Redmi Watch 2 Lite স্মার্টওয়াচ আপনার স্বাস্থ্যের খেয়াল রাখতে লঞ্চ হল, দাম ও ফিচার দেখে নিন

Redmi Watch 2 Lite আজ ভারতে লঞ্চ হল। এই স্মার্টওয়াচটির সাথে Redmi Note 11 Pro ও Redmi Note 11 Pro+ 5G স্মার্টফোন দুটিও এদেশের বাজারে পা রেখেছে। উল্লেখ্য, Redmi Watch 2 Lite গতবছর নভেম্বরে গ্লোবাল মার্কেটে আত্মপ্রকাশ করেছিল। এতে রয়েছে ইনবিল্ট জিপিএস ও SpO2 মনিটরিং। এছাড়া এই স্মার্টওয়াচে মিলবে ২৪ ঘন্টা হার্ট রেট ট্র্যাকিং ও ১০ দিনের ব্যাটারি লাইফ।

Redmi Watch 2 Lite এর দাম ও সেলের তারিখ

রেডমি ওয়াচ ২ লাইট এর দাম রাখা হয়েছে ৪,৯৯৯ টাকা। এটি আইভরি, ব্লু ও ব্ল্যাক কালারে এসেছে। আগামী ১৫ মার্চ থেকে স্মার্টওয়াচটি Amazon, Mi.com, Reliance Digital এর মাধ্যমে কেনা যাবে।

Redmi Watch 2 Lite স্পেসিফিকেশন ও ফিচার

রেডমি ওয়াচ ২ লাইট ১.৫৫ ইঞ্চির (৩২০x৩৬০ পিক্সেল) TFT ডিসপ্লে সহ এসেছে, যার পিক ব্রাইটনেস ৪৫০ নিটস। দ্রুত কানেক্টিভিটির জন্য এই স্মার্টওয়াচে উপস্থিত ব্লুটুথ ৫ ভার্সন। এছাড়া, ডিভাইসে ১০০টিরও বেশি ওয়াচ ফেস এবং ১৭টি প্রফেশনাল মোড সহ ১০০টিরও বেশি ওয়ার্কআউট মোড বর্তমান।

এদিকে Redmi Watch 2 Lite ব্লাড অক্সিজেন (SpO2) মনিটরিং এবং হার্ট রেট ডিটেকটিং ফিচার সহ এসেছে। তবে এটি চিকিৎসাগতভাবে অনুমোদিত ডিভাইস নয়। আবার এতে স্লিপ ও স্ট্রেস মনিটরিং ফিচারও উপলব্ধ এবং এই ওয়াচটি সংযুক্ত ডিভাইস থেকে নোটিফিকেশন অ্যালার্ট পাঠাতে সক্ষম।

Redmi Watch 2 Lite অ্যান্ড্রয়েড (Android) এবং আইওএস (iOS) ডিভাইসের সাথে সামঞ্জস্যপূর্ণ৷ এতে ২৬২ এমএএইচ ব্যাটারি আছে, যা একক চার্জে একটানা ১০ ঘন্টা পর্যন্ত বা GPS অন থাকাকালীন ১৪ ঘন্টা পর্যন্ত সক্রিয় থাকবে। পরিশেষে, Redmi Watch 2 Lite, 5ATM রেটিং প্রাপ্ত। তাই ৫০ মিটার পর্যন্ত গভীর জলে ডুবে থাকলেও ডিভাইসটি কোনোভাবে ক্ষতিগ্রস্থ হবে না