দীপাবলিতে মাত্র 11,000 টাকায় বাড়ি নিয়ে আসুন নতুন Royal Enfield Classic 350

রোশনাইয়ের উৎসব দিওয়ালিতে মানুষের দু’চাকার গাড়ি কেনার হিরিক প্রতি বছর নজর কাড়ে। এ বছরের চিত্রটিও ভিন্ন নয়। তাই ভারতের ক্লাসিক বাইক নির্মাতা রয়্যাল এনফিল্ড (Royal…

রোশনাইয়ের উৎসব দিওয়ালিতে মানুষের দু’চাকার গাড়ি কেনার হিরিক প্রতি বছর নজর কাড়ে। এ বছরের চিত্রটিও ভিন্ন নয়। তাই ভারতের ক্লাসিক বাইক নির্মাতা রয়্যাল এনফিল্ড (Royal Enfield) তাদের বেস্ট সেলিং মডেল Classic 350-র উপর আকর্ষণীয় অফার দিচ্ছে। ১.৯০ লক্ষ থেকে দাম শুরু হওয়া Royal Enfield Classic 350 এখন মাত্র ১১,০০০ টাকা ডাউনপেমেন্ট করে বাড়ি আনা যাবে। এই সামান্য অর্থে বাইকটির মালিক হয়ে ওঠার নেপথ্যে রয়েছে লোভনীয় ফাইন্যান্সিং বিকল্প। বিস্তারিত জানতে প্রতিবেদনটির শেষ পর্যন্ত চোখ রাখুন।

একটি পোর্টাল থেকে পাওয়া তথ্য অনুযায়ী বর্তমানে ৬০, ৪৮ এবং ৬৮ মাসের মাসিক কিস্তিতে Royal Enfield Classic 350 কেনা যাচ্ছে। ৬০ মাসের ইএমআই চুক্তির ক্ষেত্রে গ্রাহকদের প্রতি মাসে ৪,৫৫৭ টাকা কিস্তি গুনতে হবে। ৬৮ মাসের ক্ষেত্রে ইএমআই দিতে ৫,৬৪১ টাকা। যেখানে ৩৬ মাসের ক্ষেত্রে কিস্তির পরিমাণ দাঁড়াবে ৬,৬৬৬ টাকা। এই প্রসঙ্গে বলে রাখা ভাল, সব ডিলারশিপে এই স্কিম উপলব্ধ নাও হতে পারে। তাই নিকটবর্তী শোরুমে যোগাযোগ করে আগে জেনে নেওয়া উচিৎ কাজ।

প্রসঙ্গত, Classic 350 হল দেশের সর্বাধিক বিক্রিত মোটরসাইকেলের মধ্যে একটি। গত মাসে রয়্যাল এনফিল্ডের বিক্রিত মোট ৮২,০৯৭টি বাইকের মধ্যে ২৭,৫৭১টি ছিল Classic 350। ফলে এটি স্পষ্ট যে এই টু-হুইলারটির প্রতি সাধারণ মানুষের ভালোবাসা কতখানি। দিওয়ালিতে যাতে এই বিক্রি আরও বাড়ানো যায় তাই চেন্নাইয়ের সংস্থাটি মোটরসাইকেলটির উপর এই বিশেষ অফার উপলব্ধ করা হয়েছে বলেই অনুমান।

গত বছরের সেপ্টেম্বরে ভারতের বাজারে হাজির হওয়া নতুন Royal Enfield Classic 350-তে রয়েছে নতুন J সিরিজের ৩৪৯ সিসি ইঞ্জিন। যা থেকে ২০.২ এঈচপি শক্তি এবং ২৭ এনএম টর্ক উৎপন্ন হয়। উপরন্তু এর চ্যাসিসটি হল টুইন ডাউনটিউব কনফিগারেশন যুক্ত। এর কার্ব ওয়েট ১৯৫ কেজি। নতুন মডেলটি আগের চাইতে আরও উন্নত পারফরম্যান্স দিচ্ছে। ফলে গ্রাহকের সংখ্যা ক্রমশই বেড়ে চলেছে। বাজারে এর প্রতিপক্ষ মডেলগুলির মধ্যে Jawa Standard, Honda Hness CB350 এবং Benelli Imperiale।