MG Comet EV: টাটার ফাঁকা মাঠে গোল করার দিন শেষ, দেশের সবচেয়ে সস্তা বৈদ্যুতিক গাড়ি লঞ্চ হয়ে গেল

ভারতের বৈদ্যুতিক গাড়ির বাজারে আলোড়ন সৃষ্টি করে আজ লঞ্চ হল MG Comet EV। এটি দেশের ক্ষুদ্রতম ফোর-হুইলার হিসেবে এসেছে। দীর্ঘদিন ধরেই গাড়িটির সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে আসছিল। এবারে সেই সকল জল্পনার অবসান ঘটলো। শহরের রাস্তায় চলাচলের উপযুক্ত গাড়িটির প্রারম্ভিক মূল্য ৭,৯৮,০০০ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হয়েছে। ফলে দেশের সবচেয়ে সস্তার বৈদ্যুতিক গাড়ির তকমা জিতে নিয়েছে Comet EV। এতদিন যেটি Tata Tiago EV-র অধীনস্থ ছিল।

ব্রিটিশ সংস্থার গাড়িটি ইন্দোনেশিয়ার বাজারে বিক্রিত Wuling Air EV-এর উপর ভিত্তি করে নির্মিত। দেশের বাজারে এর প্রতিপক্ষ হিসেবে রয়েছে Tata Tiago EV ও Citroen eC3। বর্তমানে এদের দাম যথাক্রমে ৮.৬৯-১১.৯৯ লক্ষ টাকা (এক্স-শোরুম) এবং ১১.৫০-১২.৭৬ লক্ষ টাকা (এক্স-শোরুম)। এমজি জানিয়েছে, গাড়িটির বুকিং আগামী ১৫ মে থেকে আরম্ভ হবে এবং একই সময়ে ডেলিভারি দেওয়া শুরু হবে।

MG Comet EV : রেঞ্জ ও স্পেসিফিকেশন

সংস্থাটি জানিয়েছে যে কমেট ইভি একটি ১৭.৩ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক সহ এসেছে। যার নির্মাতা টাটা অটোকম্প। এটি IP67 রেটিং প্রাপ্ত, যা জল এবং ধুলোবালি থেকে রক্ষা করবে। গাড়িটি সম্পূর্ণ চার্জে ২৩০ কিলোমিটার পথ (পরীক্ষিত রেঞ্জ) চলতে পারবে বলে দাবি করেছে এমজি। গাড়িটি একটি ফ্রন্ট অ্যাক্সেল ইলেকট্রিক মোটর সমেত হাজির হয়েছে। যা থেকে ৪২ বিএইচপি এবং ১১০ এনএম টর্ক উৎপন্ন হবে। মোটরের সাথে সংযুক্ত অটোমেটিক গিয়ারবক্স।

একটি টাইপ টু চার্জার ও দ্বারা কমেট ইভি-এর ব্যাটারি ১০-৮০% চার্জ করতে ৭ ঘন্টা সময় নেবে। যেখানে একটি ৩.৩ কিলোওয়াট চার্জারে ব্যাটারিটি ৫ ঘন্টায় সম্পূর্ণ চার্জ হয়ে যাবে। মিমি ইলেকট্রিক গাড়িটির সামনে ও পেছনে দেওয়া হয়েছে যথাক্রমে ডিস্ক এবং ড্রাম ব্রেক। সাসপেনশনের দায়িত্ব সামলাতে রয়েছে ম্যাকফার্সন স্ট্রাট আপফ্রন্ট এবং মাল্টি-লিঙ্ক রিয়ার কয়েল।

MG Comet EV : ইন্টেরিয়র ও ফিচার্স

এমজি কমেট ইভি-র ইন্টেরিয়রের ডিজাইনটি পুরোদস্তুর Wuling Air EV-র সাথে অভিন্ন। এতে রয়েছে একটি ডুয়েল ১০.২৬ ইঞ্চি ফ্লোটিং ডিসপ্লে। যার মধ্যে একটি ইনফোটেনমেন্ট ইউনিট এবং অপরটি ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল হিসাবে ব্যবহৃত হবে। ইনফোটেনমেন্ট সিস্টেমটি ভয়েস কমান্ড সমর্থন করে। ড্যাশবোর্ডে টেক্সচার ফিনিশ এবং রোটারি ড্রাইভ সিলেক্টরটি গ্লস ব্ল্যাক দ্বারা ফিনিশিং দেওয়া হয়েছে।

MG Comet EV-এর সামনের সিটে ওয়ান টাচ টাম্বেল এবং ফোল্ড ফিচার দেওয়া হয়েছে। যেখানে পেছনের সিট সমান আনুপাতিক হারে বিভক্ত করা যাবে। মাউন্টেড কন্ট্রোল সহ এতে রয়েছে টু-স্পোক স্টিয়ারিং হুইল। গাড়িটি ৫৫টি কানেক্টেড ফিচার সমেত বেছে নেওয়া যাবে। ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো, অ্যাপেল কার প্লে কানেক্টিভিটি। এতে উপস্থিত তিনটি ইউএসবি পোর্ট, ম্যানুয়াল এসি কন্ট্রোল, কিলেস এন্ট্রি, রিভার্স ক্যামেরা সেন্সর, ডুয়েল ফ্রন্ট এয়ারব্যাগ, ইবিডি সহ এবিএস এবং টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম পাবেন ক্রেতারা।