iQOO Z6 5G: ১৫ হাজার টাকার কমে ভারতে আসছে দ্রুততম ৫জি ফোন

আইকো শীঘ্রই ভারতের বাজারে iQOO Z6 5G স্মার্টফোনটি লঞ্চ করতে চলেছে৷ ইতিমধ্যেই এই হ্যান্ডসেটের ল্যান্ডিং পেজটি আইকোর ভারতীয় শাখার ওয়েবসাইটে লাইভ হয়েছে। ল্যান্ডিং পেজটি থেকে iQOO Z6 5G-এর ব্যাক প্যানেলের ডিজাইনটি প্রকাশ্যে এসেছে। শুধু তাই নয়, এক জনপ্রিয় টিপস্টার এই আপকামিং আইকো ফোনের প্রধান স্পেসিফিকেশনগুলিও সামনে এনেছেন। আসুন তাহলে দেখে নেওয়া যাক iQOO Z6 5G- এর সম্পর্কে ঠিক কি কি নতুন তথ্য সামনে এল

iQOO Z6 5G-এর ডিজাইন

আইকো জেড৬ ৫জি-এর টিজারটি প্রকাশ করেছে যে, এই আসন্ন হ্যান্ডসেটের রিয়ার শেলটিতে একটি ট্রিপল ক্যামেরা ইউনিট দেওয়া হবে। ফোনটির একটি ল্যান্ডিং পেজ অ্যামাজন ইন্ডিয়াতেও লাইভ রয়েছে। তবে, এই তালিকাগুলিতে ডিভাইসের স্পেসিফিকেশন সম্পর্কে কোনও তথ্য সামনে আসেনি। সম্ভবত আইকো জেড৬ ৫জি ভারতে এই মাসের শেষের দিকে আত্মপ্রকাশ করবে।

আইকো জেড৬ ৫জি- এর সম্ভাব্য দাম ও স্পেসিফিকেশন (iQOO Z6 5G Expected Price and Specifications)

টিপস্টার মুকুল শর্মা টুইট করে আইকো জেড৬ ৫জি- এর প্রধান স্পেসিফিকেশনগুলি সামনে এনেছেন। তিনি দাবি করেছেন যে, আইকো জেড৬ ৫জি ভারতের সবচেয়ে দ্রুততম ৫জি স্মার্টফোন হবে, এটির দাম প্রায় ১৫,০০০ টাকার কাছাকাছি রাখা হবে। এই ফোনের স্ক্রিনটি ফুল এইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ চিপসেট দ্বারা চালিত হবে এবং এতে ৮ জিবি র‍্যাম এবং ৪ জিবি এক্সটেন্ডেড র‍্যাম ২.০ সাপোর্ট পাওয়া যাবে। হিট ডিসিপেশনের জন্য, আইকো জেড৬ ৫জি-তে একটি ৫-স্তরের লিকুইড কুলিং সিস্টেম উপস্থিত থাকবে।

প্রসঙ্গত, গত মাসে আরেক টিপস্টার পারস গুগলানি প্রকাশ করেছেন যে, I2127 মডেল নম্বর সহ একটি আইকো ফোন ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) কর্তৃপক্ষ এবং আইএমইআই (IMEI) ডেটাবেসে তালিকাভুক্ত হয়েছে, এটি iQOO Z6 5G হিসাবে আত্মপ্রকাশ করবে বলেই মনে করা হচ্ছে৷ তিনি প্রকাশ করেছেন, এই হ্যান্ডসেটটি ৬.৫৮ ইঞ্চির ডিসপ্লে সহ আসবে এবং এটি ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ- এই দুটি ভ্যারিয়েন্টে ভারতে বাজারে পা রাখতে পারে। এছাড়া, এই আইকো স্মার্টফোনটি কালো, নীলের মতো রঙের বিকল্পে আসতে পারে।

উল্লেখ্য, আইকোর সাব-ব্র্যান্ড ভিভো গত মাসে ভারতে তাদের Vivo T1 5G মডেলটি লঞ্চ করে। এই হ্যান্ডসেটটি চীন-এক্সক্লুসিভ iQOO U5-এর মতোই স্পেসিফিকেশন নিয়ে বাজারে এসেছিল। তবে দুটি ফোন শুধুমাত্র সেলফি ক্যামেরা বিভাগে ভিন্ন ছিল। Vivo T1 5জি-এ একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে, যেখানে iQOO U5-এ ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বর্তমান। মনে করা হচ্ছে ভারতের বাজারে iQOO Z6 5G মডেলটি iQOO U5 রিব্র্যান্ডেড সংস্করণ হিসাবে আত্মপ্রকাশ করতে পারে।