Royal Enfield Hunter 350 লঞ্চ হতে এক সপ্তাহও বাকি নেই, তার আগেই সবচেয়ে সস্তা এই বাইকের সমস্ত স্পেসিফিকেশন ফাঁস

রয়্যাল এনফিল্ড (Royal Enfield)-এর আসন্ন রোডস্টার বাইক Hunter 350 এখন আলোচনার মধ্যমণি। ৭ আগস্ট এটি লঞ্চ হবে বলে ঘোষণা করা হয়েছে। Hunter সংস্থার সবচেয়ে কমদামী অর্থাৎ এন্ট্রি লেভেল মডেল হিসেবে আসতে চলেছে বলে জল্পনা শোনা যাচ্ছে। অনুমান, মোটরসাইকেলটির দাম ১.৪ লক্ষ টাকা থেকে শুরু হবে। সম্প্রতি রেট্রো স্টাইলের এই মোটরসাইকেল ডিলারশিপে শত শত বাইকের মাঝে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। এবারে Royal Enfield Hunter 350-এর স্পেসিফিকেশন এবং ফিচার্স ফাঁস হল। আসুন লঞ্চের আগে বাইকটির খুঁটিনাটি সম্পর্কে জেনে নেওয়া যাক।

Royal Enfield Hunter 350 ভ্যারিয়েন্ট, ফিচার্স

ইউটিউবার বুটেল গুরুর প্রকাশ করা তথ্য অনুযায়ী, ৩৫০ সিসির মোটরসাইকেলটি তিনটি ভ্যারিয়েন্টে বেছে নেওয়া যাবে – Hunter Retro, Hunter Metro ও Hunter Metro Rebel। রেট্রো ভ্যারিয়েন্টটি আবার দুটি রঙে আসবে – ফ্যাক্টারি ব্ল্যাক এবং ফ্যাক্টরি সিলভার। মেট্রো ট্রিমটি তিনটি রঙে মিলবে – ড্যাপার হোয়াইট ড্যাপার অ্যাশ এবং ড্যাপার গ্রে। অন্যদিকে টপ-স্পেক হান্টার মেট্রো রেবেল তিনটি রঙে কেনা যাবে – রেবেল ব্ল্যাক, রেবেল ব্লু এবং রেবেল রেড।

হার্ডওয়ার্ডের প্রসঙ্গে বললে Hunter 350-এর রট্রো ভ্যারিয়েন্টের সামনে ৩০০ মিমি ডিস্ক এবং পেছনে সিঙ্গেল চ্যানেল এবিএস ও ড্রাম ব্রেক থাকলে। ১০০/৮০ ও ১২০/৮০ সেকশন টায়ারে মোড়া ১৭ ইঞ্চি স্পোক হুইলে দৌড়বে এটি। ওজন ১৭৭ কেজি। অফিচারের তালিকায় থাকছে বাল্ব টেল ল্যাম্প, ডিম্বাকৃতি ইন্ডিকেটর, হ্যান্ডেল সুইচ, ওল্ড ক্লাসিক স্টাইল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, প্রভৃতি।

অন্য দিকে, Hunter Metro ট্রিমে ছূটবে ১১০/৭০ সেকশন ফ্রন্ট এবং  ১৪০/৭০ সেকশন রিয়ার টায়ারে মোড়া ১৭ ইঞ্চি অ্যালয় হুইলে ভর করে। এই মডেলটির ওজন ১৮১ কেজি। যা রেট্রো মডেলের চাইতে ৪ কেজি বেশি। সামনে ও পেছনে উপস্থিত যথাক্রমে ৩০০ মিমি ও ২৭০ মিমি ডিস্ক ব্রেক সহ ডুয়েল চ্যানেল এবিএস। এতে এলইডি টেল ল্যাম্প, গোলাকৃতি ইন্ডিকেটর, মিটিওডের মতো সুইচ গিয়ার এবং ইন্সট্রুমেন্ট ক্লাস্টারের দেখা মিলতে পারে। রয়্যাল এনফিল্ড হান্টারের মাটি থেকে সিটের উচ্চতা ৮০০ মিমি এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৫০ মিমি। এতে ১৩ লিটারের ফুয়েল ট্যাঙ্ক থাকছে। উল্লেখ্য, রয়্যাল এনফিল্ড হান্টার সংস্থার ক্ষুদ্রতম মডেল হিসাবে আসতে পারে।

Royal Enfield Hunter 350 স্পেসিফিকেশন

RE Hunter 350 একটি নতুন ডবল ক্র্যাডেল চাসিসের উপর ভিত্তি করে আসতে পারে। যা Meteor 350 -তেও দেখা যায়। এগিয়ে চলার শক্তি জোগাতে একটি ৩৪৯ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন সহ আসবে। যা Classic 350 -তেও ব্যবহার করা হয়েছে। ৫-স্পিড গিয়ারবক্স যুক্ত ৩৪৯ সিসি ইঞ্জিনটি থেকে ২০.২ বিএইচপি শক্তি এবং ২৭ এনএম টর্ক উৎপন্ন হবে।

হান্টার ৩৫০-এর ফাঁস হওয়া ছবিতে দেখা গিয়েছে একটি ছোট এবং নিচু সুইং আর্ম, ভিন্ন স্টাইলের ফুয়েল ট্যাঙ্ক এবং একটি সিঙ্গেল পিস সিট। মোটরসাইকেলটি টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং রিয়ার মোনোশক সহ আসবে। এছাড়া অ্যাক্সেসরিজ হিসাবে মধ্যে প্লাস্টিক সাইড বক্স, উইন্ড স্ক্রিন, পিলিয়ন ব্যাক রেস্ট, ইত্যাদি অফার করা হবে।

Subhadip Dasgupta

Recent Posts

Garena Free Fire Redeem Codes for August 24 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড থেকে জিতুন ডায়মন্ড

আপনি কি গারেনা ফ্রি ফায়ার-এর আজকের রিডিম কোড খোঁজ করেছেন? তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য।…

9 hours ago

Maharaja Trophy: মহারাজা ট্রফিতে ঘটলো বিরলতম ঘটনা, ৩ টি সুপার ওভারের পর বেরোলো ম্যাচের ফলাফল

বর্তমানে মহারাজা ট্রফি টি-টোয়েন্টি টুর্নামেন্ট চলছে কর্ণাটকে। শুক্রবার বেঙ্গালুরু ব্লাস্টার্স ও হুবলি টাইগার্সের অনুষ্ঠিত হয়েছিল…

9 hours ago

4000 টাকা দাম কমলো 1 কোটির বেশি বিক্রি হওয়া Redmi 5G ফোন, রয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা

রেডমির নোট সিরিজের স্মার্টফোন বাজারে বেশ জনপ্রিয়। এমন পরিস্থিতিতে আপনি যদি বাজেট সেগমেন্টে ভালো ক্যামেরা,…

10 hours ago

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

12 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

12 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

13 hours ago