মুকেশ আম্বানির চাল, কম্পিউটার-ল্যাপটপের জায়গা দখল করবে Jio Cloud PC, শীঘ্রই লঞ্চ

রিলায়েন্স জিও (Reliance Jio)-এর ট্রু ৫জি দ্বারা চালিত, Jio Cloud PC ইতিমধ্যেই প্রি-লঞ্চের পর্যায়ে রয়েছে। ইয়োরস্টোরি কর্তৃক আয়োজিত টেকস্পার্কস ইভেন্টে জিও প্ল্যাটফর্মস (Jio Platforms)-এর ভাইস প্রেসিডেন্ট (ক্লাউড) শেলটন রিগো বলেছেন যে, এই পার্সোনাল ক্লাউড কম্পিউটার খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে। ইয়োরস্টোরির ইভেন্টটি মার্চের শেষের দিকে অনুষ্ঠিত হয়েছিল, যার অর্থ বহুল প্রতীক্ষিত ক্লাউড ভিত্তিক ভার্চুয়াল পিসি বাজারে আসতে আর বেশি দেরি নেই। ক্লাউড নির্ভর ভার্চুয়াল পিসির হার্ডওয়্যার তৈরি করতে এইচপি (HP), ডেল (Dell) এবং লেনোভো (Lenovo)-এর মতো নির্মাতাদের সাথে কাজ করবে বলে নিশ্চিত করেছে জিও।

Jio Cloud PC শীঘ্রই আসছে ভারতীয় বাজারে

মার্চ মাসে মুম্বাইতে ইয়োরস্টোরি দ্বারা আয়োজিত টেকস্পার্ক ইভেন্টে, শেলটন রিগো জানিয়েছেন, যে জিও ক্লাউড পিসি প্রি-লঞ্চ পর্যায়ে রয়েছে এবং শীঘ্রই লঞ্চ হতে পারে। এছাড়াও তিনি বলেছেন যে, জিও ক্লাউড পিসিতে জিও-এর নিজস্ব ভার্চুয়াল ডিসপ্লে ইনফ্রাস্ট্রাকচার (VDI) এবং এইচপি, ডেল ও লেনোভো-এর মতো স্বনামধন্য সংস্থার তৈরি হার্ডওয়্যার থাকবে।

জিও ক্লাউড পিসি জিও ট্রু ৫জি কানেক্টিভিটি ব্যবহার করবে। উল্লেখযোগ্যভাবে, লঞ্চের সময় জিও ঘোষণা করেছিল যে, ক্লাউড পিসি জিওএয়ারফাইবার (JioAirFiber) ব্যবহার করবে, যা একই ইভেন্টে লঞ্চ করা হয়েছিল। তবে, জিও ৫জি অনেক বেশি অ্যাক্সেসযোগ্য এবং রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে ৪,৩৩২টি শহর/টাউনে উপলব্ধ। আর আসন্ন জিও ক্লাউড পিসি-তে ৫জি সংযোগ থাকার বিষয়টি বিস্ময়কর নয়, কারণ জিও এ বছরের শেষ নাগাদ দেশের প্রতিটি প্রান্তে ৫জি পরিষেবা চালু করার পরিকল্পনা করেছে।

কেমন হবে Jio Cloud PC ?

জিও ক্লাউড পিসি হল রিলায়েন্স জিও দ্বারা অফার করা একটি ভার্চুয়াল পিসি পরিষেবা, যা একাধিক অপারেটিং সিস্টেম চালাতে পারে। ক্লাউড পিসি, যা একটি ভার্চুয়াল পিসি, জিও ৫জি সংযোগ ব্যবহার করে অ্যাক্সেস করা যেতে পারে। এটি ইউজারকে নতুন কম্পিউটার বা ল্যাপটপ ক্রয় এবং আপগ্রেড-জনিত যাবতীয় খরচ থেকে বাঁচাবে। এর জন্য, ব্যবহারকারীকে একবারের জন্যই শুধু Jio Cloud PC ডিভাইসগুলি কিনতে হবে। এটি ইথারনেট, এইচডিএমআই এবং ইউএসবি পোর্ট সহ একটি মডেমের মতো ডিভাইস বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, গত বছর এজিএম-এ, জিও ঘোষণা করেছিল যে আগ্রহী ব্যবহারকারীদের আপফ্রন্ট বা আপগ্রেডের জন্য মোটা অঙ্কের অর্থ গুনতে হবে না। কোম্পানি জানায় যে, ইউজারদেরকে শুধুমাত্র তারা যা ব্যবহার করবেন, তার জন্যই অর্থ প্রদান করতে হবে, যা Jio Cloud PC-কে বাজারচলতি পিসি বা ল্যাপটপের একটি অতি সাশ্রয়ী মূল্যের বিকল্প করে তুলবে। তবে, ডিভাইস এবং পরিষেবার সঠিক মূল্য এখনও প্রকাশ্যে আসেনি।