২০০০ টাকা দাম কমলো Redmi Note 9 Pro Max এর, কোথা থেকে কেনা যাবে জেনে নিন

সদ্য ভারতে লঞ্চ হয়েছে Redmi Note 10 সিরিজ। এই সিরিজের অধীনে আপাতত ভারতে তিনটি ফোন এসেছে- Redmi Note 10, Redmi Note 10 Pro, Redmi Note 10 Pro Max। তবে নতুন সিরিজ আসতেই পুরানো সিরিজের ফোনগুলির দাম কমাতে শুরু করেছে Xiaomi। কয়েকদিন আগেই শাওমি ঘোষণা করেছিল যে রেডমি নোট ৯ ফোনটি এখন ১,০০০ টাকা সস্তায় পাওয়া যাবে। এবার এই সিরিজের সবচেয়ে প্রিমিয়াম ভ্যারিয়েন্ট অর্থাৎ Redmi Note 9 Pro Max এর দাম কমানো হল। ভারতে এখন এই ফোনটি ২,০০০ টাকা কমে পাওয়া যাবে।

Redmi Note 9 Pro Max এর নতুন দাম

এখন থেকে রেডমি নোট ৯ প্রো ম্যাক্স এর ৬ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ কেনা যাবে ১৪,৯৯৯ টাকায়। আবার ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ১৭,৪৯৯ টাকায় পাওয়া যাবে। এর আগে এই দুই ভ্যারিয়েন্টের দাম ছিল যথাক্রমে ১৬,৯৯৯ টাকা ও ১৮,৪৯৯ টাকা। যদিও এর ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। অর্থাৎ এই ভ্যারিয়েন্টকে কিনতে গেলে ১৯,৯৯৯ টাকা খসাতে হবে।

আমরা নতুন দামে রেডমি নোট ৯ প্রো ম্যাক্স কে Amazon, Flipkart ও mi.com-এ খুঁজে পেয়েছি। আশা করা যায় শীঘ্রই অফলাইন স্টোরগুলিতেও নতুন দাম কার্যকর হবে।

Redmi Note 9 Pro Max এর স্পেসিফিকেশন

রেডমি নোট ৯ প্রো ম্যাক্স এর কথা বললে এই ফোনে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭২০জি প্রসেসর। আবার পাওয়ার ব্যাকআপের জন্য এতে পাবেন  ৫,০২০ এমএএইচ ব্যাটারি, যার সাথে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এই ফোনটি ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০ x ২৪০০ পিক্সেল) আইপিএস ডিসপ্লে সহ এসেছে। ডিসপ্লের প্রোটেকশনের জন্য আছে কর্নিং গরিলা গ্লাস ৫।

সেলফি লাভারদের জন্যও এই ফোনটি আদর্শ। কারণে এখানে রয়েছে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আবার পিছনে আছে কোয়াড ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হল- ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এঙ্গেল ক্যামেরা + ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা + ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর। ফোনটি অ্যান্ড্রয়েড ১০ ভিত্তিক এমআইইউআই ১১-এ চলে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন