Redmi Note 9 5G সিরিজের সাথে লঞ্চ হতে পারে Redmi Watch

আগামী ২৬ নভেম্বর চীনে লঞ্চ হবে Redmi Note 9 5G সিরিজ। রেডমির জেনারেল ম্যানেজার Lu Weibing ওইদিন একটি টক শো-তে রেডমির নতুন প্রোডাক্টগুলির কথা ঘোষণা করবেন। Note 9 5G সিরিজে তিনটি ফোন থাকতে পারে, যেগুলি হল – Redmi Note 9 5G ও Redmi Note 9 Pro 5G ও Redmi Note 9T। তবে ওইদিন Redmi Note 9 5G সিরিজের পাশাপাশি রেডমির একটি স্মার্টওয়াচও লঞ্চ হতে পারে৷ জানা গেছে, Redmi ওই ইভেন্টে কয়েকটি স্মার্ট ডিভাইসও লঞ্চ করবে।

সম্প্রতি রেডমির জেনারেল ম্যানেজার Lu Weibing চাইনিজ মাইক্রোব্লগিং সাইট Weibo-তে একটি পোস্টের মাধ্যমে ইঙ্গিত দিয়েছিলেন, Redmi স্মার্টওয়াচ লঞ্চ করার জন্য তোড়জোড় শুরু করেছে৷ মনে করা হচ্ছে Redmi Watch নামে একটি স্মার্টওয়াচ সেদিন লঞ্চ করা হবে।

সেপ্টেম্বরে ডিজিটাল চ্যাট স্টেশন চীনের মাইক্রোব্লগিং সাইট উইবোতে একটি স্ক্রিনশট শেয়ার করেছিল৷ সেখান থেকে REDMIWT01 মডেল নম্বরের রেডমি এই স্মার্টওয়াচের MIIT (China’s Ministry of Industry & information Technolgy) সার্টিফিকেশন পাওয়ার বিষয়টি জানা গিয়েছিল। অন্যদিকে সেপ্টেম্বরেরই REDMIWT02 মডেল নম্বরের Xiaomi Mi Watch Lite কে ডেনমার্কের সার্টিফিকেশন সাইট UL (Demko)-তে দেখা গিয়েছিল। গত মাসে Xiaomi Mi Watch Lite-কে আমেরিকার FCC (Federal Communications Commission) তেও অর্ন্তভুক্ত করা হয়।

এবার যেহেতু দুটি স্মার্টওয়াচের মডেল নম্বর প্রায় একই রকম। তাই অনুমান করা হচ্ছে, এই স্মার্টওয়াচ কে Xiaomi চীনের বাজারে Redmi Watch নাম লঞ্চ করবে এবং অন্যান্য দেশে এটি Mi Watch Lite নামে পাওয়া যাবে। FCC থেকে শাওমি এমআই ওয়াচ লাইটের ডিজাইন ও স্পেসিফিকেশনের সম্পর্কে জানা গিয়েছিল।

যেমন এর ডায়ালে ১.৪ ইঞ্চি এইচডি টাচস্ক্রিন ডিসপ্লে থাকবে। ডানদিকে একটি বাটন থাকবে। এই স্মার্টওয়াচে থাকবে ৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে ২৩০ এমএএইচ ব্যাটারি। এছাড়া এতে থাকবে জিপিএস, বিভিন্ন ফিটনেস মোড, 5ATM ওয়াটার রেজিট্যান্স, হার্ট রেট মনিটারিং, ব্লুটুথ ৫.১ কানেক্টিভিটি, অটো ব্রাইটনেস, সুইমিং মোড রিকগনিশের মতো ফিচার।