Redmi, Realme, Vivo-র এই 5G ও 4G ফোনগুলি পাবেন 20 হাজার টাকার কমে

আপনার যদি একটি স্মার্টফোন কেনার পরিকল্পনা থাকে, তবে বাজেটের পাশাপাশি ফিচার সংক্রান্ত কয়েকটি বিষয় সম্পর্কে ধারণা রাখা দরকার। যেমন, একটি স্মার্টফোন খরিদ্দারীর ক্ষেত্রে দীর্ঘ ব্যাটারি লাইফ, অধিক র‌্যাম, অ্যাডভান্স রিয়ার ক্যামেরা সেটআপ এবং উন্নতমানের ডিসপ্লে প্যানেল আছে কিনা তা বিশেষ ভাবে খেয়াল রাখা দরকার। কেননা, উল্লেখিত ফিচারগুলি থাকলে তবেই একটি স্মার্ট মোবাইল প্রকৃতপক্ষে স্মার্ট পারফরম্যান্স অফার করতে পারবে। তাই আজ আমরা ভারতের বাজারে বিদ্যমান এমন ৫টি সেরা স্মার্টফোনের হদিশ দেব, যেগুলিতে ৮ জিবি পর্যন্ত র‌্যাম, ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, ট্রিপল বা কোয়াড রিয়ার ক্যামেরা এবং ফাস্ট চার্জিং সাপোর্ট সমেত ৬,০০০ এমএএইচ পর্যন্ত ব্যাটারি পাওয়া যাবে। আর দামের কথা বললে, প্রতিবেদনে উল্লেখিত প্রতিটি ফোনের দাম ২০,০০০ টাকার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। আসুন তাহলে বাজেট সেগমেন্টের অধীনে উপলব্ধ স্মার্টফোনের তালিকা সম্পর্কে বিস্তারিত ভাবে জেনে নেওয়া যাক এবার।

২০,০০০ টাকার নিচে উপলব্ধ স্মার্টফোনের তালিকা

Infinix Note 11S: ১৮,৯৯৯ টাকা

ইনফিনিক্স নোট ১১এস স্মার্টফোনে দেখা যাবে একটি ৬.৯৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এতে মিডিয়াটেক হেলিও জি৯৬ প্রসেসর ব্যবহার করা হয়েছে। পাশাপাশি এতে ডার-লিংক ২.০ (Dar-Link 2.0) গেম বুস্ট টেকনোলজির সাপোর্ট পাওয়া যাবে। ক্যামেরা ফ্রন্টের কথা বললে, ইনফিনিক্স নোট ১১এস স্মার্টফোনে কোয়াড এলইডি ফ্ল্যাশ লাইট সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে, যার প্রাইমারি সেন্সর ৫০ মেগাপিক্সেলের। পাওয়ার ব্যাকআপের জন্য ডিভাইসে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি বর্তমান, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Tecno Pova 5G: ১৯,৯৯৯ টাকা

অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক হাইওএস ৮.০ কাস্টম স্কিন চালিত টেকনো পোভা ৫জি ফোনে একটি ৬.৯ ইঞ্চির ফুল এইচডি প্লাস (১০৮০×২৪০০ পিক্সেল) এলসিডি ডিসপ্লে রয়েছে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং স্ক্রিন-টু-বডি রেশিও ৯১%। ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০ প্রসেসরের সাথে এসেছে। ফটোগ্রাফির ক্ষেত্রে ডিভাইসে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা যুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এছাড়া, ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাও দেখা যাবে ডিসপ্লের উপরিভাগে। তদুপরি, পাওয়ার ব্যাকআপের জন্য ইউজাররা এতে ৬,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি পেয়ে যাবেন, যার সাথে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Vivo T1 5G: ১৯,৯৯০ টাকা

