BMW Motorrad-কে টেক্কা দিল Royal Enfield, এখন UK-র বেস্ট সেলিং মোটরসাইকেল Meteor 350

অনেক বছর আগেই এদেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশের মাটিতে ছড়িয়ে পড়েছে রয়্যাল এনফিল্ড এর সুনাম। আর এবার সম্প্রতি প্রকাশ পেয়েছে চেন্নাই কেন্দ্রিক এই ঐতিহ্যবাহী বাইক নির্মাতার…

অনেক বছর আগেই এদেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশের মাটিতে ছড়িয়ে পড়েছে রয়্যাল এনফিল্ড এর সুনাম। আর এবার সম্প্রতি প্রকাশ পেয়েছে চেন্নাই কেন্দ্রিক এই ঐতিহ্যবাহী বাইক নির্মাতার ইংল্যান্ডের বুকে ব্যবসার খতিয়ান। রিপোর্ট অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত সেই দেশে রয়্যাল এনফিল্ড মিটিওর ৩৫০ এর মোট ১,১৩৫ ইউনিট বিক্রি করা গেছে।

এই তথ্য অনুযায়ী ইংল্যান্ডের মাটিতে BMW R 1250GS এর থেকেও অধিক গ্রাহক সংখ্যা লাভ করেছে মিটিওর। যার সুবাদে এই মুহূর্তে অ্যাডভেঞ্চার ট্যুরার সেগমেন্টে বেস্ট সেলিং হিসাবে গণ্য হয়েছে এই মিডিওর। এমনকি সেখানে ১২৫ সিসির উপরে সবচেয়ে বেশি বিক্রি হওয়া মডেল এটি। প্রসঙ্গত, ২০২০ সালে রয়্যাল এনফিল্ড থান্ডারবার্ড ৩৫০ এর উত্তরসূরি হিসাবে যাত্রা শুরু করে মেটিওর ৩৫০। তবে বিগত দিনেও ইউনাইটেড কিংডমের মাটিতে রয়্যাল এনফিল্ড ইন্টারসেপ্টর ৬৫০ বেস্ট সেলিং মোটর বাইকের তকমা পেয়েছে।

রয়্যাল এনফিল্ড মিটিওর ৩৫০ আদতে নির্মাতার নতুন J প্ল্যাটফর্ম এর উপর নির্মিত ক্রুজার মোটরসাইকেল। কাঠিন্যতা প্রদান করার জন্য এখানে ডবল ক্রেডেল ফ্রেম ব্যবহার করা হয়েছে। বাইকটির চলার শক্তি যোগায় ৩৪৯ সিসির এয়ার কুল্ড, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। এই ইঞ্জিনটি সর্বাধিক ৬,১০০ আরপিএম গতিতে ২০.৪৮ পিএস ক্ষমতা ও ৪,০০০ আরপিএম গতিতে সর্বোচ্চ ২৭ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। সাথে রয়েছে পাঁচ ধাপ যুক্ত গিয়ার বক্স ও স্লিপার ক্লাচ।

বর্তমানে আমাদের দেশে মিটিওর ৩৫০ এর এক্স শোরুম মূল্য শুরু হচ্ছে ২.০১ লাখ থেকে। টপ ভ্যারিয়েন্ট এর মূল্য ২.১৯ লাখ। বাইকটির প্রধান প্রতিদ্বন্দ্বীদের মধ্যে রয়েছে Jawa 42.1, Benelli Imperiale 400 ও Honda H ‘ness CB 350।

প্রসঙ্গত সম্প্রতি ভারতে আত্মপ্রকাশ করেছে রয়্যাল এনফিল্ডের সবচেয়ে কম মূল্যের বাইক হান্টার ৩৫০। খানিকটা হালকা ওজনের আধুনিক বৈশিষ্ট্য সম্পন্ন এই বাইকটি দেশের যুব সম্প্রদায়কে প্রবলভাবে আকর্ষণ করবে বলে সংস্থার ধারণা। বাইকটির ওজন কম করার জন্য নানাবিধ ব্যবস্থা নিয়েছে রয়্যাল এনফিল্ড। তবে এই বাইকটিও মিটিওর ৩৫০ এর ন্যায় একই ইঞ্জিন ও প্লাটফর্ম এর উপর নির্মিত। উভয় দিকে রয়েছে ১৭ ইঞ্চির চাকা ও ডুয়েল চ্যানেল এবিএস।