Year-End Discounts: গাড়ির স্টক খালি করতে 1.3 লক্ষ টাকা পর্যন্ত ছাড়ের ঘোষণা Renult এর

পুরানো স্টক খালি করতে বছর শেষের অফার বা ‘year-end-offers’ ঘোষণা করলো Renault এর ভারতীয় শাখা। ক্যাশ ডিসকাউন্ট, এক্সচেঞ্জ বেনিফিট, লয়ালটি বেনিফিট এবং কর্পোরেট বেনিফিট মিলিয়ে Renult এর কয়েকটি নির্দিষ্ট মডেলের গাড়িতে সর্বাধিক ১.৩০ লক্ষ টাকা পর্যন্ত আকর্ষণীয় ছাড়ে মিলবে। গাড়ির মডেল, স্থান এবং ডিলারশিপ ভেদে অফারের পরিমাণও ভিন্ন হতে পারে বলে জানিয়েছে Renault। তবে এই অফার কেবলমাত্র বছরের অন্তিম দিন অর্থাৎ ৩১ ডিসেম্বর, ২০২১ পর্যন্তই বৈধ। উল্লেখ্য, সংস্থার রিলিভ স্ক্র্যাপেজ প্রোগ্রামের আওতায় Kiger গাড়িটি ছাড়া সমস্ত মডেলেই এক্সচেঞ্জ বেনিফিট বাবদ মিলবে ১০,০০০ টাকা পর্যন্ত ছাড়।

Renault Kwid-এর উপর চলছে সর্বাধিক ৩৫,০০০ টাকা পর্যন্ত ইয়ার এন্ড অফার। যার মধ্যে রয়েছে ১০,০০০ টাকার ক্যাশ ডিসকাউন্ট, ১৫,০০০ টাকার এক্সচেঞ্জ বেনিফিট এবং কর্পোরেট বেনিফিট বাবদ ১০,০০০ টাকার অফার। আবার মজুত প্রাপ্যতা অনুযায়ী vin20 গাড়িতে মিলবে ১০,০০০ টাকার অতিরিক্ত ক্যাশ অফার।

Renault Duster মডেলের পাওয়া যাবে সর্বোচ্চ ১.৩০ লাখ টাকার ছাড়। যার মধ্যে এক্সচেঞ্জ বেনিফিট বাবদ ৫০,০০০ টাকা, ক্যাশ ডিসকাউন্ট বাবদ সর্বাধিক ৫০,০০০ টাকা (RXZ ১.৫ লিটার বাদে), এবং কর্পোরেট ডিসকাউন্ট হিসেবে ৩০,০০০ টাকার বেনিফিট। অন্যদিকে রেনল্ট কিগার (Renault Kiger)-এ থাকছে স্পেশাল লয়ালটি বেনিফিট এবং কর্পোরেট ডিসকাউন্ট বাবদ যথাক্রমে ১০,০০০ ও ১০,০০০ টাকার অফার।

এছাড়া সংস্থার ২০২০ ও ২০২১ মডেলের Triber মাল্টিপার্পাস ভেহিকেলের উপরও চলছে ছাড়ের অফার। 2020 Renault Triber মডেলের উপর গ্রাহকরা পাবেন সর্বোচ্চ ৬০,০০০ টাকার বেনিফিট। যার মধ্যে রয়েছে ২৫,০০০ টাকার ক্যাশ বেনিফিট, এক্সচেঞ্জ বেনিফিট বাবদ ২৫,০০০ টাকা এবং নির্দিষ্ট কয়েকটি মডেলে কর্পোরেট বেনিফিট বাবদ ১০,০০০ টাকার ছাড়। অন্যদিকে গ্রাহকরা গাড়িটির ২০২১ মডেল টি কিনতে চাইলে পেয়ে যাবেন ৪০,০০০ হাজার টাকা পর্যন্ত ছাড়। যার মধ্যে ক্যাশ ডিসকাউন্ট, এক্সচেঞ্জ বোনাস এবং কর্পোরেট বেনিফিট বাবদ মিলবে যথাক্রমে ১০,০০০ টাকা, ২০,০০০ টাকা এবং ১০,০০০ টাকা। এছাড়াও মাল্টিপার্পাস ভেহিকেল বা MPV-তে মিলবে অতিরিক্ত ১০,০০০ টাকার বেনিফিট।