23 লক্ষের বেশি ইঞ্জিন, 12 লক্ষের উপরে গিয়ারবক্স, ভারতে এত যন্ত্রাংশ তৈরির মাইলস্টোন স্পর্শ করল Renault-Nissan Alliance

রেনো-নিশান (Renault-Nissan) তাদের যৌথ উদ্যোগে গড়ে কারখানায় ৩৫ লক্ষ গাড়ির ইঞ্জিন তৈরির মাইলফলক স্পর্শ করার কথা ঘোষণা করল। ভারতের চেন্নাইয়ে গড়ে ওঠা কারখানাটিতে ২০১০ সাল…

রেনো-নিশান (Renault-Nissan) তাদের যৌথ উদ্যোগে গড়ে কারখানায় ৩৫ লক্ষ গাড়ির ইঞ্জিন তৈরির মাইলফলক স্পর্শ করার কথা ঘোষণা করল। ভারতের চেন্নাইয়ে গড়ে ওঠা কারখানাটিতে ২০১০ সাল থেকে এখনও পর্যন্ত মোট ২৩ লক্ষ ইঞ্জিন এবং ১২ লক্ষ গিয়ার বক্স তৈরি হয়েছে। উল্লেখ্য, Renault Nissan Automotive India Pvt Ltd (RNAIPL) এর উৎপাদন কেন্দ্রে ছ’টি ভ্যারিয়েন্টের ইঞ্জিন এবং চার ধরনের গিয়ার বক্স তৈরি হয়।

কারখানাটিতে ভারতের বাজারে বিক্রির জন্য রেনো (Renault) এবং নিশান (Nissan) উভয় সংস্থার গাড়ির মডেলই তৈরি হয়। এমনকি এখানে নির্মিত গাড়ির মডেল বিদেশের বাজারেও রফতানি করা হয়। এদিকে ৩৫ লক্ষ তম ইঞ্জিনটি তৈরির প্রসঙ্গে Nissan-এর ভারতীয় শাখার সভাপতি সিনান ওজকোক (Sinan Ozkok) বলেন, “Renault-Nissan-এর কারখানায় তৈরি হওয়া ৩৫ লক্ষতম ইঞ্জিনটি আমাদের উচ্চতর জাপানি ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজির সাক্ষ্য বহন করবে।”

অন্যদিকে RNAIPL-এর ম্যানেজিং ডিরেক্টর বিজু বালেন্দ্রন (Biju Balendran) বলেছেন, “৩৫ লক্ষতম” ইঞ্জিন এবং গিয়ার বক্সের উৎপাদন দুই সংস্থার জন্যই একটি অসাধারণ সাফল্য। RNAIPL-এর তরফে আমরা সবসময় উদ্ভাবন এবং গবেষণার গুরুত্ব দিয়ে এসেছি, এবং একটি বলিষ্ঠ নেতৃত্ব ও প্রতিশ্রুতি ছাড়া এই সাফল্য অর্জন আমাদের পক্ষে সম্ভব হতো না… আমাদের সকল কর্মীদের অঙ্গীকার এবং উৎসর্গের জন্য ধন্যবাদ জানাই।”

অন্য দিকে, রেনো তাদেহ 2022 Kwid গাড়িটি সম্প্রতি লঞ্চ হয়েছে ভারতের বাজারে, যার দাম ৪.৪৯ লক্ষ টাকা (এক্স-শোরুম)। গাড়িটি ০.৮ লিটার এবং ১ লিটার ইঞ্জিনের বিকল্পে উপলব্ধ। ম্যানুয়াল অথবা অটোমেটিক ট্রান্সমিশন বিকল্পে বেছে নেওয়া যায় এটি।