Ola Concert Mode: গানের তালে নাচবে আলো, স্কুটারে কনসার্ট মোড আনছে ওলা, দেখুন ভিডিয়ো

টু-হুইলারেও যে একটি লাক্সারি গাড়ির ফিচার মিলতে পারে, সেই দিশা সমগ্র বিশ্ববাসীকে প্রথম দেখিয়েছিল ভারতের বৈদ্যুতিক স্কুটার স্টার্টআপ ওলা ইলেকট্রিক (Ola Electric)। সর্বাধুনিক প্রযুক্তি দ্বারা সজ্জিত তাদের S1 Pro, S1, S1 Air। ইতিমধ্যেই ই-স্কুটারে MoveOS 3 সফটওয়্যার আপডেট দিয়েছে ওলা। যার ফলে তাদের স্কুটারে হিল হোল্ড অ্যাসিস্ট, রিজেনারেটিভ ব্রেকিং, স্টপ অ্যান্ড গো, পার্টি মোডের মতো জরুরী ফিচারগুলি উপলব্ধ হয়েছে। এর রেশ কাটতে না কাটতেই ক্রেতাদের উদ্দীপনায় নতুন করে নাড়া দিল ওলা। বেঙ্গালুরুর কোম্পানিটি এবার MoveOS 4 আপডেট রোলআউটের কথা জানিয়েছে। যাতে বিশেষত্ব হিসেবে রয়েছে পার্টি মোডের অত্যাধুনিক সংস্করণ। সংস্থার তরফে ফিচারটির নামকরণ করা হয়েছে – কনসার্ট মোড (Concert Mode)।

Ola-র কনসার্ট মোড কেমন হবে

প্রশ্ন জাগতে পারে কনসার্ট মোডের কাজ কী? এই প্রসঙ্গে জানিয়ে রাখি, এটি হল MoveOS 3-এর মাধ্যমে দেওয়া পার্টি মোডের আপডেটেড ভার্সন। যা সক্রিয় করলে, কনসোলে বাজানো গানের তালে তালে নাচবে হেডল্যাম্প সহ স্কুটারের সমস্ত লাইট। এক কথায়, ব্যবহারকারীর মেজাজ খুশ করার জন্য একদম চমকপ্রদ উপায়।

ওলা ইলেকট্রিকের তরফে তাদের কনসার্ট মোড কেমন হবে তা দেখানোর জন্য টুইটারে একটি টিজার ভিডিও প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা গিয়েছে অসংখ্য S1 Pro মডেল সারিবদ্ধভাবে রয়েছে। উপর থেকে দেখলে মনে হবে গোলাকৃতি আলোর রোশনাই। আর প্রতিটি স্কুটারেই গান বাজছে, আর তার তালে তালে নাচছে সমস্ত লাইট। ভিডিওর সাথে ওলার সিইও ভাবিশ আগরওয়াল টুইটারে লিখেছেন, “পার্টি মোডের পর এবার কনসার্ট মোড! শীঘ্রই আসছে।

Ola-র MoveOS 4 কবে লঞ্চ হবে

যসংস্থার তরফে যদিও MoveOS 4 লঞ্চের সময়কাল সম্পর্কে এখনও কিছু খোলসা করা হয়নি। প্রসঙ্গত, গত বছর অক্টোবরে ওলা তাদের স্কুটারে পার্টি মোড ফিচার যোগ করেছিল। বৈদ্যুতিক মডেলের যা একেবারেই নতুন। এই জাতীয় বৈশিষ্ট্য সাধারণত বিশ্বের প্রথম সারির বৈদ্যুতিক গাড়িতে দেখা যায়। যেমন Tesla-র বিভিন্ন মডেলে রয়েছে এই ফিচার।

এদিকে কনসার্ট মোড ছাড়াও ওলার লেটেস্ট সফটওয়্যার আপডেটে আরও অন্যান্য ফিচার থাকবে বলেও আশা করা হচ্ছে। যার মধ্যে একটি হতে পারে ওলার নিজস্ব নেভিগেশন ম্যাপ। সম্প্রতি সংস্থাটিকে যার পরীক্ষা করতে দেখা গিয়েছিল। MoveOS 4 হতে চলেছে সংস্থার চতুর্থ ওভার দ্য এয়ার আপডেট। MoveOS 3 গত বছর আগস্টে লঞ্চ হয়েছিল। এবার বাকি থেকে যাওয়া বৈশিষ্ট্যগুলির ঘাটতি মেটাতে চলেছে ওলা।