মাত্র ১২০ জন কিনতে পারবেন, বিক্রি শুরু হল Royal Enfield 650 Twins 120th Year Anniversary Edition-এর

সম্প্রতি শেষ হওয়া EICMA 2021 আন্তর্জাতিক ইভেন্টে Royal Enfield 650 Twins 120th Year Anniversary Edition-এর একজোড়া মডেলের মোটরসাইকেল প্রদর্শিত হয়েছে। সংস্থার প্রথম Interceptor 650 ও Continental GT 650 বাইক দুটির ১২০ বছর পূর্তি উপলক্ষ্যে এর লিমিটেড এডিশন মডেল এনেছে রয়্যাল এনফিল্ড। এদিকে লিমিটেড এডিশন হওয়ার জেরে Royal Enfield 650 Twins 120th Year Anniversary Edition-এর মাত্র ৪৮০ ইউনিট তৈরি করা হবে বলে জানিয়েছে সংস্থাটি। এর মধ্যে Interceptor 650 ও Continental GT 650-এর ৬০টি করে মোট ১২০টি মডেল মিলবে ভারতে। ৬ ডিসেম্বর অর্থাৎ আজ থেকেই এর বিক্রি শুরু করেছে Royal Enfield। আসুন লিমিটেড এডিশন বাইক দুটির দাম জেনে নেওয়া যাক।

Royal Enfield 650 Twins Anniversary Edition : দাম

আজ থেকে অনলাইনে কেনা যাবে রয়্যাল এনফিল্ড ৬৫০ টুইন্স অ্যানিভার্সারি এডিশনের একজোড়া বাইক। যদিও নাম নথিভুক্তকরণের প্রক্রিয়া কিছুদিন আগে থেকেই শুরু হয়েছিল। ভারতের বাজারে ইন্টারসেপ্টর ৬৫০ (Interceptor 650) ও আরই কন্টিনেন্টাল জিটি ৬৫০ (RE Continental GT 650) অ্যানিভার্সারি এডিশন মডেল দুটির দাম যথাক্রমে ৪.৫ লাখ টাকা ও ৪.৮ লাখ টাকা। উল্লেখ্য, এ দুটোই চেন্নাইয়ের অন-রোড প্রাইস।

এই দামের মধ্যেই উল্লিখিত মডেল দুটির জেনুইন আরই ব্ল্যাক্ড-আউট কিট (RE blacked-out kit) বাবদ ধার্য রয়েছে যথাক্রমে ১৮.৫ হাজার টাকা ও ১৯.৫ হাজার টাকা। আবার কিছু অর্থের বিনিময়ে ওয়ারেন্টি এক্সটেন্ড করার ব্যবস্থাও রয়েছে। সে ক্ষেত্রে ৩ বছরের ওয়ারেন্টির সাথে আসা বাইকটিতে আরো ৪.৭ হাজার টাকা দিলে মিলবে অতিরিক্ত ২ বছরের ওয়ারেন্টি।

প্রসঙ্গত, Interceptor 750 এবং Continental GT 250-এর থেকে অনুপ্রাণিত হয়েই Royal Enfield 650 Twins Anniversary Edition-টি তৈরি করা হয়েছে। ১২০ বছর পূর্তি উপলক্ষ্যে নতুন বাইক দুটি হ্যান্ড পেইন্টেড পিনস্ট্রিপস দ্বারা শোভিত করা হয়েছে। ৬৫০ মডেলের বাইক দুটি সংস্থার পোর্টফোলিওকে আরো জোরদার করেছে। বিক্রি শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই এর সবকটি মডেল রিজার্ভড হয়ে যাবে বলেই অনুমান করা হচ্ছে।