Royal Enfield এর নতুন 650cc Scrambler বাইক এই প্রথম রাস্তায় নামল, লঞ্চ কবে?

বর্তমানে ভারতের আইকনিক ক্রুজার বাইক নির্মাতা রয়্যাল এনফিল্ড (Royal Enfield)-এর হাতে রয়েছে একাধিক প্রকল্প। ৬৫০, ৪৫০, ৩৫০ সিসির হরেক বাইক নিয়ে পরীক্ষা চালাচ্ছে তারা। যেগুলি বিশেষত ক্রুজার মডেল প্রধান। তবে এবারে সংস্থার একটি ৬৫০ সিসির বাইকের ছবি ফাঁস হয়েছে অনলাইনে। যেখানে একটি ৬৫০ সিসির স্ক্র্যাম্বলার মডেলকে দেখা গিয়েছে। অর্থাৎ Royal Enfield Bullet 350 ও Shotgun 650-এর পর তৃতীয় তম লঞ্চ হিসেবে এটি বাজারে আনা হতে পারে বলে অনুমান করা হচ্ছে। বাইকটিকে বিদেশের মাটিতে স্পট করায় মনে করা হচ্ছে এটি বিশ্ববাজারেও হাজির করা হবে।

নতুন Royal Enfield 650 Scrambler বিস্তারিত তথ্য

স্পট হওয়া স্ক্র্যাম্বলার বাইকটিতে একটির মধ্যে দুটি এগজস্ট পাইপ, অয়্যার স্পোক এবং একটি ফ্ল্যাট বেঞ্চ স্টাইলের সিট নজরে পড়েছে। সাদামাটা ডিজাইনের স্ক্র্যাম্বলার মডেলে রয়েছে গোলাকৃতি হেডলাইট, বৃহৎ ফ্রন্ট হুইল এবং ডার্ট ট্র্যাকার স্টাইল ‘রেস প্লেট’ সাইট প্যানেল। এতে রয়্যাল এনফিল্ডের অন্যান্য ৬৫০ সিসি মডেলের প্যারালাল টুইন ইঞ্জিন ব্যবহার করা হতে পারে। যদিও কারিগরি ক্ষেত্রে অনেকটাই পার্থক্য থাকবে। মাফলার ডিজাইন সহ এটি সংস্থার প্রথম একটির মধ্যে দুটি এগজস্ট পাইপ বিশিষ্ট মডেল হতে চলেছে।

ফিচারের তালিকায় থাকতে পারে একটি ইউএসডি ফর্ক এবং টুইন শক অ্যাবসর্বার। কিন্তু এতে পিগিব্যাক রিজার্ভারের দেখা মেলেনি। অয়্যার স্পোক যুক্ত বাইকটির সামনের চাকা পেছনের তুলনায় সামান্য আকারে বড় মনে হয়েছে। সামনে ও পেছনে থাকতে পারে যথাক্রমে ১৯ ও ১৭ ইঞ্চি টায়ার। আবার টেলল্যাম্প এবং ইন্ডিকেটর সংস্থার বিদ্যমান মডেল থেকে ধার করা হয়েছে।

এদিকে ফুয়েল ট্যাঙ্কটি সরাসরি Interceptor 650 থেকে নেওয়া। আবার 650 Twins-এর ব্রেক এতে ব্যবহার করা‌ হয়েছে। সামনে ও পেছনে সিঙ্গেল ডিস্কের দেখা মিলেছে। আসন্ন স্ক্র্যাম্বলার মডেলটি একটি ৬৪৮ সিসি এয়ার ও অয়েল কুল্ড ২৭০ ডিগ্রী প্যারালাল টুইন ইঞ্জিনে ছুটবে। যা থেকে ৪৭ এইচপি শক্তি এবং ৫২ এনএম টর্ক উৎপন্ন হবে।

নতুন Royal Enfield 650 Scrambler লঞ্চের সময় এবং দাম

নভেম্বরে আসন্ন EICMA শো-তে স্ক্র্যাম্বলার ভাইটি প্রদর্শন করতে পারে রয়্যাল এনফিল্ড। এটি না হলেও সংস্থাটি কোনো একটি নতুন মডেল যে হাজির করতে চলেছে, তা একপ্রকার‌ নিশ্চিতভাবেই বলা যায়। তবে স্ক্র্যাম্বলার মডেলটির যেহেতু এই প্রথমবার দর্শন পাওয়া গিয়েছে, তাই এর লঞ্চ এখনও বেশ দেরি আছে বলেই মনে করা হচ্ছে। দামের বিষয়ে এখনই কোনো ধারণা দেওয়া সম্ভব নয়। এদিকে সংস্থাটি শীঘ্রই তাদের Shotgun 650 ও Bullet 350 হাজির করতে পারে।

Subhadip Dasgupta

Recent Posts

Electric Bike: এক চার্জে চলবে 250 কিমি, লঞ্চ হল দেশীয় প্রযুক্তির ইলেকট্রিক স্পোর্টস বাইক Prana 2.0

2021 সালে তামিলনাড়ুর সংস্থা Srivaru Motors তাদের প্রথম ইলেকট্রিক মোটরসাইকেল লঞ্চ করে সাড়া ফেলে দিয়েছিল।…

24 mins ago

Vivo Y300 Pro: এই প্রথম ভিভোর ফোনে 6500mah ব্যাটারি, সঙ্গে স্পেশাল ফিচার্স

Vivo Y300 Pro ফোনটি খুব তাড়াতাড়ি বাজারে পা রাখতে চলেছে। ইতিমধ্যেই ফোনটির বিষয়ে নানা তথ্য…

33 mins ago

Shikhar Dhawan Retirement: সমাপ্তি ঘটলো এক সোনালী অধ্যায়ের, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা শিখর ধাওয়ানের

Shikhar Dhawan Retirement: সমাপ্তি ঘটলো এক সোনালী অধ্যায়ের, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা শিখর ধাওয়ানের

49 mins ago

Samsung এর এই ডিভাইস কেনার আগে দুবার ভাবুন, ব্যাটারি নষ্ট হলেও সরাই হবে না

Samsung একের পর এক নতুন নতুন প্রোডাক্ট বাজারে আনছে। সম্প্রতি সংস্থাটি Samsung Galaxy Ring নামে…

53 mins ago

Best smartphone under 20000: 20 হাজার টাকার মধ্যে ভালো ফোন 2024 লিস্ট

গত কয়েক বছরে স্মার্টফোনে অভূতপূর্ব বদল এসেছে। কারণ, স্মার্টফোনে একসময় সাধারণ এলসিডি স্ক্রিন, বেসিক ক্যামেরা…

1 hour ago

লঞ্চের দোরগোড়ায় পৌঁছে গেল Samsung Galaxy G Fold 6 Slim

Samsung Galaxy Z Fold 6 Slim ফোনটিকে বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে স্যামসাং। তবে তার আগেই…

2 hours ago