সদ্য লঞ্চ হওয়া ভিভো টি১ ৫জি ফোনে ৬.৫৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস (১০৮০×২৪০৮ পিক্সেল) আইপিএস এলসিডি ডিসপ্লে দেখা যাবে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং টাচ স্যাম্পলিং রেট ২৪০ হার্টজ। ফাস্ট পারফরম্যান্সের জন্য এতে ৬ এনএম প্রসেসিং নোড ভিত্তিক স্ন্যাপড্রাগন ৬৯৫ ৫জি মোবাইল গেমিং প্রসেসর ব্যবহার করা হয়েছে। আর, অপারেটিং সিস্টেম হিসাবে হ্যান্ডসেটে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ফানটাচ ওএস ১২ কাস্টম ইন্টারফেস পাওয়া যাবে। উক্ত ফোনে ৪ জিবি ভার্চুয়াল র‌্যামের সাপোর্ট পাওয়া যাবে। এছাড়া, ফটোগ্রাফির জন্য ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে, যার প্রাইমারি সেন্সর ৫০ মেগাপিক্সেল। এছাড়া দুটি ২ মেগাপিক্সেল শ্যুটার বিদ্যমান থাকছে। একইসাথে সেলফি এবং ভিডিও কলের জন্য, এতে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে। সিকিউরিটির জন্য হ্যান্ডসেটে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। আর পাওয়ার ব্যাকআপের এই ভিভো ফোনে জন্য থাকছে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি।

Redmi Note 10 Pro: ১৮,৯৯৯ টাকা

রেডমি নোট ১০ প্রো ফোনে আছে কর্নিং গরিলা গ্লাস ৫ প্রোটেকশন সহ একটি ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,০৮০x২,৪০০ পিক্সেল) সুপার অ্যামোলেড পাঞ্চ হোল ডিসপ্লে, যার ব্রাইটনেস ১২০০ নিট পিক ও রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এই ফোনে অ্যাড্রনো ৬১৮ জিপিইউ ও অক্টা কোর স্ন্যাপড্রাগন ৭৩২জি প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক এমআইইউআই ১২ কাস্টম স্কিন চালিত। ফটোগ্রাফির জন্য নোট ১০ সিরিজের এই প্রো মডেলে কোয়াড ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল, ৬৪ মেগাপিক্সেল Samsung ISOCELL GW3 সেন্সর, ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স, ২এক্স জুম সহ ৫ মেগাপিক্সেল টেলিম্যাক্রো লেন্স ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। আবার ডিসপ্লের উপরিভাগে থাকছে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০২০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে। সিকিউরিটির জন্য ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।

Realme Narzo 30 Pro: ১৯,৯৯৯ টাকা

মিডিয়াটেক ডাইমেনসিটি ৮০০ইউ প্রসেসর চালিত রিয়েলমি নারজো ৩০ প্রো স্মার্টফোনে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১৮০ হার্টজ টাচ সাম্পেলিং রেট সহ একটি ৬.৫ ইঞ্চির ডিসপ্লে আছে। এটি অ্যান্ড্রয়েড ১০ ওএস চালিত। আর, ক্যামেরা ফ্রন্টের ক্ষেত্রে ইউজাররা, ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো শুটার সহ ট্রিপল-রিয়ার ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন। একই সাথে ডিসপ্লে উপরিভাগে থাকছে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এতে হাই-রেঞ্জ অডিও এবং ডলবি অ্যাটমস সাপোর্ট উপলব্ধ। উক্ত ৫জি হ্যান্ডসেটে ৩০ ওয়াট সুপার ডার্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ পাওয়ারের ব্যাটারি দেওয়া হয়েছে।

Subheccha Das Poddar

Recent Posts

Garena Free Fire Redeem Codes for August 24 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড থেকে জিতুন ডায়মন্ড

আপনি কি গারেনা ফ্রি ফায়ার-এর আজকের রিডিম কোড খোঁজ করেছেন? তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য।…

3 hours ago

Maharaja Trophy: মহারাজা ট্রফিতে ঘটলো বিরলতম ঘটনা, ৩ টি সুপার ওভারের পর বেরোলো ম্যাচের ফলাফল

বর্তমানে মহারাজা ট্রফি টি-টোয়েন্টি টুর্নামেন্ট চলছে কর্ণাটকে। শুক্রবার বেঙ্গালুরু ব্লাস্টার্স ও হুবলি টাইগার্সের অনুষ্ঠিত হয়েছিল…

3 hours ago

4000 টাকা দাম কমলো 1 কোটির বেশি বিক্রি হওয়া Redmi 5G ফোন, রয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা

রেডমির নোট সিরিজের স্মার্টফোন বাজারে বেশ জনপ্রিয়। এমন পরিস্থিতিতে আপনি যদি বাজেট সেগমেন্টে ভালো ক্যামেরা,…

4 hours ago

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

6 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

6 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

6 hours ago