দেশে প্রথম 5G চালু করবে রিলায়েন্স জিও, বার্ষিক সভা থেকে একঝাঁক বার্তা মুকেশ আম্বানির

আজ ভারতের সবথেকে বড় টেলিকম কোম্পানি, Reliance Jio-র ৪৩ তম বার্ষিক জেনারেল মিটিং অনুষ্ঠিত হয়ে গেল। তবে, করোনা ভাইরাসের সংক্রমনের জেরে এই অনুষ্ঠানটিও অনুষ্ঠিত করতে হল ভার্চুয়াল পদ্ধতিতেই। কোম্পানির চেয়ারম্যান মুকেশ আম্বানি, রিলায়েন্স জিওর মিটিং অ্যাপ্লিকেশন JioMeet এর মাধ্যমে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এই মিটিং এর প্রধান উদ্দেশ্য ছিল ভারতে ৫জি টেকনোলজি সম্প্রসারণের ক্ষেত্রে রিলায়েন্স জিওর অবদান। আসুন জেনে নেওয়া যাক এই মিটিং এ কি কি বিষয়ে আলোচনা হলো।

শীঘ্রই আসছে জিওর ৫জি নেটওয়ার্ক:

আজকের মিটিং এ রিলায়েন্স জিও ভারতের জন্য নিজেদের নতুন ৫জি টেকনোলজি নিয়ে আসার ঘোষণা করেছে। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, রিলায়েন্স জিও ভারতে ওয়ার্ল্ড ক্লাস ৫জি টেকনোলজি এবং সার্ভিস অফার করার জন্য প্রস্তুত। এছাড়া, বলাই বাহুল্য রিলায়েন্স জিও, সম্পূর্ণরূপে ভারতীয় টেকনোলজি ব্যবহার করবে এই ৫জি সার্ভিস নিয়ে আসার জন্য। স্পেকট্রাম এসে গেলেই এই নতুন সার্ভিস এর ট্রায়াল শুরু করে দেওয়া হবে।

জিও বর্তমানে ব্যবহারকারীদের জন্য সবথেকে ভাল প্ল্যাটফর্ম:

Reliance Jio আজ নিজের মিটিংয়ে জিও কে দেশের সবথেকে বড় এবং দুনিয়ার দ্বিতীয় সবথেকে বড় টেলিকম সার্ভিস প্রোভাইডার হিসেবে ঘোষণা করেছে। মুকেশ আম্বানি জানিয়েছেন, করোনাভাইরাস এবং লকডাউন এর সময় জিও হয়ে উঠেছে ভারতের সবথেকে বড় প্ল্যাটফর্ম এবং ব্যবহারকারীদের জন্য লাইফ লাইন। কোম্পানির মোবাইল ব্রডব্যান্ড, জিও ফাইবার হোম, এন্টারপ্রাইজ ব্রডব্যান্ড, এসএমই ব্রডব্যান্ড এর মাধ্যমে রিলাইন্স জিও বর্তমানে ভারতের সবথেকে ভালো কানেক্টিভিটি অফার করছে।

গুগল রিলায়েন্স জিও প্ল্যাটফর্মে নিবেশ করতে চলেছে ৩৩,৭৩৭ কোটি টাকা:

কোম্পানি এই মিটিংয়ে ইন্টেল এবং কোয়ালকম এর মত কোম্পানির সঙ্গে পার্টনারশিপের কথা ঘোষণা করেছে। এই কোম্পানিগুলোর সাথে যুক্ত হয়ে রিলায়েন্স জিও টেকনোলজি সেক্টরের নতুন প্রজেক্ট এর উপর কাজ করছে। শুধু তাই নয়, বিশ্বের সবথেকে বড় সার্চ ইঞ্জিন গুগল রিলায়েন্স জিও প্ল্যাটফর্মে ৭.৭ শতাংশ অংশীদারিত্ব নিতে ৩৩,৭৩৭ কোটি টাকা নিবেশ করতে চলেছে।

জিও গ্লাস ফিচারের মাধ্যমে ভিডিও কলিং ভালো হবে:

কোম্পানি আজ একটি নতুন প্রডাক্ট জিও গ্লাস লঞ্চ করেছে। এই নতুন হাই রেসোলিউশন ডিসপ্লে যুক্ত গ্লাস এর মাধ্যমে আপনাদের ভিডিও কলিং অত্যন্ত উন্নত হয়ে উঠবে। আপনি যদি ভার্চুয়াল ভিডিও কলিং করেন তবুও আপনার মনে হবে যে আপনি সামনাসামনি কথা বলছেন। কোনরকম এক্সটারনাল গ্যাজেট লিংকের জন্য প্রয়োজন নেই। এই নতুন ডিভাইস সমস্ত অডিও ফরম্যাটে কানেক্ট হয়ে যাবে এবং আপনাকে অত্যন্ত ভালো সাউন্ড কোয়ালিটি দেবে।

জিও টিভি প্লাস আপনার এন্টারটেইনমেন্টের ধ্যান ধারণা বদলে দিতে পারে:

আজ এই মিটিংয়ে রিলায়েন্স জিও একটি নতুন সার্ভিস রিলায়েন্স Jio TV + এর ঘোষণা করেছে। এই নতুন সার্ভিস আপনার টিভি দেখার ধরন পাল্টে দেবে। এই সার্ভিসটি একটি বিশেষ টেকনোলজিতে কাজ করে। এবং এর সঙ্গে আসা জিও রিমোটের মাধ্যমে আপনারা নিজেদের পছন্দের কনটেন্ট সার্চ করতে পারবেন। শুধু তাই নয়, জিও টিভি + সার্ভিসে আপনারা প্রত্যেকটি ধরনের অনুষ্ঠান পেয়ে যাবেন। সবথেকে আকর্ষনীয় বিষয় হলো, আপনারা ভয়েস কমান্ড এর মাধ্যমে এই সার্ভিসকে অপারেট করতে পারবেন।

জিও মিট অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনার ভিডিও কলিং এক্সপেরিয়েন্স অনেক ভালো হয়ে যাবে:

এই সমস্ত নতুন সার্ভিসের সাথে সাথে কোম্পানি তাদের ভিডিও কলিং অ্যাপ্লিকেশন জিও মিট এর ব্যাপারেও আমাদের আরো ভালোভাবে জানিয়েছেন। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, এই অ্যাপ্লিকেশন ভারতের শিক্ষা ব্যবস্থাকে একটি নতুন আঙ্গিকে তুলে ধরার চেষ্টা করবে। এই প্ল্যাটফর্মে শিক্ষক শিক্ষিকা এবং ছাত্র ছাত্রীরা বিশ্ব স্তরের সার্ভিস পেয়ে যাবে, যার মাধ্যমে পড়াশোনার মান অত্যন্ত উন্নত হবে। শুধুমাত্র পড়াশোনার ক্ষেত্রে নয়, জিওর এই অ্যাপ্লিকেশন হেলথ কেয়ারেও অত্যন্ত ভালো সাহায্য করবে। আপনারা এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে প্রিয়জনের সাথে কথা বলতে পারবেন। এছাড়াও ব্যবহারকারীরা নিজেদের ডাক্তারের সঙ্গে কথা বলে ভিডিও কলের মাধ্যমে নিজের সমস্যার কথা জানাতে পারবেন, এবং ডাক্তাররা তার রোগীকে প্রেসক্রিপশন দিতে পারবেন।