Reliance Jio-র ভ্যালু ফর মানি প্ল্যান, সস্তায় আনলিমিটেড কল সহ একাধিক সুবিধা

টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই (TRAI) কর্তৃক টেলকোদের মাসিক পারফরম্যান্সজনিত রিপোর্ট প্রকাশের পর ফের দেশীয় টেলিকম ক্ষেত্রে সেরার তকমা অর্জন করেছে রিলায়েন্স জিও (Reliance Jio)। আর তা হবে নাই বা কেন? সাধারণ অবস্থায় Reliance Jio -র প্রিপেইড প্ল্যান অপরাপর টেলকোদের প্ল্যান অপেক্ষা বেশ সস্তা। যদিও গতবছর তাদের পক্ষ থেকেও প্ল্যানের দাম যথেষ্ট বাড়ানো হয়েছে। অথচ তারপরেও গ্রাহকেরা Jio’র পরিষেবা থেকে মুখ ফিরিয়ে নেননি। বর্তমানে আপনি যদি জিও ব্যবহারকারী হন, তবে আপনার জন্য আমাদের কাছে তিনটি এমন প্ল্যানের হদিস রয়েছে, খোদ সংস্থার তরফ থেকেই যাদের ‘ভ্যালু’ (Value) ক্যাটেগরির অন্তর্ভুক্ত করা হয়েছে। আসুন এই তিনটি প্ল্যানের ব্যাপারে সংক্ষেপে জেনে নেওয়া যাক।

সস্তায় পরিষেবার মজা নিতে Jio গ্রাহকেরা রিচার্জ করুন এই প্ল্যানগুলি

উপরে আমরা জিও’র ভ্যালু ক্যাটেগরিভুক্ত যে তিনটি প্রিপেইড প্ল্যানের উল্লেখ করেছি বাজারে তাদের মূল্য যথাক্রমে – ১৫৫, ৩৯৫ এবং ১,৫৫৯ টাকা। অন্য সব প্ল্যানের চেয়ে তুলনামূলক কম ডেটা সুবিধার সাথে আসা সত্ত্বেও এই প্ল্যানত্রয়ী বহু ইউজারের জন্যই লাভজনক হতে পারে। এবারে আমরা উক্ত তিন প্ল্যানের সুবিধাগুলি দেখে নেবো।

১৫৫ টাকার জিও প্রিপেইড প্ল্যান রিচার্জের ফলে গ্রাহকেরা মোট ২ জিবি ডেটা ও ৩০০ এসএমএস খরচের ছাড়পত্র পেয়ে যাবেন। সাথে এই প্ল্যানের আওতায় আনলিমিটেড ভয়েস কল করার সুযোগ মিলবে। বৈধতার কথা বলতে হলে এই প্ল্যান পুরো ২৮ দিনের ভ্যালিডিটি সহ এসেছে। প্রকৃতপক্ষে ২০০ টাকারও কম দামে উপলব্ধ আলোচ্য প্ল্যান ইউজারদের একাংশের জন্য যথেষ্ট ভালো বিকল্প হিসেবে পরিচিত।

৩৯৫ টাকার জিও প্রিপেইড প্ল্যান পুরো ৮৪ দিনের ভ্যালিডিটি সহ সামনে এসেছে। এই প্ল্যান রিচার্জের বদলে, এককালীন হিসেবে পাওয়া যাবে মোট ৬ জিবি ইন্টারনেট ডেটা ও ১০০০ এসএমএস খরচের সুবিধা। সাথে মিলবে যে কোনো নম্বরে অফুরন্ত ভয়েস কল করার স্বাধীনতা। প্রদত্ত ৬ জিবি ডেটা শেষ করার পর এই প্ল্যানের আওতায় ইন্টারনেট গতি ৬৪ কেবিপিএসে নেমে আসবে।

পরিশেষে বলতে হয় ১,৫৫৯ টাকার জিও প্রিপেইড প্ল্যানের কথা, যা দীর্ঘ ৩৩৬ দিনের ভ্যালিডিটি প্রদান করবে। এই প্ল্যান রিচার্জ করলে মিলবে এককালীন ২৪ জিবি ডেটা ও ৩৬০০ এসএমএস খরচের ছাড়পত্র। এর সাথে গ্রাহকেরা আনলিমিটেড ভয়েস কল করার সুবিধাও লাভ করবেন। প্রদত্ত ডেটা সীমা অতিক্রম করলে এখানেও ইন্টারনেট পরিষেবার গতি ৬৪ কেবিপিএসে নেমে আসবে।

প্রসঙ্গত জানিয়ে রাখি, উপরের সুবিধাগুলি বাদ দিলেও উল্লিখিত তিনটি প্ল্যানের সাথে গ্রাহকেরা JioTV, JioCinema, JioCloud, JioSecurity প্রভৃতি Jio অ্যাপের অ্যাক্সেস সম্পূর্ণ বিনামূল্যে লাভ করবেন।