২০০ টাকার কমে রিচার্জে মিলবে সেরা বেনিফিট, Jio-র সবচেয়ে সস্তা প্রিপেইড প্ল্যান এইগুলি

একথা আমাদের সকলেরই জানা যে, দেশের শীর্ষস্থানীয় টেলিকম কোম্পানি Reliance Jio (রিলায়েন্স জিও) বরাবরই অন্যদের (মূলত Airtel এবং Vi-এর) চাইতে খানিকটা সাশ্রয়ী মূল্যে ইউজারদের একাধিক প্রিপেইড রিচার্জ প্ল্যান অফার করে। আর এই প্ল্যানগুলি সস্তার পাশাপাশি লাভজনক হওয়ায় সংস্থার ইউজারবেস দিন-কে-দিন বেড়েই চলেছে। আর এই চরম মূল্যবৃদ্ধির বাজারেও ব্যবহারকারীদের সুবিধার্থে অত্যন্ত কমদামি একাধিক রিচার্জ প্ল্যান নিজেদের ঝুলিতে মজুত রেখেছে Jio। সেক্ষেত্রে আপনি যদি এই সংস্থার গ্রাহক হন এবং এই মুহূর্তে অত্যন্ত সস্তা কোনো রিচার্জ প্ল্যানের সন্ধানে থাকেন, তাহলে আমাদের আজকের এই প্রতিবেদনটি আপনার বেশ কাজে আসবে। কারণ এখানে আমরা ২০০ টাকার কমে উপলব্ধ সংস্থার কয়েকটি সেরা রিচার্জ প্ল্যানের কথা আপনাদেরকে জানাতে চলেছি, যেগুলিতে আনলিমিটেড কল, ডেটা এবং এসএমএস বেনিফিট পাওয়া যাবে।

সস্তায় সেরা বেনিফিট অফার করে Jio-র এই প্ল্যানগুলি

Jio-র ১৪৯ টাকার রিচার্জ প্ল্যান: যাদের একটু বেশি ডেটার প্রয়োজন, তারা জিও-র এই প্ল্যানটি রিচার্জ করার কথা ভাবতে পারেন। সাশ্রয়ী মূল্যে উপলব্ধ এই প্ল্যানটি সংস্থার অন্যতম বেস্ট সেলিং প্ল্যান হিসেবে পরিচিত। এতে ২০ দিনের মেয়াদে রোজ ১ জিবি করে ডেটা পাওয়া যায়। সেইসাথে আনলিমিটেড কল ও প্রতিদিন ১০০টি করে এসএমএস করার সুযোগও রয়েছে। তদুপরি, এক্সট্রা বেনিফিট হিসেবে ব্যবহারকারীরা JioTV, JioSecurity, JioCinema এবং JioCloud-এর ফ্রি সাবস্ক্রিপশন পাবেন।

Jio-র ১৫৫ টাকার রিচার্জ প্ল্যান

জিওর এই প্ল্যানটির ভ্যালিডিটি ২৮ দিন। এই প্ল্যানটি রিচার্জ করলে আনলিমিটেড কলিং বেনিফিট পাওয়া যাবে। সেইসাথে ইউজাররা মোট ২ জিবি হাই-স্পিড ডেটা খরচের সুযোগ পাবেন এবং এই ডেটা লিমিট শেষ হয়ে গেলে স্পিড কমে ৬৪ কেবিপিএসে নেমে আসবে। তদুপরি, এই প্ল্যানে ৩০০টি এসএমএস করার সুবিধাও দেওয়া হয়েছে। সেক্ষেত্রে যাদের খুব একটা বেশি ডেটার প্রয়োজন নেই, তাদের জন্য এই প্ল্যানটি এককথায় আদর্শ।

Jio-র ১৯৯ টাকার রিচার্জ প্ল্যান

বর্তমানে দৈনিক ১.৫ জিবি ডেটা প্ল্যানগুলি ইউজারদের কাছে সর্বাধিক জনপ্রিয়। সেক্ষেত্রে আপনিও দৈনিক ১.৫ জিবি ডেটা পেতে চাইলে জিও-র ১৯৯ টাকার প্ল্যানটি রিচার্জ করতে পারেন। এই প্ল্যানে ২৩ দিনের মেয়াদে রোজ ১.৫ জিবি করে ডেটা, যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিং ও প্রতিদিন ১০০টি করে এসএমএস করার সুবিধা রয়েছে। এছাড়া, এক্সট্রা বেনিফিট হিসেবে এতে JioTV, JioCinema, JioSecurity এবং JioCloud-এর মতো Jio অ্যাপগুলির কমপ্লিমেন্টারি সাবস্ক্রিপশন পাওয়া যাবে।