অনন্ত-রাধিকার বিয়ে উপলক্ষে ৩ মাসের রিচার্জ ফ্রি? রিলায়েন্স জিও-র ভাইরাল অফার কতটা সত্যি?

বর্তমান দিনে প্রায়শই বিভিন্ন ধরনের প্রতারণামূলক মেসেজ হোয়াটসঅ্যাপে ঘোরাফেরা করে, যেগুলি দ্বারা অনেক মানুষই প্রতারিত এবং প্রভাবিত হয়ে থাকে। সম্প্রতি এমনই একটি খবর হোয়াটসঅ্যাপে প্রচার…

Reliance Jio Not Offering Any Free Data For Marriage Celebration Dont Believe Viral Whatsapp Message

বর্তমান দিনে প্রায়শই বিভিন্ন ধরনের প্রতারণামূলক মেসেজ হোয়াটসঅ্যাপে ঘোরাফেরা করে, যেগুলি দ্বারা অনেক মানুষই প্রতারিত এবং প্রভাবিত হয়ে থাকে। সম্প্রতি এমনই একটি খবর হোয়াটসঅ্যাপে প্রচার করা হচ্ছে। যেখানে দাবি করা হচ্ছে যে, রিলায়েন্স জিও অনন্ত আম্বানির বিবাহ উদযাপনের অংশ হিসেবে জিও ব্যবহারকারীদের ৩ মাসের রিচার্জ বিনামূল্যে অফার করছে। তবে রিলায়েন্স জিও নিশ্চিত করেছে যে, এই তথ্যটি সম্পূর্ণ ভুল, আর মানুষ যেন এই ধরনের মেসেজে বিশ্বাস না করেন, কেননা এর ফলে তারা অর্থ থেকে শুরু করে বিভিন্ন সংবেদনশীল ডেটা হারাতে পারে।

ভাইরাল সেই হোয়াটসঅ্যাপ মেসেজে লেখা আছে, ১২ ই জুলাই অনন্ত আম্বানীর বিয়ে উপলক্ষে মুকেশ আম্বানি ভারতের প্রত্যেক জিও ব্যবহারকারীকে বিনামূল্যে ৭৯৯ টাকার ৩ মাসের রিচার্জ প্ল্যান অফার করছে। আর এই অফার পেতে গেলে ব্যবহারকারীকে মেসেজে দেওয়া নীল লিঙ্কে ক্লিক করতে হবে। এই লিঙ্কে ক্লিক করার পর মহাক্যাশব্যাক নামের একটি অজানা সাইট ওপেন হয় এবং সেখানে মাই জিও অ্যাপ থেকে বা গুগল পের মতো অনলাইন পেমেন্ট অ্যাপ-এর মাধ্যমে তাদের নম্বর রিচার্জ করার পরামর্শ দেওয়া হয়।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি, যদি রিলায়েন্স জিও সত্যিই এমন কোনো অফার দিয়ে থাকত তাহলে তারা বিভিন্ন সংবাদমাধ্যমে ব্যাপকভাবে এই খবর প্রচার করত। যেহেতু তাদের তরফ থেকে এমন কোনো অফার দেওয়া হয়নি, তাই স্বাভাবিক ভাবেই এই খবরটি যে ভুয়ো সেটা আর বলার অপেক্ষা রাখে না।

ভুয়ো হোয়াটসঅ্যাপ মেসেজ কীভাবে শনাক্ত করবেন এবং জালিয়াতি থেকে বাঁচবেন জেনে নিন –

  • স্ক্যামাররা প্রায়শই নিজেদের স্বনামধন্য সংস্থার নাম ব্যবহার করে ব্যবহারকারীদের বিশ্বাস অর্জনের চেষ্টা করে। তাই অজানা নম্বর থেকে আসা এই ধরনের মেসেজগুলি সম্পর্কে সতর্ক থাকুন। আর সেগুলিতে যদি কোনো সন্দেহজনক লিঙ্ক দেওয়া থাকে তাহলে সম্পূর্ণ নিশ্চিত না হয়ে কখনোই সেই লিঙ্কে ক্লিক করবেন না।
  • এমন কোনো মেসেজ সম্পর্কে সতর্ক থাকুন যেগুলি দাবি করে আপনি বিশেষ পুরস্কার জিতেছেন এবং অবিলম্বে সারা না দিলে আপনার অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে যাবে।
  • এই ধরনের মেসেজের ব্যাকরণগত ত্রুটি, অস্বাভাবিক ভাষা সম্পর্কে সতর্ক থাকুন। কারণ, বেশিরভাগ স্ক্যাম মেসেজেই এই ধরনের সমস্যা লক্ষ্য করা যায় তাই, ভালো ভাবে পড়লেই এই মেসেজগুলি সত্যতা বোঝা সম্ভব।
  • হোয়াটসঅ্যাপের মাধ্যমে কেউ কোনো ব্যক্তিগত তথ্য এবং আর্থিক বিবরণ সম্পর্কে জানতে চাইলে সেই সকল মেসেজগুলিকে বিশ্বাস করবেন না। কারণ, কোনো বৈধ সংস্থা সাধারণত হোয়াটসঅ্যাপের মাধ্যমে সংবেদনশীল ডেটা জানতে চায় না।
  • সব সময় ভুয়ো মেসেজে উল্লেখিত সংস্থার অফিসিয়াল চ্যানেল বা ওয়েবসাইটে গিয়ে সেই মেসেজের সত্যতা ক্রস চেক করা উচিত।
  • সন্দেহভাজন স্ক্যাম মেসেজ পেলে নিজেকে এবং অন্যদের রক্ষা করতে সবসময় হোয়াটসঅ্যাপের রিপোর্টিং এবং ব্লকিং ফিচার গুলি ব্যবহার করুন।