Reebok ActiveFit 1.0: জুতো নয়, এবার তাক লাগানো ফিচার সহ স্মার্টওয়াচ আনল রিবক

সোমবার ভারতীয় বাজারে লঞ্চ হল স্পোর্টিং প্রোডাক্ট প্রস্তুতকারী Adidas সংস্থার অধীনস্থ Reebok কোম্পানির প্রথম স্মার্টওয়াচ, যার নাম Reebok ActiveFit 1.0। এতে রয়েছে একাধিক হেলথ সেন্সর এবং ফিটনেস মোড। সংস্থার দাবি, স্মার্টওয়াচটি ১৫ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করতে সক্ষম। পাশাপাশি এতে আছে ওয়েদার অ্যাপ্লিকেশন। চলুন Reebok ActiveFit 1.0 স্মার্টওয়াচের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Reebok ActiveFit 1.0 স্মার্টওয়াচের দাম ও লভ্যতা

ভারতে রিবক এক্টিভফিট ১.০ স্মার্টওয়াচটি ই-কমার্স সাইট অ্যামাজনে প্রারম্ভিক অফারে ৪,৪৯৯ টাকায় কিনতে পাওয়া যাচ্ছে। তবে আগামী ২৮ জানুয়ারি থেকে এর দাম বাড়বে। ব্ল্যাক, ব্লু, নেভি এবং রেড – এই চারটি কালার ভ্যারিয়েন্টে উপলব্ধ স্মার্টওয়াচটি।

Reebok ActiveFit 1.0 স্মার্টওয়াচের স্পেসিফিকেশন

রিবক এক্টিভফিট ১.০ স্মার্টওয়াচটি গোলাকৃতির ১.৩ ইঞ্চি এইচডি ডিসপ্লের সাথে এসেছে। এতে রয়েছে কল এবং মেসেজ নোটিফিকেশন, সোশ্যাল মিডিয়া অ্যাপ প্রম্পটের মত একাধিক ফিচার। সাথে থাকছে ক্যামেরা ও মিউজিক কন্ট্রোল এবং কিছু ইন-বিল্ট গেম।

এছাড়া নতুন এই ওয়্যারেবলে ব্লাড অক্সিজেন মনিটর, ২৪ ঘন্টা হার্ট রেট মনিটর, স্লিপ মনিটর এবং সিডেন্টারি রিমাইন্ডার উপলব্ধ। স্পোর্টস এবং ফিটনেসের জন্য এতে উপস্থিত ১৫ টি ফিটনেস ট্র্যাকিং মোড।

অন্যদিকে, নয়া স্মার্টওয়াচটিতে মেনস্ট্রুয়াল সাইকেল ট্রাকিং ফিচার থাকায়, এটি মহিলাদের পছন্দের তালিকায় জায়গা করে নিতে পারে। মেডিকেশনের জন্য এতে রয়েছে মেডিটেটিভ ব্রিদিং মোড। ঘড়িটির অন্যান্য ফিচারগুলির মধ্যে উল্লেখযোগ্য ক্যালোরি এবং স্টেপ ট্র্যাকার। এখানে বলে রাখি, আবহাওয়া সংক্রান্ত তথ্যের জানান দিতে এটি ওয়েদার অ্যাপ্লিকেশন ফিচারের সাথে এসেছে।

এবার আসা যাক Reebok ActiveFit 1.0 স্মার্টওয়াচের ব্যাটারি প্রসঙ্গে। সংস্থার দাবি, এটি একবার চার্জে ১৫ দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপের পাশাপাশি ৩০ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম অফার করতে সক্ষম।