এর সাথেই তিনি যোগ করেছেন যে, শুধু উজ্জ্বলতা নয়, এটি সামগ্রিক আপগ্রেডের সাথে আসবে এবং ভিউয়িং এক্সপেরিয়েন্সের ক্ষেত্রে এটি তার সমসাময়িক ফ্ল্যাগশিপ ডিভাইসগুলিকে ছাড়িয়ে যাবে।

জানিয়ে রাখি, রিয়েলমি জিটি৫ প্রো-এ ৬.৭৮ ইঞ্চির (২,৭৮০×১,২৬৪ পিক্সেল) ১.৫কে কার্ভড অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে। সুপরিচিত টিপস্টার ডিজিট্যাল চ্যাট স্টেশন সম্প্রতি দাবি করেছেন যে, ফোনটি চীনা ডিসপ্লে প্রস্তুতকারক বিওই (BOE) দ্বারা নির্মিত আল্ট্রা-স্লিম বেজেল বেষ্টিত মাইক্রো-কার্ভড স্ক্রিন সহ আসবে।

টেনা (TENAA) সার্টিফিকেশন প্ল্যাটফর্ম থেকে Realme GT5 Pro-এর স্পেসিফিকেশন সম্পর্কে আরও তথ্য প্রকাশ্যে এসেছে। জানা গেছে, ফোনটি Qualcomm-এর লেটেস্ট Snapdragon 8 Gen 3 প্রসেসর দ্বারা চালিত হবে এবং এতে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি (অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সহ), ১২০ ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ সহ একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং একটি ৫০ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা দ্বারা গঠিত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত থাকবে৷

উল্লেখযোগ্যভাবে, Realme GT5 Pro-এও OnePlus 12 এবং Oppo Find N3-এর মতো Sony Lytia LYT808 প্রাইমারি সেন্সর, একটি Omnivision OV08D10 আল্ট্রা-ওয়াইড সেন্সর এবং ২.৭X অপটিক্যাল জুম সহ Sony IMX890 টেলিফটো ক্যামেরা অন্তর্ভুক্ত থাকবে বলে জানা গেছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য, ফোনের সামনে একটি ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা দেখা যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য, Realme GT5 Pro ১০০ ওয়াট সুপারভুক (SuperVOOC) ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,৪০০ এমএএইচ (সাধারণ মান) / ৫,২৬০ এমএএইচ (ন্যূনতম) ব্যাটারি থাকবে। Realme GT5 Pro চলতি মাসের শেষের দিকে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে।