Jio AirFiber: আজ লঞ্চ হচ্ছে জিওর ধামাকাদার ডিভাইস, ঘরে-বাইরে পাবেন 1.5Gbps ইন্টারনেট স্পিড

আজ আবারও ইন্টারনেট দুনিয়ায় ঝড় তুলতে চলেছে Reliance Jio। পূর্ব ঘোষণা মতোই ভারতের শীর্ষস্থানীয় টেলিকম কোম্পানিটি আজ অর্থাৎ ১৯শে সেপ্টেম্বর তাদের নতুন 5G হটস্পট ডিভাইস…

আজ আবারও ইন্টারনেট দুনিয়ায় ঝড় তুলতে চলেছে Reliance Jio। পূর্ব ঘোষণা মতোই ভারতের শীর্ষস্থানীয় টেলিকম কোম্পানিটি আজ অর্থাৎ ১৯শে সেপ্টেম্বর তাদের নতুন 5G হটস্পট ডিভাইস Jio AirFiber লঞ্চ করতে চলেছে। Reliance কর্ণধার মুকেশ আম্বানি, কয়েকদিন আগে অনুষ্ঠিত সংস্থার অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে Jio AirFiber লঞ্চের বিষয়ে তথ্য দিয়েছিলেন। এই নতুন ডিভাইস বা পরিষেবাটি কয়েক বছর ধরে বিদ্যমান Jio Fiber-এর থেকে বেশ আলাদা হবে, এই পোর্টেবল ওয়্যারলেস পরিষেবাটি ১.৫ জিবিপিএস পর্যন্ত ইন্টারনেট স্পিড প্রদান করবে। আসুন এখন এর বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা জেনে নেওয়া যাক।

Jio AirFiber-এর দাম, লভ্যতা

রিলায়েন্স কোম্পানি তার গত ২৮শে আগস্টের ইভেন্টে জিও এয়ার ফাইবারের লঞ্চের দিনক্ষণ ঘোষণা করলেও, এর দাম সম্পর্কে কিছু বলেনি। সেক্ষেত্রে আজ গণেশ চতুর্থী উপলক্ষে এটি আনুমানিক ৬,০০০ টাকা দামে বাণিজ্যিকভাবে পাওয়া যাবে বলে চর্চা চলছে। আগ্রহীরা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট (Jio.com) থেকে ডিভাইসটি বুক করতে পারবেন৷

Jio AirFiber-এর ফিচার, কী বিশেষ সুবিধা পাবেন এতে?

নতুন জিও এয়ার ফাইবার ডিভাইসটি ওয়াই-ফাই ৬ (Wi-Fi 6) প্রযুক্তি সমর্থন করে। এর সাহায্যে ইউজাররা এইচডি (HD) এবং অন্যান্য উচ্চ-মানের ভিডিও কোনো সমস্যা বা বাফারিং ছাড়াই স্ট্রিম করতে পারবেন। এতে স্বচ্ছন্দে ভার্চুয়াল ইভেন্ট এবং ভিডিও কনফারেন্সও অ্যাটেন্ড করা যাবে। এই এয়ার ফাইবার ডিভাইস তাদের এলাকার নিকটতম জিও টাওয়ার থেকে ইউজারদের হাই স্পিড ইন্টারনেট সরবরাহ করবে, যেখানে সর্বোচ্চ ১.৫ জিবিপিএস পর্যন্ত স্পিড পাওয়া যাবে। তবে মনে রাখতে হবে যে, ইন্টারনেটের এই গতি ডিভাইস এবং টাওয়ারের মধ্যেকার দূরত্বের উপর নির্ভর করবে।

বিশেষ ব্যাপার হল যে, জিও, এটিকে প্লাগ অ্যান্ড প্লে সলিউশন হিসেবে ডিজাইন করেছে। এতে কোনো তার বা কেবল ব্যবহারের প্রয়োজন নেই। এই পরিষেবার অধীনে দুরকম রাউটার মডেল আসবে – যার মধ্যে একটি হল নন-পোর্টেবল ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই রাউটার, যাতে জিও ৫জি সিম ইনসার্ট করা থাকবে, আর এই রাউটারকে ছাদ বা খোলা কোনো জায়গায় রাখতে হবে। অন্যদিকে দ্বিতীয় পোর্টেবল রাউটারটি যেকোনো জায়গায় রেখে এর পরিষেবা নেওয়া যাবে। এটি বুক করার পর জিওর কর্মীরা বাড়িতে পুরো সেটআপ ইনস্টল করে যাবেন।একবার ইনস্টলেশন প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেলে, ইউজারদের গুগল প্লে স্টোর (Google Play Store) থেকে ‘জিও হোম’ (Jio Home) নামের অ্যাপ ডাউনলোড করতে হবে যাতে করে তারা সমস্ত অপশন কন্ট্রোল করতে পারবেন।

উল্লেখ্য, জিও এয়ার ফাইবার অনলাইন গেমিংয়ের দুর্দান্ত অভিজ্ঞতাও দেবে। কোম্পানি এতে প্যারেন্টাল কন্ট্রোল ফিচারও দেবে, যার ফলে বাড়ির সদস্যেরা ইন্টারনেট নিয়ে যথেচ্ছাচার করতে পারবেনা। এছাড়া নিরাপত্তার জন্য এতে মিলবে ইন্টিগ্রেটেড ফায়ারওয়ালও।