মাত্র 61 টাকা খরচ করেই ইচ্ছেমতো উপভোগ করা যাবে Unlimited 5G ডেটা, ব্যাপারটা জানেন?

ভারতে 5G নেটওয়ার্ক চালু হওয়ার পর থেকে এখনও অবধি (পড়ুন প্রায় দু বছর ধরে) দেশের মানুষকে কোনো অতিরিক্ত চার্জ ছাড়াই আনলিমিটেড হাই-স্পিড ডেটা উপভোগ করার…

ভারতে 5G নেটওয়ার্ক চালু হওয়ার পর থেকে এখনও অবধি (পড়ুন প্রায় দু বছর ধরে) দেশের মানুষকে কোনো অতিরিক্ত চার্জ ছাড়াই আনলিমিটেড হাই-স্পিড ডেটা উপভোগ করার সুযোগ দিচ্ছে Reliance Jio এবং Bharti Airtel। যদিও এই সুবিধা যে একেবারে শর্তহীন তা নয় – শীর্ষস্থানীয় টেলিকম অপারেটরগুলির মাধ্যমে আনলিমিটেড 5G ডেটা পেতে হলে, গ্রাহকদের নূন্যতম ২৩৯ টাকার প্ল্যান রিচার্জ করতে হয়। সেক্ষেত্রে সবসময় যে সবার পক্ষে এই শর্ত মানা সম্ভব হয়, তা নয়। তবে আপনি যদি Jio সিম ইউজার হন, তাহলে একটি উপায় রয়েছে যার সাহায্যে আপনি কম টাকাতেও 5G-র বেনিফিট পাবেন, আর তা হল ৬১ টাকার আপগ্রেড প্ল্যান রিচার্জ করা।

Jio-র ৬১ টাকার ‘5G Upgrade’ প্ল্যান

যেমনটা আগে বলেছি, টেলিকম কোম্পানিগুলির শর্তাবলি মোতাবেক যদি কোনো ক্ষেত্রে আপনার নম্বরের বেস প্ল্যানের দাম ২৩৯ টাকার কম হয় তবে আপনি আনলিমিটেড ৫জি সার্ভিস উপভোগ করতে পারবেননা। কিন্তু এই সমস্যা দূর করতে রিলায়েন্স জিও বেশ কয়েক মাস ধরেই ৬৫ টাকা মূল্যের একটি ৫জি আপগ্রেড প্ল্যান অফার করছে। এই প্ল্যান দিয়ে রিচার্জ করার পর আপনি কোনো চিন্তা ছাড়াই অ্যাক্টিভ প্ল্যানের ভ্যালিডিটি পর্যন্ত আনলিমিটেড ৫জি ডেটার সুবিধা পাবেন।

৫জি পরিষেবা, Jio, Jio 5G Upgrade Plan, Jio 61 5G Plan, Jio Offer, Reliance Jio, Unlimited 5G, Unlimited 5G Data
Jio-র সস্তা 5G Upgrade প্ল্যান

প্রসঙ্গত উল্লেখ্য, ৬১ টাকার এই রিচার্জের মাধ্যমে বিদ্যমান ৪জি ব্যবহারকারীরা অতিরিক্ত ৬ জিবি ডেটা পাবেন। তবে যাদের ৫জি ফোন আছে বা যারা ইতিমধ্যেই নতুন নেটওয়ার্ক ব্যবহার করছেন, তারা ২৩৯ টাকার কমের কোনো প্ল্যান রিচার্জ করেও আনলিমিটেড ৫জি ডেটার সুবিধা পেতে শুরু করবেন। শুধু তাই নয়, ৫জি ইউজাররাও এই আপগ্রেড প্ল্যানে অতিরিক্ত ৬ জিবি ডেটা পাবেন।

তবে মনে রাখবেন, ৬১ টাকার প্ল্যানটি কিন্তু কোম্পানির ১৫৫ টাকার ভ্যালু প্ল্যানের সাথে কাজ করবেনা। তাছাড়া আনলিমিটেড ৫জি পরিষেবা উপভোগ করার জন্য অবশ্যই আপনার কাছে ৫জি সাপোর্টেড্ ফোন থাকা আবশ্যক, সর্বোপরি আপনার বসবাসের এলাকায় এই পরিষেবা উপলব্ধ থাকতে হবে।