Redmi থেকে Samsung, নতুন ফোন খোঁজ করলে দেখে নিন ৭টি সেরা Android স্মার্টফোন

আপনি যদি নিজের জন্য একটি নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে আজ আমরা আপনাকে ভারতের বাজারে বিদ্যমান বাজেট থেকে প্রিমিয়াম প্রত্যেকটি সেগমেন্ট অধীনস্ত ৭টি সেরা স্মার্টফোনের হদিশ দেব। এই স্মার্টফোনগুলির মধ্যে রয়েছে Samsung Galaxy M21 2021, Redmi Note 10S, Samsung Galaxy M52 5G, iQOO 7 5G, Samsung Galaxy M12, Mi 11X Pro 5G এবং iQOO Z3 5G। এই ফোনগুলিতে আপনারা ৮ জিবি পর্যন্ত র‌্যাম ও ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজের সাপোর্ট পেয়ে যাবেন। সাথে, বৈচিত্রময় ও অ্যাডভান্স ফিচারের সাথে সমৃদ্ধ থাকবে উল্লেখিত প্রতিটি ফোন। আর দামের কথা বললে, এগুলির দাম শুরু হচ্ছে প্রায় ১১,৫০০ টাকা থেকে এবং তালিকায় থাকা সর্বাধিক ব্যয়বহুল ফোনটির বিক্রয় মূল্য থাকছে ৩৬,৯৯৯ টাকা। সুতরাং, আপনারা আপনাদের বাজেট অনুসারে নিজেদের পছন্দের স্মার্টফোনটি সহজেই বেছে নিতে পারবেন আমাদের এই প্রতিবেদনটি পড়ার পর।

ভারতের বাজারে উপলব্ধ সেরা ৭টি স্মার্টফোনের তালিকা

iQOO 7 5G : আইকো ৭ ৫জি স্মার্টফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ একটি ৬.৬২ ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,০৮০x২,৪০০ পিক্সেল) অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। ফাস্ট পারফরম্যান্স ও মাল্টিটাস্কিংয়ের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক ফানটাচ ১১.১ কাস্টম স্কিন দ্বারা চালিত। ছবি তোলার জন্য ফোনের ব্যাক প্যানেলে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হল, ৪৮ মেগাপিক্সেল সনি IMX598 প্রাইমারি সেন্সর, ১৩ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল মোনো সেন্সর। আবার, সেলফি তোলার জন্য এতে ১৬ মেগাপিক্সেলের একটি ফ্রন্ট সেন্সর পাওয়া যাবে। ফোনে ৪,৪০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

দাম : ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের সাথে আসা iQOO 7 5G ফোনের বিক্রয় মূল্য ২৯,৯৯০ টাকা।

​Mi 11X Pro 5G : এমআই ১১এক্স প্রো স্মার্টফোনটি স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর সহ এসেছে। এতে, একটি ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস E4 AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। শাওমির এই হ্যান্ডসেটে অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক এমআইইউআই ১২ কাস্টম ইন্টারফেসের সাপোর্ট পাওয়া যাবে। এছাড়া, ছবি তোলার জন্য ফোনে, ১০৮ মেগাপিক্সেল স্যামসাং এইচএম২ প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর ও ৫ মেগাপিক্সেল সেন্সর যুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এতে, ২০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা উপলব্ধ। পাওয়ার ব্যাকআপের জন্য, ফোনে ৪,৫২০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যার সাথে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং এবং ২.৫ ওয়াট ওয়্যারড রিভার্স চার্জিং সাপোর্ট করে।

দাম : Mi 11X Pro 5G ফোনের ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ অপশনের দাম থাকছে ৩৬,৯৯৯ টাকা।

​iQOO Z3 5G : আইকো জেড৩ ৫জি স্মার্টফোনে রয়েছে ৬.৫৮ ইঞ্চির (২৪০৮x১০৮০ পিক্সেল) LCD ডিসপ্লে। এই ডিসপ্লের ডিজাইন ওয়াটার ড্রপ নচ স্টাইল এবং এটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১৮০ হার্টজ টাচ স্যাম্পেলিং রেট, ৯০.৬১ % স্ক্রিন টু বডি রেশিও এবং ৪০১ পিপিআই পিক্সেল ডেন্সিটি সাপোর্ট করে। উন্নত পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৬৮জি ৫জি প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক কাস্টম ওএস চালিত। ক্যামেরা ফ্রন্টের কথা বললে, এই স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত। এগুলি হল, ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। আবার সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এতে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এছাড়া ডিভাইসটিকে অতিরিক্ত গরম হয়ে যাওয়ার হাত থেকে আটকানোর জন্য ফাইভ লেয়ারের লিকুইড কুলিং টেকনোলজির ব্যবহার করা হয়েছে। আর, সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। আইকোর এই স্মার্টফোনে ৪,৪০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ৫৫ ওয়াট ফ্ল্যাশ চার্জ সাপোর্ট করে।

