আজ আরও একবার Redmi Note 9 Pro Max কেনার সুযোগ

আজ আরও একবার ফ্ল্যাশ সেলে পাওয়া যাবে Redmi Note 9 Pro Max। দুপুর ১২ টা থেকে Amazon ও Mi.Com এ ফোনটির সেল শুরু হবে। রেডমি নোট ৯ প্রো ম্যাক্স হল কোম্পানির নোট ৯ সিরিজের সবচেয়ে দামি ফোন। আপনি যদি ২০,০০০ টাকার মধ্যে কোনো ফোন খুঁজে থাকেন তাহলে এই ফোন পারেন। কারণ Redmi Note 9 Pro Max ফোনে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭২০জি প্রসেসর, ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং, ৬৪ মেগাপিক্সেল কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ ও পাঞ্চ হোল ডিসপ্লে ডিজাইন।

Redmi Note 9 Pro Max দাম ও সেলে অফার

ভারতে রেডমি নোট ৯ প্রো ম্যাক্স এর ৬ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজের দাম ১৬,৯৯৯ টাকা, ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের দাম ১৮,৪৯৯ টাকা। আবার ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের দাম ১৯,৯৯৯ টাকা। লঞ্চ অফার হিসাবে এয়ারটেল গ্রাহকদের এই ফোনের সাথে ২৯৮ টাকা ও ৩৯৮ টাকা রিচার্জে দ্বিগুন ডেটা সুবিধা দেওয়া হবে। আবার ২,২০০ টাকা ছাড় পাওয়া যাবে Mi True Wireless Earphones 2 এর ওপর। এছাড়াও ফোনটি ৬ মাসের নো কস্ট ইএমআই এও কেনা যাবে।

Redmi Note 9 Pro Max স্পেসিফিকেশন

রেডমি নোট ৯ প্রো ম্যাক্স ফোনে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে দেওয়া হয়েছে। যার রেজুলেশন ১০৮০ x ২৪০০ পিক্সেল এবং আসপেক্ট রেশিও ২০:৯। স্ক্রিনের সুরক্ষার জন্য এই ফোনে কর্নিং গরিলা গ্লাস ৫ ব্যবহার করা হয়েছে। এই ফোনে পাবেন ৮ জিবি পর্যন্ত র‌্যামের বিকল্প এবং ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ বিকল্প। এছাড়াও রেডমি নোট ৯ প্রো এর মত এখানেও কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭২০জি প্রসেসর পাবেন।

ক্যামেরার কথা বললে এর পিছনে চারটি ক্যামেরা রয়েছে। যার প্রাইমারি ক্যামেরা ৬৪ মেগাপিক্সেল। অন্য তিনটি ক্যামেরা হলো ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এঙ্গেল ক্যামেরা, ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা ও ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর। সেলফির জন্য রেডমি নোট ৯ প্রো ম্যাক্সে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা আছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড ১০ ভিত্তিক এমআইইউআই ১১ এর উপর চলবে। আবার ফোনের বাক্সে পাবেন ৩৩ ওয়াটে ফাস্ট চার্জার। ফোনটি ৫,০২০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে।