Jio-র ধামাকা প্ল্যান, ১০ টাকার কমে রোজ ৩ জিবি ডেটা সহ আনলিমিটেড কল

‘সস্তায় পুষ্টিকর’ রিচার্জ প্ল্যান চাইলে, এদেশের টেলিকম বাজারে Reliance Jio (রিলায়েন্স জিও)-র নাম সবসময়ই সেরা বিকল্প হিসেবে এগিয়ে থাকে! কিন্তু জানেন কী এই সুপরিচিত নেটওয়ার্ক কোম্পানিটি হালফিলে এমন একটি প্রিপেইড প্ল্যান এনেছে যাতে ১০ টাকা প্রতিদিনের খরচে আনলিমিটেড কল, এসএমএস, এবং ৩ জিবি করে ডেটা পাওয়া যায়। হ্যাঁ ঠিকই পড়েছেন। এমনিতে জিওর প্রিপেইড প্ল্যান সেগমেন্টে ইতিমধ্যে প্রচুর বিকল্প রয়েছে, যেখানে বিভিন্ন দিনের বৈধতা সহ পরিষেবা উপভোগ করা যায়। তবে সংস্থাটি বেশ কিছু দীর্ঘমেয়াদী বার্ষিক প্ল্যানও সরবরাহ করে, যেগুলি তুলনায় সস্তা হয় এবং বারবার রিচার্জ করার ঝামেলা এড়ায়। সম্প্রতি রিলায়েন্স জিও, ৩,৪৯৯ টাকা মূল্যের এমনই একটি নতুন প্ল্যান এনেছে, যার মাধ্যমে ইউজার উল্লিখিত বেনিফিটগুলি পাবেন। আসুন এই প্ল্যান সম্পর্কে জেনে নিই…

Reliance Jio-র ৩,৪৯৯ টাকার রিচার্জ প্ল্যানের বেনিফিট

জিও-র ৩,৪৯৯ টাকার মূল্যের প্রিপেইড প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন ৩ জিবি করে মোট ১,০৯৫ জিবি ডেটা পাবেন। কারণ এই প্ল্যানের বৈধতা ৩৬৫ দিন। এছাড়াও এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং এবং রোজ ১০০টি এসএমএস পাওয়া যায়। অন্যান্য সুবিধার কথা বললে, এই প্ল্যান রিচার্জকারীরা JioTV, JioCinema, JioNews, JioSecurity এবং JioCloud-এর মত অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশন পাবেন। সেক্ষেত্রে হিসেব করলে দেখা যাবে গ্রাহকরা ৩,৪৯৯ টাকার প্ল্যানে প্রতিদিন গড় ৯.৮৫ টাকা (প্রায় ১০ টাকা) খরচ করে এই সমস্ত সুবিধা উপভোগ করতে সক্ষম হবেন।

Airtel, Vodafone-ও একইরকম রিচার্জ অপশন দেয়

শুধু জিও নয়, দেশের অন্য টেলিকম অপারেটরগুলিও তাদের কিছু বার্ষিক প্ল্যানে প্রায় একই রকম সুবিধা দিয়ে থাকে। যেমন Airtel (এয়ারটেল)-এর ২,৯৯৮ টাকা প্রিপেইড প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং, প্রতিদিন ২ জিবি ডেটা এবং ভয়েস কল মেলে। এর বৈধতা ৩৬৫ দিন। আবার এটি রিচার্জ করলে ডিজনি হটস্টারের এক বছরের ভিআইপি সাবস্ক্রিপশনও বিনামূল্যে পাওয়া যায়।

অন্যদিকে Vi (ভোডাফোন আইডিয়া)-এর ২,৫৯৫ টাকার প্রিপেইড প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং এবং রোজ ১০০ এসএমএস পাওয়া যায়। সাথে মেলে প্রতিদিন ২ জিবি ডেটার সুবিধা। পাশাপাশি উইকএন্ড ডেটা রোলওভার, জি ফাইভ (ZEE5) প্রিমিয়াম সাবস্ক্রিপশন পাওয়া যায়।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন