Mahesh Babu: কোটি টাকার বৈদ্যুতিক গাড়ি নিলেন মহেশ বাবু, দক্ষিণী ছবির সুপারস্টারের গ্যারাজে এল Audi e-tron

সেলিব্রিটিদের গ্যারেজে নতুন গাড়ি সংযোজনের খবর হামেশাই আমাদের চোখে পড়ে। তা সে অভিনেতাই হোক বা ক্রিকেটার, গাড়ির প্রতি আগ্রহ নেই, এমন ঘটনা বিরল। বিলাসবহুল গাড়ির…

সেলিব্রিটিদের গ্যারেজে নতুন গাড়ি সংযোজনের খবর হামেশাই আমাদের চোখে পড়ে। তা সে অভিনেতাই হোক বা ক্রিকেটার, গাড়ির প্রতি আগ্রহ নেই, এমন ঘটনা বিরল। বিলাসবহুল গাড়ির প্রতি দুর্বলতা রয়েছে এমন তারকার নাম বলে শেষ করা যাবে না। এবার তেলেগু চলচ্চিত্রের অতি জনপ্রিয় অভিনেতা মহেশ বাবু (Mahesh Babu) সম্প্রতি অডি ই-ট্রন (Audi e-tron) ইলেকট্রিক গাড়ি কিনেছেন বলে খবর পাওয়া গিয়েছে।

অডির ভারতীয় শাখার প্রধান বলবির সিং ধিলন তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে অভিনেতার সাথে গাড়িতে হাত দিয়ে দাঁড়ানো অবস্থার একটি ছবি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, “ভিতর এবং বাহির গতিশীল। ভবিষ্যৎ হল বৈদ্যুতিক, এবং আমরা অডিএক্সপেরিয়েন্সে স্বাগত জানাই মহেশকে।” ছবিতে দেখা যাচ্ছে কালো রঙের গাড়িতে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছেন মহেশ। সেখানে গাড়ির স্লিক হেডলাইট এবং চারটি রিংয়ের লোগো সহ সংস্থার সেই বিখ্যাত গ্রিলের ছবি দেখা যাচ্ছে।

উল্লেখ্য, গত বছর ভারতে ই-ট্রন ইলেকট্রিক এসইউভি লঞ্চ করেছিল জার্মান সংস্থা অডি। এর কিছুদিন পর গাড়িটির আরও পাওয়াফুল ভার্সন Audi e-tron GT এবং Audi e-tron RS GT বাজারে আনে তারা। অডি ই-ট্রনে আছে ইলেকট্রিক অল-হুইল ড্রাইভ। ৭১.২ কিলোওয়াট আওয়ার লিথিয়াম আয়ন ব্যাটারিটি ২৩০ কিলোওয়াট শক্তি এবং ৫৪০ এনএম টর্ক আউটপুট উৎপন্ন করতে সহায়তা করে। গাড়িটি ১০০ কিমি/ঘন্টা গতিবেগ তুলতে ৬.৮ সেকেন্ড সময় নেয়।সর্বোচ্চ গতিবেগ প্রতি ঘন্টায় ১৯০ কিমি। দাম ১.০১ কোটি থেকে শুরু।

প্রসঙ্গত, মহেশ বাবু হলেন দক্ষিণী ছবির সুপারস্টার অভিনেতা। ২৫টিরও বেশি ছবিতে কাজ করেছেন তিনি। অভিনয় জীবনে চারটি সাউথ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মুভি অ্যাওয়ার্ড, আটটি নন্দী অ্যাওয়ার্ড, পাঁচটি ফিল্মফেয়ার সাউথ অ্যাওয়ার্ড সহ একাধিক পুরস্কার পেয়েছেন তিনি।