৩০০ টাকার কমে রিচার্জ প্ল্যান খুঁজছেন? Jio, Airtel, Vi-এর এই প্রিপেইড প্ল্যানগুলি দেখে নিন

দেশের শীর্ষস্থানীয় তিনটি টেলিকম কোম্পানি অর্থাৎ Reliance Jio (রিলায়েন্স জিও), Bharti Airtel (ভারতী এয়ারটেল) এবং Vodafone Idea (Vi) (ভোডাফোন আইডিয়া বা ভিআই)-এর ঝুলিতে বিভিন্ন ধরনের প্রিপেইড রিচার্জ প্ল্যান উপলব্ধ। তবে এই চরম মূল্যবৃদ্ধির যুগে অধিকাংশ মানুষই এখন যেহেতু সস্তা রিচার্জ প্ল্যানের সন্ধান করছেন, তাই ইউজারদের সুবিধার্থে টেলিকম সংস্থাগুলিও নিত্যনতুন হরেক রকমের সস্তা রিচার্জ প্ল্যান মার্কেটে নিয়ে হাজির হচ্ছে। সেক্ষেত্রে এই প্রতিবেদনে আমরা ৩০০ টাকার কমে উপলব্ধ Airtel, Vi, এবং Jio-র এমনই কয়েকটি সাশ্রয়ী মূল্যের রিচার্জ প্ল্যানের কথা আপনাদেরকে জানাতে চলেছি, যেগুলিতে আনলিমিটেড ভয়েস কল, এসএমএসসহ রোজ ১.৫ জিবি পর্যন্ত ডেটা ব্যবহারের সুবিধা পাওয়া যাবে।

৩০০ টাকার কমে উপলব্ধ Airtel প্ল্যান

এই মুহূর্তে এয়ারটেলের ঝুলিতে ২০৯ টাকা, ২৩৯ টাকা এবং ২৬৫ টাকার তিনটি প্ল্যান রয়েছে, যেগুলিতে আনলিমিটেড ভয়েস কল, দৈনিক ১০০ টি করে এসএমএস এবং রোজ ১ জিবি করে ডেটা অফার করা হয়। সেইসাথে এক্সট্রা বেনিফিট হিসেবে ইউজাররা Amazon Prime Video mobile edition-এর ফ্রি ট্রায়ালের সুবিধা পাবেন। এই প্ল্যানগুলির মেয়াদ যথাক্রমে ২১ দিন, ২৪ দিন, এবং ২৮ দিন।

এছাড়া, সম্প্রতি এয়ারটেল আরও একটি নতুন ২৯৬ টাকার প্ল্যান লঞ্চ করেছে, যেটির ভ্যালিডিটি ৩০ দিন। এই প্ল্যানে যে-কোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন ১০০টি করে এসএমএস, এবং পুরো এক মাসের জন্য মোট ২৫ জিবি ডেটা ব্যবহারের সুযোগ পাবেন ইউজাররা। তবে নির্ধারিত ডেটা লিমিট শেষ হয়ে গেলে ইউজারদের প্রতি এমবি ডেটা ব্যবহারের জন্য ৫০ পয়সা করে চার্জ দিতে হবে।

৩০০ টাকার কমে উপলব্ধ Reliance Jio প্ল্যান

রিলায়েন্স জিও সম্প্রতি ২৫৯ টাকার একটি প্রিপেইড প্ল্যান লঞ্চ করেছে, যাতে ইউজাররা পুরো এক মাসের ভ্যালিডিটি পাবেন। অর্থাৎ কেউ ১ এপ্রিল রিচার্জ করলে
তাকে পরবর্তী রিচার্জ করতে হবে ১ মে। সুবিধা বলতে এই প্ল্যানে প্রতিদিন ১.৫ জিবি করে ডেটা, যেকোনো নেটওয়ার্কে অফুরন্ত ভয়েস কলিং এবং দৈনিক ১০০টি করে এসএমএসের সুবিধা দেওয়া হয়েছে। নির্ধারিত ডেটা লিমিট শেষ হয়ে গেলে ইন্টারনেট স্পিড ৬৪ কেবিপিএসে নেমে আসবে। সেইসাথে এক্সট্রা বেনিফিট হিসেবে জিও-র সমস্ত অ্যাপগুলি ব্যবহারের ছাড়পত্র পাবেন ইউজাররা।

এছাড়া, রিলায়েন্স জিওর একটি ২৩৯ টাকার প্রিপেইড প্ল্যান রয়েছে যা আনলিমিটেড ভয়েস কল, দৈনিক ১০০টি করে এসএমএসের পাশাপাশি প্রতিদিন ১.৫ জিবি ডেটা অফার করে। এই প্রিপেইড প্ল্যানটির ভ্যালিডিটি ২৮ দিন। উপরন্তু, এক্সট্রা বেনিফিট হিসেবে ব্যবহারকারীরা JioTV, JioCinema, JioSecurity, এবং JioCloud-এর কম্প্লিমেন্টারি সাবস্ক্রিপশন পাবেন।

৩০০ টাকার কমে উপলব্ধ Vi প্ল্যান

ভোডাফোন আইডিয়ার ২৩৯ টাকার একটি প্রিপেইড প্ল্যান রয়েছে। এই প্ল্যানে ২৪ দিনের মেয়াদে প্রতিদিন ১ জিবি করে ডেটা, আনলিমিটেড ভয়েস কলের পাশাপাশি দৈনিক ১০০টি করে এসএমএস করার সুযোগ দেওয়া হয়েছে। তবে এই প্ল্যানটিতে কোনো এক্সট্রা বেনিফিট নেই।

তবে যাদের একটু বেশি ডেটার প্রয়োজন, তারা সংস্থার ২৯৯ টাকার প্রিপেইড প্ল্যানটি রিচার্জ করতে পারেন। এই প্ল্যানে ২৮ দিনের জন্য প্রতিদিন ১.৫ জিবি করে ডেটা, আনলিমিটেড ভয়েস কলিংয়ের পাশাপাশি রোজ ১০০টি করে এসএমএসের সুবিধা রয়েছে। তবে ২৯৯ টাকার প্ল্যানে উপলব্ধ এক্সট্রা বেনিফিটগুলির জন্যই এই প্ল্যানটি ব্যাপকভাবে লোকপ্রিয় হয়ে উঠেছে। আসলে অতিরিক্ত সুবিধা হিসেবে এই প্ল্যানে বিঞ্জ অল নাইট ডেটা (কোনো অতিরিক্ত খরচ ছাড়াই রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে ইন্টারনেট ব্যবহারের সুবিধা), উইকএন্ড ডেটা রোলওভার (সোমবার থেকে শুক্রবার পর্যন্ত দৈনিক ডেটা লিমিটের মধ্যে থেকে পড়ে থাকা অবশিষ্ট ডেটা ব্যবহার করা যাবে শনিবার এবং রবিবার), ডেটা ডিলাইটস (প্রতি মাসে ২ জিবি ডেটা ব্যাকআপ), এবং Vi Movies & TV-এর অ্যাক্সেস পাবেন ইউজাররা।