Reliance Foundation Scholarship: পড়াশোনার জন্য পাওয়া যাবে ৬ লাখ টাকা পর্যন্ত স্কলারশিপ, কারা পাবেন জেনে নিন

দেশজুড়ে প্রযুক্তিগত উন্নয়নের পাশাপাশি এবার শিক্ষার মান উন্নয়নে এগিয়ে এল দেশীয় সংস্থা রিলায়েন্স। সোমবার রিলায়েন্স ফাউন্ডেশনের তরফ থেকে ঘোষণা করা হয়েছে, তারা ‘রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপ প্রোগ্রাম’ ( Reliance Foundation Scholarship programme) -এর জন্য অ্যাপ্লিকেশন নিতে শুরু করেছে, যেখানে ১০০ জন স্নাতক এবং স্নাতকোত্তর ছাত্রছাত্রীকে অনুদান দেওয়া হবে, যাতে তাদের উদ্ভাবনী দক্ষতা বাড়ে।

উল্লেখ্য ২০২১ সালে স্নাতক এবং স্নাতকোত্তরের ৭৬ জন প্রথম বর্ষের ছাত্রছাত্রীকে রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল। এই অ্যাওয়ার্ড ক্যাটাগরিতে শামিল ছিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং কম্পিউটার সায়েন্স। চলুন দেখে নিই এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য কি যোগ্যতা প্রয়োজন।

যোগ্যতা :

এই স্কলারশিপ প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য ছাত্রছাত্রীকে স্নাতক ও স্নাতকোত্তর স্তরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কম্পিউটার সায়েন্স, ম্যাথামেটিক্স এবং কম্পিউটিং কিংবা ইলেকট্রিক্যাল/ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর প্রথম বর্ষের স্টুডেন্ট হতে হবে। তাহলেই আবেদন করা যাবে এবং এরজন্য কোনো অর্থ লাগবে না। জানা গেছে, রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপের মাধ্যমে স্নাতকস্তরের ৬০ জন ছাত্রছাত্রীকে ৪ লাখ টাকা পর্যন্ত এবং স্নাতকোত্তর স্তরের ৪০ জন ছাত্রছাত্রীকে তাদের ডিগ্রি ও মাস্টার কোর্সের সময়সীমার মধ্যে ৬ লাখ টাকা পর্যন্ত স্কলারশিপ দেওয়া হবে।

সংস্থার তরফ থেকে আরও জানানো হয়েছে, সম্পূর্ণ মেধার ওপর ভিত্তি করে এই স্কলারশিপ দেওয়া হবে। পাশাপাশি সমস্ত ধরনের আর্থসামাজিক পটভূমি থেকে আগত ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য উৎসাহিত করা হয়েছে।

Reliance -এর পক্ষ থেকে আরও জানানো হয়েছে, নীতা আম্বানির উদ্যোগে দেশবাসীর সর্বাঙ্গীণ মঙ্গল করার স্বার্থে এবং তাদের জীবনযাত্রার মানোন্নয়নের জন্য প্রতিনিয়ত কাজ করে চলেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। উল্লেখ্য, সারা দেশ জুড়ে প্রায় ১৪ হাজার ছাত্র-ছাত্রী নিয়ে চলছে রিলায়েন্স ফাউন্ডেশনের স্কুলগুলি। তাছাড়া ১৯৯৬ সাল থেকে মেধার ওপর ভিত্তি করে ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষার জন্য ধীরুভাই আম্বানি স্কলারশিপ দেওয়া হয়েছে প্রায় ১২ হাজারের বেশি স্টুডেন্টকে।