Redmi Note 9 ব্যবহারকারীদের জন্য সুখবর, চলে এল Android 11 ভিত্তিক MIUI 12.5 আপডেট

ভারতে গত বছরের এপ্রিলে Android 10-ভিত্তিক MIUI 12 স্কিনের সাথে লঞ্চ হয়েছিল Redmi Note 9। এরপর কেটে গিয়েছে এক বছরের বেশি সময়। Android 11 বা MIUI 12.5 কাস্টম স্কিনে ফোনটি কবে আপডেট হবে, তা বলা সম্ভব হচ্ছিল না। তবে প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবার শাওমি, ডিভাইসটিতে Android 11-ভিত্তিক MIUI 12.5 স্কিনের রোলআউট শুরু করেছে।

Redmi Note 9 ফোনে এল Android 11-ভিত্তিক MIUI 12.5 আপডেট

অ্যান্ড্রয়েড ১১ বেসড এমআইইউআই ১২.৫ সফটওয়্যার আপডেটটি শাওমির মোবাইল সফটওয়্যারের লেটেস্ট ভার্সনের যাবতীয় বৈশিষ্ট্য রেডমি নোট ৯ ফোনে নিয়ে এসেছে। এছাড়াও, জুলাই মাসের সিকিউরিটি প্যাচ ওই সিস্টেম আপডেটে বান্ডেল করা হয়েছে। ফলে নতুন ফিচার যুক্ত হওয়ার সাথে সাথে ফোনটি যে আরো সুরক্ষিত হলো তা বলার অপেক্ষা রাখে না।

MIUI 12.5 (Android 11)- এর আপডেডটি 12.5.1.0.RJONXM বিল্ড নম্বর-সহ Redmi Note 9 ফোনে ঢুকতে শুরু করেছে। ব্যাচ ধরে রোলআউট করার ফলে প্রত্যেক ইউজারের কাছে পৌঁছতে কিছুটা সময় নেবে। আপনি যদি ফোনটি ব্যবহার করেন তাহলে শীঘ্রই নতুন আপডেটের নোটিফিকেশন পাবেন। এছাড়া ফোনের Settings>About Phone অপশনে গিয়ে আপডেট এসেছে কিনা চেক করতে পারবেন।

নতুন সফটওয়্যার রিলিজের ফলে রেডমি নোট ৯ ব্যবহারকারীরা ফোনে চ্যাট বাবল, মাইক্রোফোন ও ক্যামেরার জন্য ওয়ান-টাইম অ্যাক্সেস, স্মার্ট ডিভাইস কন্ট্রোল, নতুন ডিজাইনের নোট অ্যাপ, ক্লিপবোর্ড অ্যাক্সেস এলার্ট, প্রভৃতি পাবেন।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন