Redmi নাকি Realme, বিশ্বের প্রথম ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা স্মার্টফোন নিয়ে চলছে তরজা

দুনিয়ার প্রথম ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা স্মার্টফোন আনার কৃতিত্ব কার তা নিয়ে বাগবিতন্ডায় জড়ালো অন্যতম জনপ্রিয় দুই স্মার্টফোন ব্যান্ড রিয়েলমি (Realme) এবং রেডমি (Redmi)। দু’বছর আগে আবির্ভাব ঘটেছিল বিশ্বের প্রথম ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা স্মার্টফোনের। এখন সেই দু’বছর আগের ঘটনা নিয়েই রেডমি ও রিয়েলমি ফের একবার সম্মুখ সমরে।

Redmi Note 10 সিরিজ ও Realme 8 সিরিজের স্মার্টফোন লঞ্চের জন্য দুই সংস্থার প্রস্তুতি চলছে জোরকদমে। সেইসঙ্গে হাইপ তৈরি করার জন্য রিয়েলমি ও রেডমি কয়েক ঘন্টা অন্তর অন্তর ডিভাইসগুলির টুকরো টুকরো তথ্য প্রকাশ করছে। বাদানুবাদের সূত্রপাত এখান থেকেই।

রিয়েলমির সিইও মাধব শেঠ (Madhav Seth) টুইটে দাবি করেছেন, ৬৪ মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোনের সাথে বিশ্বকে তাঁরাই প্রথম পরিচয় করিয়েছিলেন। উল্লেখ্য, তিনি এখানে Realm XT ফোনটির কথাই বলতে চেয়েছেন। শেঠ টুইটে লেখেন, বিশ্বের প্রথম ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা স্মার্টফোন লঞ্চ করা থেকে ৬৪ মেগাপিক্সেল সনি ক্যামেরার গণতান্ত্রিকীকরণ, ক্যামেরা প্রযুক্তিতে Realme অগ্রণী ভূমিকা নিয়েছে এবং কোম্পানির #DareToLeap (রিয়েলমির ট্যাগ লাইন) অব্যাহত থাকবে। মাধব শেঠের এই টুইটটি এসেছিল পরশুদিন।

এরপর গতকাল রেডমির ডিরেক্টর অফ বিজনেস স্নেহা তাইনওয়ালা (Sneha Tainwala) মাধব শেঠের টুইটের প্রত্যুত্তরে তাঁকে ভুল তথ্য পরিবেশন করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করেন। স্নেহা একটি রিপোর্ট শেয়ার করে বলেন, ২০১৯-এর আগস্টে বিশ্বের প্রথম ৬৪ মেগাপিক্সেল ক্যামেরার ফোন হিসেবে Redmi Note 8 Pro লঞ্চ হয়েছিল। Realme XT এই কৃতিত্বের ভাগিদার হওয়ার দাবিকে তিনি পুরোপুরি নস্যাৎ করেছেন।

এখন প্রশ্ন হচ্ছে, আসল সত্যিটা কে বলছে? সাধারণ ফ্যাক্ট চেকিংয়ের মাধ্যমে প্রকৃত তথ্যটি উদঘাটন করা জলের মতো সহজ। দেখা যাচ্ছে রেডমির দাবি যথাযথ এবং ২০১৯ সালের ২৯ আগস্ট বিশ্বের প্রথম ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা স্মার্টফোন হিসেবে সংস্থাটি চীনে Redmi Note 8 Pro লঞ্চ করেছিল। অন্যদিকে দু’সপ্তাহ পর ১৩ সেপ্টেম্বর রিয়েলমি চীনে Realme XT লঞ্চ করে৷ তবে বিভ্রান্তির কিম্তু এখানেই শেষ নয়।

স্মার্টফোনগুলি লঞ্চের আগেই দুটি ব্র্যান্ডই Camera Innovation (ক্যামেরা ইনোভেশন) অনুষ্ঠানের আয়োজন করেছিল। ৬ আগস্ট ২০১৯, রেডমি চীনে ওই ইভেন্টে Redmi Note 8 Pro-র ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা প্রদর্শন করে। তার ঠিক দু’দিন পরেই রিয়েলমি নিউদিল্লিতে অনুরূপ একটি ইভেন্টের আয়োজন করে। সেখানেও রিয়েলমি ৬৪ মেগাপিক্সেল ক্যামেরার সক্ষমতার প্রদর্শন করে।

সুতারাং বোঝাই যাচ্ছে ক্যামেরা ইনোভেশন ইভেন্ট বলুন বা লঞ্চ, বিশ্বের প্রথম ৬৪ মেগাপিক্সেল ক্যামেরাযুক্ত স্মার্টফোন হওয়ার খেতাবটি কিন্তু Redmi Note 8 Pro-র দখলে। আবার ভারতে এই কৃতিত্বের দাবিদার রিয়েলমি। কারণ Redmi Note 8 Pro ভারতে লঞ্চ হওয়ার আগেই ১৩ সেপ্টেম্বর ২০১৯, Realme XT ভারতের প্রথম ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা ফোন হিসেবে আত্মপ্রকাশ করেছিল। অন্যদিকে ১৬ অক্টোবর Redmi Note 8-র সাথে ফোনটির Pro ভার্সন লঞ্চ হয়েছিল।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Shuvro

ডিজিটাল সাংবাদিকতায় চার বছরের অভিজ্ঞতা শুভ্রর। প্রযুক্তি, বিশেষ করে স্মার্টফোন এবং অটোমোবাইল পছন্দের বিষয়। নির্ভুল ও তথ্যসমৃদ্ধ লেখা পাঠকদের সামনে উপস্থাপন করতে ভালবাসেন শুভ্র। বর্তমানে টেকগাপে অ্যাসিস্ট্যান্ট এডিটর হিসাবে কর্মরত তিনি।

Share
Published by
Shuvro

Recent Posts

Garena Free Fire Redeem Codes for August 24 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড থেকে জিতুন ডায়মন্ড

আপনি কি গারেনা ফ্রি ফায়ার-এর আজকের রিডিম কোড খোঁজ করেছেন? তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য।…

9 hours ago

Maharaja Trophy: মহারাজা ট্রফিতে ঘটলো বিরলতম ঘটনা, ৩ টি সুপার ওভারের পর বেরোলো ম্যাচের ফলাফল

বর্তমানে মহারাজা ট্রফি টি-টোয়েন্টি টুর্নামেন্ট চলছে কর্ণাটকে। শুক্রবার বেঙ্গালুরু ব্লাস্টার্স ও হুবলি টাইগার্সের অনুষ্ঠিত হয়েছিল…

9 hours ago

4000 টাকা দাম কমলো 1 কোটির বেশি বিক্রি হওয়া Redmi 5G ফোন, রয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা

রেডমির নোট সিরিজের স্মার্টফোন বাজারে বেশ জনপ্রিয়। এমন পরিস্থিতিতে আপনি যদি বাজেট সেগমেন্টে ভালো ক্যামেরা,…

10 hours ago

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

12 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

12 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

13 hours ago