৫০ লক্ষ সস্তা JioPhone Next তৈরী করতে UTL Neolync-র সাথে চুক্তি করলো Jio

আরো বেশী সংখ্যক মানুষের কাছে 4G পরিষেবার স্বাদ পৌঁছে দিতে জিও-র চেষ্টার বিরাম নেই। বিশেষ করে দেশ যখন 5G প্রযুক্তির দোরগোড়ায় দাঁড়িয়ে আছে, সেই সময় রিলায়েন্স জিও (Reliance Jio) সস্তা দামে এন্ট্রি লেভেল স্মার্টফোন, JioPhone Next বাজারে এনে সব শ্রেণীর মানুষের হাতে তুলে দিতে চাইছে। তাদের এই উদ্যোগের ফলে ভারতীয় টেলিকম ক্ষেত্রে সম্ভাবনার নতুন দিক উন্মোচিত হচ্ছে, বাড়ছে 4G পরিষেবার বিস্তৃতি।

এখন একথা আমরা সকলেই জানি যে স্মার্টফোন উৎপাদনের জন্য একাধিক সংস্থার সম্মিলনের প্রয়োজন হয়। মোবাইলের আলাদা আলাদা যন্ত্রাংশ প্রস্তুতি কোনো একক সংস্থার কাজ নয়। সাধারণত অনেকগুলি প্রতিষ্ঠান মিলিতভাবে একটি ডিভাইসকে সম্পূর্ণ করে। রিলায়েন্স জিও’র ক্ষেত্রেও এই বক্তব্য সত্য। তাই আসন্ন জিওফোন নেক্সট হ্যান্ডসেট প্রস্তুতির জন্য তারা ইতিমধ্যেই ইউটিএল নিওলিঙ্ক (UTL Neolync) সংস্থার সাথে চুক্তিবদ্ধ হয়েছে। 4G সহায়ক নয়া এন্ট্রি লেভেল স্মার্টফোনের ৫ মিলিয়ন ইউনিট উৎপাদনের কথা ভেবেই জিও’র এই পদক্ষেপ বলে জানা গিয়েছে।

ET Telecom -এর প্রতিবেদন অনুযায়ী আগামী ৬ মাসের মধ্যে জিও তাদের বাজেটবান্ধব স্মার্টফোনের (JioPhone Next) প্রায় ৫ মিলিয়ন ইউনিট বাজারে এনে ফেলতে চাইছে। যদিও এই মুহূর্তে এমন বড় মাত্রায় উৎপাদনের জন্য প্রয়োজনীয় চিপসেট তাদের কাছে মজুত নেই। ফলে তুলনামূলক কম উৎপাদনের কথাও তারা ভাবছে, যদিও সেক্ষেত্রে ডিভাইসের দাম কিছুটা বাড়তে পারে।

এখন পর্যন্ত প্রযুক্তি-মহল মনে করছে বাজারে আসন্ন JioPhone Next ডিভাইসের দাম ৩,৫০০ টাকার আশেপাশে ঘোরাফেরা করবে। তেমন হলে এটি বিশ্বের অন্যতম সস্তা 4G স্মার্টফোনের তকমা পেয়ে যাবে। আগামী ১০ই সেপ্টেম্বর (২০২১) ফোনটি বাজারে উপলব্ধ হতে পারে। ফলে ডিভাইসের নিশ্চিত বাজারমূল্য জানতে হলে আগ্রহীদের আরো খানিকটা অপেক্ষা করতে হবে।

উল্লেখ্য এর আগেও জিও (Jio) সস্তা দরের 4G ডিভাইস বাজারে এনে সকলকে চমকে দিয়েছিলো। কিন্তু সেটি ছিলো ফিচার ফোন। ফলে স্মার্টফোনপ্রেমীদের প্রত্যাশা পূরণে সেটি সর্বাংশে সক্ষম হয়নি। কিন্তু Google-এর সাথে হাত মিলিয়ে তারা সবার ক্রয়সাধ্য দামের মধ্যে 4G স্মার্টফোন বাজারে আনতে চলেছে যা ক্রেতাদের মনোকষ্ট অনেকটাই কমাবে বলে মনে হচ্ছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন