Reliance Jio মাত্র ৮ টাকায় দিচ্ছে ১ জিবি ডেটা ও আনলিমিটেড কল

কম দামে বেশি সুবিধা দেওয়ার ক্ষেত্রে Reliance Jio (রিলায়েন্স জিও)-র প্রিপেইড প্ল্যানগুলির জুড়ি মেলা ভার। অন্যান্য কোম্পানির তুলনায়, জিও কিছুটা সস্তায় সেই একই বেনিফিট দিয়ে থাকে। আপনি যদি একজন জিও গ্রাহক হন, তাহলে জানিয়ে রাখি কোম্পানি কিছুদিন আগে একটি প্ল্যান এনেছে, যেখানে ৮ টাকার বিনিময়ে ১ জিবি ডেটা ও আনলিমিটেড কলের সুবিধা পাওয়া যায়। এতটুকু পড়ে যারা অবাক হলেন তাদের স্পষ্ট করে বলি, জিও, কোনো ৮ টাকার প্ল্যান বা ভাউচার সরবরাহ করেনা। কিন্তু এই সংস্থা সম্প্রতি একটি প্রিপেইড প্ল্যান লঞ্চ করেছে, যাতে গড়ে ৮ টাকায় উক্ত বেনিফিট পাওয়া যায়। চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নিই…

Reliance Jio-র চমকপ্রদ Freedom প্ল্যান

Reliance Jio offering 1GB data unlimited

পাঠকদের জানিয়ে রাখি, জিও হালফিলে ‘ফ্রিডম প্ল্যান’ নামে ৫৯৭ টাকা মূল্যের একটি প্ল্যান চালু করেছে, যা সংস্থার My Jio অ্যাপ্লিকেশন, অফিসিয়াল ওয়েবসাইট এবং থার্ড পার্টি অ্যাপগুলিতে রিচার্জের জন্যে উপলব্ধ। সুবিধার কথা বললে, এই প্ল্যানে গ্রাহকরা মোট ৭৫ জিবি ডেটা পাবেন, যেখানে কোনো ডেইলি লিমিট থাকবে না। অর্থাৎ এই প্ল্যান রিচার্জ করলে শুরু থেকে শেষদিন অবধি ইচ্ছেমত ডেটা ব্যবহার করা যাবে। প্ল্যানটির বৈধতা ৯০ দিন।

এছাড়াও ৫৯৭ টাকার এই জিও প্ল্যানে যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন ১০০টি এসএমএসের সুবিধা মিলবে। অতিরিক্ত ভাবে থাকবে JioTV, Jio Cinema, Jio Cloud, Jio News ইত্যাদি জিও অ্যাপ্লিকেশনগুলির ফ্রি অ্যাক্সেস।

এখন প্রশ্ন উঠতে পারে যে শুরুতে তাহলে ৮ টাকার সুবিধার কথা কেন বলেছিলাম! সেক্ষেত্রে বলি, ৫৯৭ টাকার এই প্ল্যানে মোট ৭৫ জিবি ডেটার সুবিধা থাকায়, প্রতি জিবি ডেটার জন্য খরচ হচ্ছে ৭.৯৬ টাকা (প্রায় ৮ টাকা)। যারা ডেইলি ডেটা লিমিট চাননা, তাদের জন্য প্ল্যানটি লাভদায়ক হতে পারে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন