Road Safety Signs: গাড়ি চালাচ্ছেন? বিপদ এড়াতে রাস্তার পাশে থাকা এই চিহ্নগুলির অর্থ জেনে নিন

বড় রাস্তা দিয়ে চলার সময় প্রায়শই নানাবিধ চিহ্ন আমাদের চোখে পড়ে। হয়তো সব সময় সেইসব ইঙ্গিতপূর্ণ চিহ্নের মানে আমরা বুঝে উঠতে পারি না। গাড়িতেই সফর করুন অথবা পথযাত্রী হোন না কেন, এই সংকেতগুলি কিন্তু সকলের জন্যই বিশেষ তাৎপর্যপূর্ণ। অসাবধানতাবশত যা লঙ্ঘন করা আইনত অপরাধ। তার চাইতেও বড় কথা যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে বড় দুর্ঘটনা। তাই রাস্তায় চলতে গেলে এই বিশেষ চিহ্নগুলির মানে জেনে নেওয়া অতি জরুরী।

থামুন (Stop)

রাস্তায় চলতে চলতে থামাও ভীষণভাবে জরুরী। বিশেষত ট্রাফিক সিগনালের রঙ যখন রক্তবর্ণ লাল। সিগনাল ‘রেড’ থাকা সত্ত্বেও যদি না থামেন, সে ক্ষেত্রে বলাই বাহুল্য যে যে কোনো মুহূর্তে বিপদ ঘটবেই। এতে আপনার যেরকম ক্ষতি হতে পারে, তেমন আপনার দ্বারা একজন পথচারীর বিপদও হতে পারে।

গতি সীমা (Speed Limit)

রাস্তায় চলতে চলতে হঠাৎ ‘স্পিড লিমিট’-এর সাথে কিছু সংখ্যা যেমন ২৫, ৫০, ৬০ লেখা হোর্ডিং চোখে পড়ে। এর মানে অনেকেরই অজানা। আসলে এই সংখ্যাগুলি গাড়ির চালকের উদ্দেশ্যে লেখা। এর মানে হোর্ডিংয়ে যেই সংখ্যাটি লেখা রয়েছে, গাড়ির সর্বোচ্চ গতিবেগ তার বেশি হওয়া চলবে না। সে ক্ষেত্রে একদিকে যেমন আইনের খপ্পরে পড়তে হতে পারে, আবার বড়সড় বিপদও ঘটতে পারে। তাই গাড়ি চালানোর সময় এই স্পিড লিমিট অনুযায়ী নিজের গাড়ির গতিবেগ বজায় রাখুন।

পদযাত্রীদের রাস্তা পার হওয়ার পথ (Pedestrian Crossing)

রাস্তায় পথচারীদের নিরাপত্তা বিশেষভাবে দেখা হয়। আর সে কারণেই ফুটপাত, ওভার ব্রিজ, সাবওয়ে বা ভূগর্ভস্থ পথ, জেব্রা ক্রসিংয়ের আবির্ভাব। তাই রাস্তায় পাশে সিগনালে ‘একটি মানুষ হেঁটে যাচ্ছেন’ এরকম চিহ্ন থাকলে সেখানে অবশ্যই গাড়ির গতিবেগ কমানো অথবা প্রয়োজনে দাঁড়িয়ে যাওয়াটাই যুক্তিযুক্ত। আবার ট্রাফিক সিগনালে গাড়ি দাঁড় করালে জেব্রা ক্রসিংয়ের আগেই থামুন, এতে একজন পথচারী সুষ্ঠুভাবে রাস্তা পারাপার করতে পারবেন।

কাজ চলছে (Men at Work)

যদি হোর্ডিংয়ে ‘একজন লাঠি হাতে কাজ করছেন’ এমন চিহ্ন থাকে, তবে বুঝবেন সামনে কোথাও রাস্তায় কাজ চলছে। তাই নিজের সুরক্ষার জন্য উচিত কাজ হবে গাড়ি ঘুরিয়ে অন্য রাস্তা দিয়ে যাওয়া।

সম্মুখে বিদ্যালয় (School Ahead)

রাস্তার পাশে বিদ্যালয় থাকলে ‘স্কুল অ্যাহেড’ বা সম্মুখে বিদ্যালয় চিহ্নটি রাস্তার পাশে দেওয়া হয়ে থাকে। পড়ুয়াদের সুরক্ষার্থে এই পদক্ষেপ। তাই বিদ্যালয়ের সামনে দিয়ে ধীর গতিতে গাড়ি চালানো উচিত। নয়তো প্রাণহানি পর্যন্ত ঘটতে পারে।

ডান/বাঁ দিকে বাঁক রয়েছে (Left/Right Hand Curve)

ডান দিকে অথবা বাঁ দিকে বাঁকানো কোন তীর চিহ্ন বোঝায় রাস্তাটি ওই চিহ্নের সাপেক্ষে বেঁকেছে। অর্থাৎ ডান দিকে বাঁকানো থাকলে রাস্তাটি ডানে এবং বাঁদিকে নির্দেশ করলে বাঁয়ে বেঁকেছে। তাই এক্ষেত্রে গাড়ির গতিবেগ কমিয়ে সাবধানতার সাথে মোড় ঘোরা উচিত। না হলে যে কোনো মুহূর্তে বড়সড় অঘটন ঘটে যেতে পারে।

Subhadip Dasgupta

Recent Posts

Garena Free Fire Redeem Codes for August 25 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স গেমের রিডিম কোড দেখুন

আপনি যদি Garena Free Fire-এর নিয়মিত প্লেয়ার হন, তাহলে ফ্রি ফায়ার ডায়মন্ডের গুরুত্ব নিশ্চয়ই জানেন।…

3 hours ago

Honor Magic V3: এত হালকা ও পাতলা ফোল্ডেবল ফোন‌ দেখেননি, তাসের ইমারতও ভেঙে পড়ছে না

অনার এর ফোল্ডেবল ফোন Honor Magic V3 বিশ্বব্যাপী লঞ্চের আগে বিশ্ব রেকর্ড করল। আসন্ন আইএফএ…

3 hours ago

লঞ্চের পর এই প্রথম এত কমে iPhone 14 Plus ও iPhone 15 Plus, পুরো 29000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট

আগামী মাসে লঞ্চ হতে চলেছে iPhone 16। ব্লুমবার্গের এক রিপোর্টে বলা হয়েছে, আসন্ন আইফোন সিরিজের…

5 hours ago

180 দিন পর্যন্ত নিশ্চিন্ত, Jio ও Vi এর এই প্ল্যানে পাওয়া যাচ্ছে 30 জিবি পর্যন্ত ফ্রি ডেটা

টেলিকম সংস্থাগুলি গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের প্রিপেড প্ল্যান অফার করে। তাই যদি আপনি বেশি ডেটা…

5 hours ago

Samsung Galaxy S24 FE লঞ্চ হতে বেশি দেরি নেই, কেমন ফিচার্স থাকবে এই ফোনে

Samsung Galaxy S24 FE ইতিমধ্যেই বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছে, যা ইঙ্গিত করছে এই আপকামিং…

6 hours ago

Suryakumar Yadav : KKR-এর অধিনায়ক হয়ে ফিরে আসছেন সূর্যকুমার, শ্রেয়াসের কি হবে?

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সূর্যকুমার যাদব গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তিনি এই টুর্নামেন্টে…

6 hours ago