Royal Enfield Scram 411 Launched: রাস্তা যেমনই হোক, চলবে স্বাচ্ছন্দ্যে, হিমালয়ানের সস্তা ভার্সন নিয়ে এল রয়্যাল এনফিল্ড

আজ ১৫ মার্চ ভারতের বাজারে আনুষ্ঠানিক ভাবে লঞ্চ হল রয়্যাল এনফিল্ড স্ক্র্যাম ৪১১ (Royal Enfield Scram 411)৷ অ্যাডভেঞ্চার বাইক Royal Enfield Himalayan-কে ভিত করে রূপ দেওয়া হয়েছে বাইকটির। অর্থাৎ সহজ ভাষায় বললে দুর্গম পথে অ্যাডভেঞ্চার করার পাশাপাশি সুগম সড়ক পথেও নিজের খেল অতি স্বাচ্ছন্দ্যের সাথেই দেখাতে সক্ষম Royal Enfield Scram 411। অন-রোড বা অফ-রোড উভয় ক্ষেত্রেই স্ক্র্যাম ৪১১-এর বহুমুখীভাবে ব্যবহার করা যাবে‌৷
Royal Enfield Scram 411-এর দাম, স্পেসিফিকেশন, ও ফিচারগুলির সম্পর্কে জেনে নেওয়া যাক।

রয়্যাল এনফিল্ড স্ক্র্যাম ৪১১ ফিচার্স (Royal Enfield Scram 411 Features)

রয়্যাল এনফিল্ড স্ক্র্যাম ৪১১ তিনটি ভ্যারিয়েন্ট এবং সাতটি রঙের বিকল্পে চয়ন করা যাবে – ব্লেজিং ব্ল্যাক, স্কাইলাইন ব্লু, গ্রাফাইট ইয়েলো, গ্রাফাইট ব্লু, গ্রাফাইট রেড, হোয়াইট ফ্লেম এবং সিলভার স্পিরিট। তবে এখানে একটু টুইস্ট রেখেছে সংস্থা। এর বেস ভ্যারিয়েন্টটি মিলবে কেবল গ্রাফাইট ইয়েলো, গ্রাফাইট ব্লু, গ্রাফাইট রেড কালারের বিকল্পে। আবার বাইকটির মিড স্পেক ট্রিমটি ব্লেজিং ব্ল্যাক, স্কাইলাইন ব্লু রঙে বেছে নেওয়া যাবে। অন্যদিকে এর টপ-স্পেক মডেলটি হোয়াইট ফ্লেম এবং সিলভার স্পিরিট রঙে হাজির হয়েছে।

ফিচারের তালিকায় উপস্থিত অন্য ধরনের একটি অফসেট সিঙ্গেল পড, পার্ট-অ্যানালগ, পার্ট-ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল, নতুন হেডলাইট ন্যাকেল, ট্যাঙ্ক শ্রাউড। ট্রিপার নেভিগেশন পডটি বিকল্প হিসেবে বেছে নেওয়া যাবে, তার জন্য দিতে হবে অতিরিক্ত ৫,০০০ টাকা। হার্ডওয়্যারের প্রসঙ্গে বললে এতে দেখা মিলবে ১৫ লিটারের পেট্রল ট্যাঙ্ক, সিঙ্গেল পিস সিট, ছোট গ্র্যাবরেল, ১৯ ইঞ্চির ফ্রন্ট হুইল এবং ২০০ মিমি গ্রাউন্ড ক্লিয়ারেন্স।

রয়্যাল এনফিল্ড স্ক্র্যাম ৪১১ ইঞ্জিন (Royal Enfield Scram 411 Engine)

রয়্যাল এনফিল্ড স্ক্র্যাম হিমালয়ানের মতো ৪১১ সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল্ড ইঞ্জিন সহ এসেছে। যা থেকে ৬,৫০০ আরপিএম গতিতে ২৪.৩ বিএইচপি এবং ৪,২৫০ আরপিএম গতিতে ৩২ এনএম টর্ক পাওয়া যাবে। ইঞ্জিনটিকে যোগ্য সঙ্গত দিতে এতে উপস্থিত ৫-স্পিড কনস্ট্যান্ট মেস গিয়ার বক্স।

রয়্যাল এনফিল্ড স্ক্র্যাম ৪১১ দাম ও প্রতিদ্বন্দ্বী (Royal Enfield Scram 411 Price & Rival)

ভ্যারিয়েন্ট অনুযায়ী Royal Enfield Scram 411-র দাম ধার্য করা হয়েছে। যেমন এর বেস ভ্যারিয়েন্টটির মূল্য ২.০৩ লক্ষ টাকা (এক্স-শোরুম), মিড-স্পেক ট্রিমটির দাম ২.০৫ লক্ষ টাকা (এক্স-শোরুম) এবং টপ-স্পেক মডেলটির দর ২.০৮ লক্ষ টাকা (এক্স-শোরুম)। এর মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছে Yezdi Scrambler, যার বাজারমূল্য ২.০৫ লক্ষ টাকা (এক্স-শোরুম)।