মুহুর্তে পৌঁছে যাবে বাড়ির বাজার, JioMart Express নিয়ে আসছে Reliance

গত সপ্তাহে জনপ্রিয় খাবার সরবরাহকারী সংস্থা Zomato অর্ডারকারীদের জন্য নয়া Quick Delivery পরিষেবা চালুর কথা ঘোষণা করেছে। তাদের পদাঙ্ক অনুসরণ করে এবার পণ্য সরবরাহে আরো দ্রুততর পরিষেবা দিতে তৈরি JioMart যা ‘JioMart Express’ নামের সাথে প্রকাশ্যে আসতে পারে। সেক্ষেত্রে উক্ত পরিষেবার মাধ্যমে JioMart অর্ডার করার মাত্র কিছু সময়ের মধ্যেই অর্ডারকারীর কাছে তাদের প্রয়োজনীয় মুদিখানার দ্রব্য পৌঁছে দেবে। এর ফলে জরুরি অবস্থায় ক্রেতাদের বেশ উপকার হতে পারে।

শুধুমাত্র Zomato বা JioMart নয়, বরং অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে পণ্য পৌঁছে দিয়ে অর্ডারদাতাদের তুষ্ট করতে সচেষ্ট Swiggy ও Blinkit -এর মতো সংস্থা। এভাবেই তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বাজারে সংস্থাগুলি একে অপরকে টেক্কা দেওয়ার উপায় খুঁজছে।

নভি মুম্বই অঞ্চলে চালু JioMart Express পরিষেবা

উল্লেখ্য, সংবাদ সংস্থা ET Telecom -এর রিপোর্ট অনুযায়ী রিলায়েন্স জিওমার্ট নভি মুম্বই অঞ্চলে ইতিমধ্যেই তাদের দ্রুতগতির ডেলিভারি পরিষেবার ট্রায়াল আরম্ভ করেছে। এই পরিষেবার অধীনে সংস্থাটি প্রায় ২০০০ স্টক কিপিং ইউনিটের (SKU) ক্যাটালগ প্রদর্শন করবে বলেও প্রকাশ্যে এসেছে। সেক্ষেত্রে আলোচ্য পরিষেবার মাধ্যমে জিওমার্ট স্টোর থেকে খুবই অল্প সময়ের মধ্যে অর্ডারকৃত পণ্য ক্রেতাদের কাছে পৌঁছে যাবে বলে আমাদের ধারণা।

আসতে পারে নতুন অ্যাপ্লিকেশন

এছাড়াও শোনা যাচ্ছে, আলোচ্য জিওমার্ট এক্সপ্রেস পরিষেবার জন্য জিওমার্টের পক্ষ থেকে সম্পূর্ণ নতুন একটি অ্যাপ্লিকেশন সামনে আনা হতে পারে। ET Telecom -এর রিপোর্ট অনুযায়ী, বর্তমানে সংস্থার এই পরিকল্পনা নেহাতই পরীক্ষামূলক স্তরে রয়েছে।

প্রসঙ্গত জানিয়ে রাখি, দ্রুতগতিতে অর্ডার ডেলিভারির লড়াইয়ে অবতীর্ণ বেশ কিছু সংস্থা যেখানে মাত্র ১০ মিনিটের মধ্যেই প্রোডাক্ট পৌঁছে দিতে বদ্ধপরিকর, সেখানে জিওমার্ট অর্ডার সরবরাহের জন্য ক্রেতাদের কাছে ঘণ্টাখানেকের সময় চেয়ে নিতে পারে বলে রিপোর্টে প্রকাশিত। অর্থাৎ পণ্য সরবরাহের ক্ষেত্রে অন্যান্য সংস্থাগুলি ডেলিভারির কাজে কর্মরতদের জীবনকে ঝুঁকির মুখে ফেললেও, জিওমার্ট এক্ষেত্রে কিছুটা হলেও সুচিন্তিত দৃষ্টিভঙ্গির পরিচয় তুলে ধরেছে। তাছাড়া আলোচ্য পরিষেবা প্রদানের জন্য সংস্থাটি স্থানীয় দোকানগুলিকে কাজে লাগাতে পারে যা খুবই কার্যকর হবে বলে মনে করা হচ্ছে।

সর্বোপরি রিপোর্টের দাবি, আর কিছুদিনের মধ্যেই JioMart আলোচ্য পরিষেবা সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা করতে পারে। সেক্ষেত্রে এর দ্বারা অর্ডারদাতারা কতটা উপকৃত হন তা সময়ই বলে দেবে।