অতিরিক্ত ডেটা দরকার? Jio-র এই সস্তা প্ল্যান পাবেন ১২ জিবি পর্যন্ত ডেটা, দাম শুরু ১১ টাকা থেকে

এখনকার দিনে ইন্টারনেট ডেটা ছাড়া দিন গুজরান করা এককথায় অসম্ভব বললেই চলে। তাই টেলিকম কোম্পানিগুলি ইউজারদের সুবিধার্থে দৈনিক ১ জিবি, ১.৫ জিবি, ২ জিবি বা ৩ জিবি ডেটাসমেত বিভিন্ন রিচার্জ প্ল্যান অফার করে। তবে করোনার কারণে গত বছর থেকেই আমরা দিনের বেশিরভাগ সময় কাটাচ্ছি সোশ্যাল মিডিয়া বা ওটিটি প্ল্যাটফর্মে, আবার ওয়ার্ক ফ্রম হোম বা অনলাইন ক্লাসের প্রচলনও শুরু হয়েছে। ফলে দেখা যাচ্ছে যে, দিন শেষ হতে না হতেই রোজকার নির্ধারিত ডেটা লিমিট শেষ হয়ে যাচ্ছে। দিনের মাঝপথে হঠাৎ ডেটা শেষ হয়ে গেলে জরুরী কাজ শেষ করা খুবই মুশকিল হয়ে যায়, তার পাশাপাশি বাকি দিনটা কীভাবে ডেটা ছাড়া কাটানো যাবে সেটাও একটা বিশাল চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়।

তবে ইউজারদের এই চিন্তার হাত থেকে মুক্তি দিতে কম দামে বেশ কয়েকটি ডেটা প্ল্যান নিয়ে এসেছে ভারতের বৃহত্তম টেলিকম কোম্পানি, রিলায়েন্স জিও (Reliance Jio)। নাম থেকেই বোঝা যাচ্ছে যে, এই ডেটা প্ল্যানগুলিতে শুধুমাত্র ইন্টারনেট ডেটা ব্যবহারের সুযোগ মিলবে, কোনোরকম কলিং বা এসএমএস-এর সুবিধা এই প্ল্যানগুলির অন্তর্ভুক্ত নয়। এছাড়া, এই প্ল্যানগুলির নিজস্ব কোনো ভ্যালিডিটি নেই। এগুলির মেয়াদ ব্যবহারকারীদের বিদ্যমান প্ল্যানের উপর নির্ভর করে। আপনার বিদ্যমান প্ল্যানের দৈনিক ডেটা শেষ হয়ে গেলে এই ডেটা ভাউচারগুলির নেট ব্যালেন্স আপনি তখন ব্যবহার করতে পারবেন। ফলে দিনের মাঝপথে দৈনিক ডেটা শেষ হয়ে গেলেও আপনাকে আর কোনো সমস্যার মুখোমুখি হতে হবে না।

গ্রাহকদের সুবিধার্থে জিও ৪টি ডেটা প্ল্যান অফার করে থাকে। এগুলির দাম শুরু হচ্ছে ১১ টাকা থেকে এবং সর্বোচ্চ দাম ১০১ টাকা। এগুলিতে ন্যূনতম ১ জিবি থেকে সর্বোচ্চ ১২ জিবি পর্যন্ত ডেটা পাওয়া যায়। তাহলে চলুন, রিলায়েন্স জিও-র এই ডেটা প্ল্যানগুলি সম্পর্কে একটু বিশদে জেনে নেওয়া যাক।

Reliance Jio-র ১১ টাকার ডেটা ভাউচার

১১ টাকার এই প্ল্যানে ব্যবহারকারীরা ১ জিবি ডেটা পাবেন। ডেটা লিমিট শেষ হলে স্পিড কমে ৬৪ কেবিপিএস হয়ে যায়।

Reliance Jio-র ২১ টাকার ডেটা ভাউচার

২১ টাকার এই প্ল্যানটি ব্যবহারকারীদের ২ জিবি অতিরিক্ত ডেটা অফার করে। যখন এই ডেটা শেষ হয়ে যায়, তখন নেট স্পিড ৬৪ কেবিপিএস-এ নেমে আসে।

Reliance Jio-র ৫১ টাকার ডেটা ভাউচার

৫১ টাকার এই ডেটা ভাউচারের মাধ্যমে ইউজাররা ৬ জিবি অতিরিক্ত ডেটা ব্যবহারের সুযোগ পাবেন। এই ডেটা শেষ হয়ে গেলে স্পিড কমে ৬৪ কেবিপিএস হয়।

Reliance Jio-র ১০১ টাকার ডেটা ভাউচার

কোম্পানির চতুর্থ ডেটা প্ল্যানটির মূল্য ১০১ টাকা। এই প্ল্যানে ১২ জিবি অতিরিক্ত ডেটা ব্যবহারের সুবিধা পাওয়া যায়, এবং এই ডেটা লিমিট শেষ হয়ে গেলে স্পিড কমে ৬৪ কেবিপিএস হয়ে যায়।