Redmi স্মার্টফোনের উপর ৩,০০০ টাকা পর্যন্ত ছাড়, সস্তায় কিনুন Redmi Note 10S থেকে Redmi Note 10 Pro

উপলক্ষের অপেক্ষা না করেই Amazon পুনরায় তাদের নিজস্ব সাইটে লোভনীয় অফারের সাথে নতুন সেল লাইভ করে দিল। এই সেলের দরুন, বাছাই করা কয়েকটি Redmi স্মার্টফোনকে ফ্লাট ২,০০০ টাকার ডিসকাউন্টের সাথে তুলনায় সস্তায় বিক্রি করা হবে। ডিসকাউন্টের পাশাপাশি, ক্যাশব্যাক সহ নানাবিধ ব্যাঙ্ক অফার ও এক্সচেঞ্জ বোনাসের সুবিধাও পেয়ে যাবেন ক্রেতারা। আর উপলব্ধ প্রত্যেকটি অফারের লাভ ওঠাতে পারলে, ব্র্যান্ডের ফোনগুলিকে ৩,০০০ টাকারও কমে পকেটস্থ করে নেওয়া যাবে। প্রসঙ্গত জানিয়ে রাখি, প্রতিবেদনে উল্লেখিত প্রত্যেকটি ফোনে ৬ জিবি পর্যন্ত র‌্যাম ও ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ পেয়ে যাবেন আপনারা। চলুন তাহলে ই-কমার্স সাইটটি দ্বারা Redmi স্মার্টফোনের জন্য আনীত অফারের বিশদ সম্পর্কে এবার জেনে নেওয়া যাক।

Amazon -এ Redmi স্মার্টফোনের উপর জারি করা অফারের তালিকা

Redmi Note 10S: রেডমি নোট ১০এস স্মার্টফোনের ৬ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৬,৯৯৯ টাকা। এর সাথে ফ্লাট ২,০০০ টাকার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। যারপর, ফোনটির দাম কমে ১৪,৯৯৯ টাকা হয়ে গেছে। যেসকল ক্রেতারা একসাথে পুরো পেমেন্ট করতে চান না, তারা মাসিক ৭০৬ টাকার প্রাথমিক ইএমআই প্রদান করে ফোনটি কিনে নিতে পারবেন। এছাড়া, পুরোনো মোবাইলের সাথে ১৩,২০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারও পাওয়া যাবে। যারা এই পুরো এক্সচেঞ্জ বোনাস পেয়ে যেতে সক্ষম হবেন, তারা মাত্র ১,৭৯৯ টাকা খরচ করে কথিত রেডমি স্মার্টফোনকে কিনে নিতে পারবেন।

ফিচার : অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক এমএআইইউআই ১২.৫ ওএস চালিত Redmi Note 10S ফোনে একটি ৬.৪৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,০৮০x২,৪০০) পাঞ্চ হোল AMOLED ডিসপ্লে সহ এসেছে। ডিসপ্লের সুরক্ষার জন্য এতে উপস্থিত কর্নিং গরিলা গ্লাস ৩ প্রোটেকশন। ফাস্ট পারফরম্যান্সের জন্য এই ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি৯৫ প্রসেসর ও মালি-জি৭৬ এমসি৪ জিপিইউ। ফটোগ্রাফির জন্য ডিভাইসের পিছনে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ। যার প্রাইমারি সেন্সর ৬৪ মেগাপিক্সেলের। এছাড়া, অন্য তিনটি ক্যামেরা হল, ৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর ও ২ মেগাপিক্সেল মাক্রো সেন্সর। সেলফি ও ভিডিও কলের জন্য এতে ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে। সিকিউরিটির জন্য ফোনটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ এসেছে। পাওয়ার ব্যাকআপের জন্য রেডমি নোট ১০এস ফোনে পাওয়া যাবে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যার সাথে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