দাম : iQOO Z3 5G ফোনের ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ অপশনের দাম ১৯,৯৯০ টাকা।

​Redmi Note 10S : অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক এমএআইইউআই ১২.৫ ওএস চালিত রেডমি নোট ১০এস ফোনে একটি ৬.৪৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,০৮০x২,৪০০) পাঞ্চ হোল AMOLED ডিসপ্লে পাওয়া যাবে। ডিসপ্লের সুরক্ষার জন্য এতে উপস্থিত কর্নিং গরিলা গ্লাস ৩ প্রোটেকশন। ফাস্ট পারফরম্যান্সের জন্য এই ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি৯৫ প্রসেসর ও মালি-জি৭৬ এমসি৪ জিপিইউ। ফটোগ্রাফির জন্য ডিভাইসের পিছনে থাকছে, ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর যুক্ত কোয়াড ক্যামেরা সেটআপ। সেলফি ও ভিডিও কলের জন্য এতে ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে। সিকিউরিটির জন্য ফোনটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ এসেছে। পাওয়ার ব্যাকআপের জন্য রেডমি নোট ১০এস ফোনে পাওয়া যাবে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যার সাথে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

দাম : Redmi Note 10S ফোনের ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৭,৪৯৯ টাকা।

Samsung Galaxy M12 : স্যামসাং গ্যালাক্সি এম১২, ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস (৭২০ x ১৬০০ পিক্সেল) TFT LCD ডিসপ্লে সহ এসেছে। ফাস্ট পারফরম্যান্সের জন্য এই ফোনে মালি জি৭৬ জিপিইউ সহ ২.০ গিগাহার্টজ ক্লক রেটের অক্টা কোর এক্সিনস ৮৫০ প্রসেসর দেওয়া হয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক ওয়ান ইউআই কাস্টম ওএস সিস্টেমে রান করবে। ফটোগ্রাফির জন্য গ্যালাক্সি এম সিরিজের এই ফোনে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল, ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৫ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স, ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর, ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। আবার সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে আছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এছাড়া ফোনটি ৬,০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে, যার সাথে ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

দাম : Samsung Galaxy M12 ফোনের ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১১,৪৯৯ টাকা।

Samsung Galaxy M21 2021 : অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক ওয়ান ইউআই ওএস চালিত স্যামসাং গ্যালাক্সি এম২১ ২০২১ এডিশন ফোনে একটি ৬.৪ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০x২৩৪০ পিক্সেল) sAMOLED ইনফিনিটি ইউ ডিসপ্লে দেখা যাবে। এই ডিসপ্লের কাট আউটের মধ্যে ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা উপস্থিত। আবার স্যামসাং গ্যালাক্সি এম২১ ২০২১ এডিশনের রিয়ার প্যানেলে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। এগুলি হল, ৪৮ মেগাপিক্সেল ISOCELL GM2 প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স ও ৫ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। স্যামসাংয়ের এই ফোনটি এক্সিনস ৯৬১১ প্রসেসর এবং মালি জি৭২ এমপি৩ জিপিইউ সহ এসেছে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনে পাওয়া যাবে ৬,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি। সিকিউরিটির জন্য ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।

দাম : Samsung Galaxy M21 2021 ফোনের ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ অপশনের দাম ১২,৯৯৯ টাকা।

Samsung Galaxy M52 5G : স্যামসাং গ্যালাক্সি এম৫২ ৫জি ফোনে, কর্নিং গরিলা গ্লাস ৫ প্রটেকশন সহ একটি ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,০৮০x২,৪০০ পিক্সেল) সুপার অ্যামোলেড প্লাস ডিসপ্লে রয়েছে। যার, এসপেক্ট রেশিও ২০:৯ ও রিফ্রেশ রেট ১২০ হার্টজ। পাঞ্চ হোল ডিজাইনের এই ডিসপ্লের কাট আউটের মধ্যে দেখা যাবে ৩২ মেগাপিক্সেলের সেলফি শুটার। আর ফোনের পিছনে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হল, ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর (এফ/১.৮ অ্যাপারচার), ১২ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স (এফ/২.২ অ্যাপারচার) ও ৫ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স (এফ/২.৪ অ্যাপারচার)। স্যামসাংয়ের এই হ্যান্ডসেট কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর সহ এসেছে। এটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক ওয়ান ইউআই ৩.১ কাস্টম স্কিনে রান করবে। সিকিউরিটির জন্য ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে। আর, পাওয়ার ব্যাকআপের জন্য থাকছে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

দাম : Samsung Galaxy M52 5G ফোনের ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৪,৯৯৯ টাকা।