দুর্দান্ত ডেটা সুবিধা সহ Reliance Jio আনলো তিনটি ওয়ার্ক ফ্রম হোম প্যাক, ১৫১ টাকা থেকে শুরু
আজই রিলায়েন্স জিও ২,৩৯৯ টাকার নতুন একটি বার্ষিক প্ল্যান এনেছে। এরসাথে কোম্পানি আরও তিনটি অ্যাড অন প্যাক এনেছে। যেগুলোকে কোম্পানি ওয়ার্ক ফ্রম হোম প্যাক নামে বাজারে এনেছে। এই অ্যাড অন প্যাকগুলি হল ১৫১ টাকার, ২০১ টাকার ও ২৫১ টাকার। এই প্যাকগুলির সুবিধা বলার আগে আপনাকে জানিয়ে রাখি এই তিনটি প্যাকই হল ডেটা প্যাক। এই প্ল্যানগুলি আপনি কোনো প্ল্যান ব্যবহার করতে করতে অ্যাড করতে পারেন। এই ডেটা প্যাকগুলির কোনো ভ্যালিডিটি নেই। এই প্ল্যানগুলির বৈধতা বর্তমান প্ল্যানের বৈধতার সমান। তাহলে আসুন এই Reliance Jio-র ডেটা প্যাকগুলি সম্পর্কে জেনে নিই।
রিলায়েন্স জিও ১৫১ টাকা, ২০১ টাকা ও ২৫১ টাকার প্ল্যান :
রিলায়েন্স জিও ১৫১ টাকার প্ল্যানে মোট ৩০ জিবি ডেটা অফার করবে। আবার ৪০ জিবি ডেটা পাওয়া যাবে ২০১ টাকায়। ২৫১ টাকায় গ্রাহকরা ৫০ জিবি ডেটা পাবে। যদিও এখানে কোনো কলিং সুবিধা নেই। তবে কোম্পানির তরফে বলা হয়েছে সমস্ত ডেটাই হাই স্পিড ডেটা হিসাবে গ্রাহকরা ব্যবহার করতে পারবে। এরআগেও জিও বেশ কয়েকটি ডেটা প্যাক এনেছিল। যে ডেটা প্যাকগুলি শুরু হয়েছে ১১ টাকা থেকে।
রিলায়েন্স জিও ১১ টাকার ডেটা প্যাক :
রিলায়েন্স জিও ১১ টাকার প্ল্যানে ৮০০ এমবি ডেটা অফার করছে। এরসাথে ৭৫ মিনিট কলের জন্য পাওয়া যায়। এর আগে ১১ টাকার প্ল্যানে ৪০০ এমবি ডেটা দেওয়া হতো।
রিলায়েন্স জিও ২১ টাকার ডেটা প্যাক :
২১ টাকার প্ল্যানে জিও ২ জিবি ডেটার সাথে ২০০ মিনিট জিও থেকে অন্য নেটওয়ার্কে কল করার জন্য অফার করবে। আগে এখানে কেবল ১ জিবি ডেটা পাওয়া যেত।
রিলায়েন্স জিও ৫১ টাকার ডেটা প্যাক :
৫১ টাকার প্ল্যানে গ্রাহকরা পাবে ৬জিবি ডেটার সাথে ৫০০ জিও থেকে অন্য নেটওয়ার্কে কল করার জন্য ফ্রি মিনিট। ৫১ টাকার প্ল্যানে কেবল ৩ জিবি ডেটা।
রিলায়েন্স জিও ১০১ টাকার ডেটা প্যাক :
১০১ টাকার প্ল্যানে ১২ জিবি ডেটা ও ১,০০০ নন জিও মিনিট অফার করা হচ্ছে। ১০১ টাকার প্ল্যানে আগে ৬ জিবি ডেটা দেওয়া হত।