চাবি থেকে হারিয়ে যাওয়া কুকুর বা বিড়াল, খুঁজে দেবে নতুন JioTag Air ডিভাইস, দামও অনেক কম

রিলায়েন্স জিও তাদের গ্রাহকদের হারিয়ে যাওয়া প্রোডাক্ট খুঁজে দিতে বাজারে আনল জিও ট্যাগ এয়ার। এটি সংস্থার গত বছর লঞ্চ হওয়া জিও ট্যাগ নামক ট্র্যাকিং ডিভাইসের…

Reliance Jio launches jiotag air tracking device in india price rs 1499 features

রিলায়েন্স জিও তাদের গ্রাহকদের হারিয়ে যাওয়া প্রোডাক্ট খুঁজে দিতে বাজারে আনল জিও ট্যাগ এয়ার। এটি সংস্থার গত বছর লঞ্চ হওয়া জিও ট্যাগ নামক ট্র্যাকিং ডিভাইসের আপগ্রেড ভার্সন। সংস্থার দাবি, এই ট্র্যাকারটি ব্যবহারকারীর চাবি, আইকার্ড, ওয়ালেট, পার্স, লাগেজ, ব্যাগ এবং বিভিন্ন গ্যাজেট সহ পোষ্য প্রাণীকেও শনাক্ত করতে এবং ট্র্যাক করতে সক্ষম।

জিও ট্যাগ এয়ার এর বৈশিষ্ট্য

জিওর ট্যাগ এয়ার অ্যাপলের ফাইন্ড মাই অ্যাপ এবং জিও থিংস অ্যাপ-এর সাথে সামঞ্জস্যপূর্ণ। তবে এটি এক সময়ে কেবলমাত্র একটি অ্যাপ-এর সাথেই যুক্ত করা সম্ভব। এই ডিভাইসে গ্লোবাল ট্র্যাকিং সমর্থন করে। সংস্থার দাবি তাদের লেটেস্ট এই ট্যাগটি ব্লুটুথ ৫.৩ সমর্থন করে এবং ১২ মাস পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করে।

এছাড়াও, এতে আছে ৯০ থেকে ১২০ ডিবি হাই সাউন্ড ফিচার, যার মাধ্যমে ট্যাগ করা বস্তুটি কাছাকাছি থাকলে সহজেই খুঁজে পাওয়া সম্ভব। প্রসঙ্গত উল্লেখ্য, আগামী দুই বছর পর্যন্ত ব্যবহার করার জন্য এই স্মার্ট ডিভাইসের বাক্সে একটি অতিরিক্ত ব্যাটারি এবং ল্যানিআর্ড তারও দেওয়া হয়েছে।

জিও ট্যাগ এয়ার দাম এবং প্রাপ্যতা

জিও ট্যাগ এয়ার-এর এমআরপি ২,৯৯৯ টাকা, তবে বর্তমানে এটি ৫০ শতাংশ ছাড়সহ ১,৪৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। ক্রেতারা লাল, নীল এবং ধূসর এই তিনটি রঙের মধ্যে এটি বেছে নিতে পারবেন। জানিয়ে রাখি, এই ডিভাইসটি ব্যবহার করার জন্য কোনো সিমের প্রয়োজন নেই। আর ক্রেতারা এখন সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকেই ডিভাইসটি কিনতে পারবেন। এছাড়াও, জিও মার্ট, রিলায়েন্স ডিজিটাল এবং অ্যামাজনের মতো রিটেল প্ল্যাটফর্ম-এর মাধ্যমে এটি সহজেই পাওয়া যাবে।