IPL সহ একবছর সমস্ত ক্রিকেট ম্যাচ বিনামূল্যে দেখার প্ল্যান আনলো Jio

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট লীগ আইপিএল ২০২০ (IPL 2020)। যদিও করোনা মহামারীর কারণে ১৩তম আইপিএল এর আসর বসছে সংযুক্ত…

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট লীগ আইপিএল ২০২০ (IPL 2020)। যদিও করোনা মহামারীর কারণে ১৩তম আইপিএল এর আসর বসছে সংযুক্ত আরব আমিরশাহীতে। ফলে আপনাকে এবারের এই ধুমধুমার টি২০ লীগ কে টিভির পর্দায় বা স্মার্টফোনে দেখতে হবে। স্মার্টফোনে আইপিএল এর লাইভ ম্যাচ দেখতে  Disney+ Hotstar এর সাবস্ক্রিপশন থাকা বাধ্যতামূলক। অথবা আপনি যদি Reliance Jio গ্রাহক হন তাহলেও স্পেশাল প্যাক রিচার্জ করে সমস্ত খেলা লাইভ দেখতে পাবেন। রিলায়েন্স জিও কিছুদিন আগেই ৪৯৯ টাকার Cricket Pack লঞ্চ করেছে। আসুন এই প্ল্যানের সুবিধা জেনে নিই।

রিলায়েন্স জিও ৪৯৯ টাকার ক্রিকেট প্যাক

এটি আসলে জিও-র ডেটা টপ-আপ প্ল্যান। এই ক্রিকেট প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন ১.৫ জিবি ইন্টারনেট ডেটা পাবে। এই প্ল্যানটির বৈধতা ৫৬ দিন। অর্থাৎ, এই প্ল্যানটি রিচার্জ করলে আপনি মোট ৭৪ জিবি ডেটা পাবেন। তবে যেহেতু এটি ডেটা প্ল্যান তাই এতে কোনো ভয়েস কলিংয়ের সুবিধা পাওয়া যাবেনা। এমনকি এসএমএস এর সুবিধাও উপলব্ধ নয়।

তবে এখানেই শেষ নয়। রিলায়েন্স জিও -র ৪৯৯ টাকার ক্রিকেট প্ল্যানে আপনি পাবেন ১ বছরের Disney+Hotstar এর VIP সাবস্ক্রিপশন। ফলে আপনি সহজেই হটস্টারে সম্প্রচারিত আইপিএল ম্যাচগুলি দেখতে তো পাবেনই, সাথে সারাবছর ধরে যে যে ক্রিকেট ম্যাচের সম্প্রচার হবে, সেগুলি ও দেখতে পাবেন।

তবে ৪৯৯ টাকা ছাড়াও জিও আরও কিছু প্ল্যানে Disney+Hotstar এর VIP সাবস্ক্রিপশন অফার করছে। যার মধ্যে ডেটা অ্যাড অন প্যাক হিসাবে আছে – ১,০০৪ টাকা, ১,২০৬ টাকা ও ১,২০৮ টাকার প্ল্যান। আবার ভয়েস প্যাকের মধ্যে আছে – ৪০১ টাকা, ৭৭৭ টাকা ও ২,৫৯৯ টাকার প্ল্যান।