Year-End Benefits: ডিসেম্বরে লক্ষাধিক ছাড়ে মিলছে গাড়ি, আপনার জন্য সেরা পাঁচটি অফার

বছর তো শেষ হতেই চলল! তার ওপর আবার এ বছর গাড়ির ব্যবসার বাজার মন্দা গিয়েছে। উৎসবের মরসুমেও অন্যান্য বছরের মত এবার গাড়ির বিক্রিতে তেমন সাড়া মেলেনি। তাই দেশের নামিদামি সংস্থাগুলি স্টক খালি করতে শেষ চেষ্টা করে দেখার অভিপ্রায়ে নিজেদের কয়েকটি সেরা মডেলের গাড়িতে ইয়ার-এন্ড-অফারের ঘোষণা করেছে। এই ছাড়ের ঘোষণায় শামিল হয়েছে Renault, Hyundai, Datsun, Honda, Mahindra। বছরের অন্তিম দিন অর্থাৎ ৩১ ডিসেম্বর, ২০২১ পর্যন্ত বৈধ থাকবে এই অফার। যদিও ডিলার এবং অবস্থান ভেদে ছাড়ের পরিমাণ ভিন্ন হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সবচেয়ে বেশি ছাড়ে উপলব্ধ পাঁচটি গাড়ির সম্পর্কে এবার জেনে নেওয়া যাক।

Renault Duster

রেনো-র ভারতীয় শাখা ডাস্টার গাড়িটির উপর সর্বাধিক ১.৩ লক্ষ টাকার বেনিফিট ঘোষণা করেছে। যার মধ্যে রয়েছে ৫০,০০০ টাকার এক্সচেঞ্জ বেনিফিট, ৫০,০০০ টাকার ক্যাশ ডিসকাউন্ট (আরএক্সজেড ১.৫ লিটার বাদে) এবং ৩০,০০০ টাকার কর্পোরেট ডিসকাউন্ট। ক্রেতারা আবার ১.১০ লক্ষ টাকার স্পেশাল লয়ালটি বেনিফিট পেয়ে যেতে পারেন। এসইউভি গাড়িটিতে রয়েছে এক্সচেঞ্জ বেনিফিটের সুবিধা। সংস্থার রিলিভ স্ক্র্যাপেজ প্রোগ্রামের অধীনে এতে মিলতে পারে ১০,০০০ টাকা পর্যন্ত ছাড়।

Nissan Kicks

কিক্স গাড়িটিতে ১ লক্ষ টাকার ডিসকাউন্ট দিচ্ছে নিশান। এই বেনিফিটের অধীনে রয়েছে ১৫,০০০ টাকার ক্যাশ বেনিফিট, ৭০,০০০ টাকার এক্সচেঞ্জের বোনাস, ৫,০০০ টাকার অনলাইন বুকিং বোনাস এবং ১০,০০০ টাকার কর্পোরেট বেনিফিট। কম্প্যাক্ট এসইউভি-র ১.৫ লিটার পেট্রোল ভ্যারিয়েন্টে রয়েছে আবার ৪৫,০০০ টাকার ছাড়। যার মধ্যে ক্যাশ বেনিফিট বাবদ ১০,০০০ টাকা, এক্সচেঞ্জ বোনাস বাবদ ২০,০০০ টাকা, অনলাইন বুকিং বাবদ ৫,০০০ টাকা এবং কর্পোরেট বেনিফিট বাবদ ১০,০০০ টাকা।

Mahindra Alturas G4

মাহিন্দ্রা অ্যাল্টুরাস এসইউভি-তে দেওয়া হচ্ছে ৮১,৫০০ টাকার ডিসকাউন্ট। যার মধ্যে রয়েছে ৫০,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস, ১১,৫০০ টাকার কর্পোরেট অফার এবং ২০,০০০ টাকার অন্যান্য অফার।

Hyundai Grand i10 NIOS

হুন্ডাই গ্র্যান্ড আই১০ নিওস গাড়িটিতে চলছে সর্বাধিক ৫০,০০০ টাকার ডিসকাউন্ট। এই ছাড় কেবলমাত্র টার্বো ভ্যারিয়েন্টেই উপলব্ধ। এর পেট্রোল এবং ডিজেল ভ্যারিয়েন্টে রয়েছে২৫,০০০ টাকার সর্বাধিক ছাড়। তবে স্পোর্টস পেট্রোল ডিটি ভ্যখরিয়েন্টে নেই কোনো অফার। অন্যদিকে এর সিএনজি মডেলটিতে ১৭,৩০০ টাকার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে।

Honda City

হন্ডা’র ভারতীয় শাখা সিটি গাড়িটির পঞ্চম প্রজন্মের সেডান মডেলটিতে সর্বাধিক ৪৫,১০৮ টাকা বেনিফিটের ঘোষণা করেছে। যার মধ্যে রয়েছে  ৭,৫০০ টাকার ক্যাশ ডিসকাউন্ট, ১৫,০০০ টাকার এক্সচেঞ্জ বেনিফিট, ৫,০০০ টাকার অতিরিক্ত বেনিফিট। এছাড়াও হন্ডা কার এক্সচেঞ্জ এবং কর্পোরেট ডিসকাউন্ট বাবদ যথাক্রমে ৯,০০০ ও ৮,০০০ টাকার বোনাস রয়েছে।