আরও সস্তায় আসছে 5G ফোন OnePlus Nord Lite, থাকবে স্ন্যাপড্রাগন ৬৯০ প্রসেসর

আগামী ২১ জুলাই ভারতে লঞ্চ হবে OnePlus Nord। কোম্পানি এই প্রথম শাওমি, রিয়েলমিদের মিড রেঞ্জ ফোনকে টেক্কা দিতে সস্তায় ফোন আনছে। ইতিমধ্যেই জানা গেছে এই ফোনটি ৫জি কানেক্টিভিটির সাথে আসবে, যেখানে স্ন্যাপড্রাগন ৭৬৫জি প্রসেসর ব্যবহার করা হবে। তবে আপনি যদি মনে করেন ওয়ানপ্লাস এই একটিই কম দামে ফোন বাজারে আনছে, তাহলে আপনি ভুল। কারণ ওয়ানপ্লাস নোর্ড এর থেকেও আরও একটি সস্তা ফোন কোম্পানি শীঘ্রই লঞ্চ করতে পারে। যার নাম হতে পারে OnePlus Nord Lite ।

সদ্য ওয়ানপ্লাস এর একটি ফোনকে বেঞ্চমার্ক ওয়েবসাইট, গিকবেঞ্চে দেখা গেছে। গিকবেঞ্চে এই ফোনের মডেল নম্বর ‘OnePlus BE2028’ । মনে করা হচ্ছে এই ফোনটি ওয়ানপ্লাস নোর্ড এর লাইট ভার্সন হবে। যদিও এই ফোনের নাম গিকবেঞ্চে লেখা ছিল ছিলনা। এমনকি কোম্পানির তরফেও এই ফোনটি সম্পর্কে কিছু জানানো হয়নি।

গিকবেঞ্চে এই ফোনটিকে ৬ জিবি র‌্যামের সাথে দেখা গেছে। আবার স্ন্যাপড্রাগন ৬৯০ প্রসেসর দেওয়া হয়েছে। গ্রাফিক্সের জন্য এতে আছে এড্রেনো ৬৯০ জিপিইউ। আবার এই ফোনটি অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমে চলবে। স্পেসিফিকেশন দেখে মনে করা হচ্ছে এই ফোনের দাম ২০,০০০ টাকার কাছাকাছি থাকবে।

আপনাকে জানিয়ে রাখি গতমাসেই কোয়ালকম তাদের 5G প্রসেসর স্ন্যাপড্রাগন ৬৯০ লঞ্চ করেছিল। এটি একটি অক্টাকোর প্রসেসর যা স্যামসাংয়ের ৮ ন্যানোমিটার টেকনোলজিতে তৈরি। স্ন্যাপড্রাগন ৬ সিরিজের স্ন্যাপড্রাগণ ৬৯০ হল প্রথম প্রসেসর যেখানে ৫জি কোয়ালকম এআই ইঞ্জিন, হেকসাগণ টেন্সন এক্সেলেরেটর, ৪কে এইচডিআর ভিডিও ক্যাপচার এবং কোয়ালকম ফাস্ট কানেক্ট ফিচার সাপোর্ট করবে।