Redmi Note 11T 5G: ১৮,৯৯৯ টাকা দামের রেডমি নোট ১১টি ৫জি স্মার্টফোনের সাথে এখন ২,০০০ টাকার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। যারপর, ফোনটির দাম কমে এখন ১৬,৯৯৯ টাকা হয়ে গেছে। এটি খরিদ করার ক্ষেত্রে ইএমআই অপশনের সুবিধাও পাওয়া যাবে। এর জন্য, আপনাদের প্রতি মাসে ৮০০ টাকার ইএমআই প্রদান করতে হবে। এছাড়া, ১৪,৯০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারও উপলব্ধ থাকছে। এই পুরো এক্সচেঞ্জ ভ্যালু হস্তগত করতে পারলে, ফোনটিকে কেবল ২,০৯৯ টাকার বিনিময়ে কেনা যাবে।

ফিচার : ডুয়েল সিমের Redmi Note 11T 5G ফোনে আছে, একটি ৬.৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,০৮০x২,৪০০ পিক্সেল) IPS LCD ডিসপ্লে। এই ডিসপ্লে কর্নিং গরিলা গ্লাস ৩ প্রটেকশন সহ এসেছে এবং ৯০ হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট ও ২০:৯ এসপেক্ট রেশিও সাপোর্ট করে। মাল্টিটাস্কিং ও ফাস্ট পারফরম্যান্সের জন্য ডিভাইসে, মালি জি৫৭ এমসি২ জিপিইউ সহ অক্টা কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক এমআইইউআই ১২.৫ কাস্টম স্কিন চালিত। এই ৫জি ফোনের রিয়ার প্যানেলে ডুয়াল ক্যামেরা সেটআপ বর্তমান। এগুলি হল, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড শুটার। একই ভাবে, ডিসপ্লেতে থাকা পাঞ্চ-হোল কাটআউটের মধ্যে থাকছে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য, এতে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যার সাথে ৩৩ ওয়াট প্রো ফাস্ট চার্জিং সাপোর্ট করে। তদুপরি, এই ব্যাটারি একক চার্জে দু-দিন পর্যন্ত সক্রিয় থাকবে বলে সংস্থার দাবি। সিকিউরিটির জন্য ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।

Redmi Note 10 Pro: রেডমি নোট ১০ প্রো স্মার্টফোনের ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ অপশনের দাম ১৯,৯৯৯ টাকা। তবে এখন ২,০০০ টাকায় ছাড়ের সাথে মাত্র ১৭,৯৯৯ টাকায় কিনে নেওয়া যাবে এই মডেলটিকে। কিস্তিতে পেমেন্ট করতে চাইলে আপনারা মাসিক ৮৪৭ টাকার ইএমআই প্রদান করে ফোনটি বাড়ি নিয়ে আসতে পারবেন। এছাড়া, পুরোনো মোবাইলের পরিবর্তে এই নয়া স্মার্টফোন কিনলে ১৪,৯০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস দেওয়া হবে। আর এই পুরো এক্সচেঞ্জ ভ্যালু প্রাপ্ত করতে পারলে, ফোনটিকে মাত্র ৩,০৯৯ টাকায় কিনে নেওয়া যাবে।

ফিচার : Redmi Note 10 Pro ফোনে আছে কর্নিং গরিলা গ্লাস ৫ প্রোটেকশন ও ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১,০৮০x২,৪০০ পিক্সেল) সুপার অ্যামোলেড পাঞ্চ হোল ডিসপ্লে, যার ব্রাইটনেস ১২০০ নিট পিক। এই ফোনে অ্যাড্রনো ৬১৮ জিপিইউ ও অক্টা কোর স্ন্যাপড্রাগন ৭৩২জি প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক এমআইইউআই ১২ কাস্টম স্কিন চালিত। ফটোগ্রাফির জন্য নোট ১০ সিরিজের এই প্রো মডেলে কোয়াড ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল, ৬৪ মেগাপিক্সেল Samsung ISOCELL GW3 সেন্সর, ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স, ২এক্স জুম সহ ৫ মেগাপিক্সেল টেলিম্যাক্রো লেন্স ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। আবার ডিসপ্লের উপরিভাগে থাকছে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০২০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে। সিকিউরিটির জন্য ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।