বাজারে এল Royal Enfield Interceptor 650 ও Continental GT650 এর ২০২১ ভার্সন, দাম জানুন

Royal Enfield Interceptor 650 ও Continental GT650 এর নতুন মডেল (2021 ভার্সন) আজ ভারতে লঞ্চ হয়ে গেল। লঞ্চের আগেই অবশ্য বাইকদুটি কী কী কালার অপশনে…

Royal Enfield Interceptor 650 ও Continental GT650 এর নতুন মডেল (2021 ভার্সন) আজ ভারতে লঞ্চ হয়ে গেল। লঞ্চের আগেই অবশ্য বাইকদুটি কী কী কালার অপশনে আসবে তা ফাঁস হয়ে গিয়েছিল। ভারতে ৬৫০ সিসি-র অন্যতম অন্যতম সেরা এই মোটরসাইকেলদুটির 2021 ভার্সনের দাম যথাক্রমে ২.৫৯ লক্ষ ও ২.৭৫ লক্ষ টাকা (এক্স-শোরুম, কর্ণাটক) থেকে শুরু হচ্ছে। ইচ্ছুক ক্রেতারা আজ থেকেই রয়্যাল এনফিল্ড ইন্টারসেপ্টর ৬৫০ ও কন্টিনেন্টাল জিটি৬৫০ বাইক দুটি বুকিং করতে পারবেন।

2021 Royal Enfield Interceptor 650 ও Continental GT650 কালার অপশন

রয়্যাল এনফিল্ড ইন্টারসেপ্টর ৬৫০ এর ২০২১ ভার্সন দুটি নতুন সিঙ্গেল -টোন পেইন্ট অপশন- ক্যানিয়ন রেড (Canyon Red) ও ভেন্টুরা ব্লু (Ventura Blue) থাকার পাশাপাশি ডাউনটাউন ড্রাগ (Downtown Drug) ও সানসেট স্ট্রিপ (Sunset Strip) ডুয়াল-টোন পেইন্ট অপশনে উপলব্ধ হবে।

2021-03-22-17-02-15
2021 Royal Enfield Continental GT650

পূর্ববর্তী মডেলের অরেঞ্জ ক্রাশ ও বেকার এক্সপ্রেস কালার দুটি নতুন মডেলে রাখা হলেও, মার্ক থ্রি (Mark Three), রাভিশিং রেড (Ravishing Red), এবং সিলভার স্পেক্টার (Silver Spectre) কালার অপশন নতুন মডেলে পাওয়া যাবে না। আবার গ্লিটার ও ডাস্ট (ক্রোম) কালারের ক্ষেত্রে সেটি সামান্য আপডেট করে “মার্ক টু” (Mark Two) নামকরণ করা হয়েছে। উল্লেখ্য, রয়্যাল এনফিল্ড ইন্টারসেপ্টর ৬৫০ মোটরবাইকের সিঙ্গেল টোন কালার অপশনেও এখন ব্ল্যাকড আউট রিম ও মাডগার্ড অফার করা হচ্ছে, যা আগে অরেঞ্জ ক্রাশ কালার অপশন ছাড়া শুধুমাত্র ডুয়াল-টোন পেইন্ট অপশনে পাওয়া যেত।

অন্যদিকে, রয়্যাল এনফিল্ড কন্টিনেন্টাল জিটি৬৫০ এর ২০২১ ভার্সন থাকছে দুটি নতুন ডুয়াল-টোন পেইন্ট অপশন- ডক্স ডিলাক্স (Dux Deluxe) ও ভেন্টুরা স্ট্রোম (Ventura Strom) এবং একটি সিঙ্গেল টোন কালার অপশন – ব্রিটিশ রেসিং গ্রিন (British Racing Green)। রয়্যাল এনফিল্ড  রকেট রেড কালার অপশনটি ফিরিয়ে এনেছে ও মিস্টার ক্লিন (Mister Cean) ক্রোম কালার অপশনটি আপডেট করেছে। এছাড়া, পূর্ববর্তী মডেলের সমস্ত পেইন্ট অপশনকে বিদায় জানানো হয়েছে।

2021 03 22 16 59 20
2021 Royal Enfield Interceptor 650

2021 Royal Enfield Interceptor 650 ও Continental GT650 পাওয়ারট্রেন

রয়্যাল এনফিল্ডের ইন্টারসেপ্টর ৬৫০ এবং কন্টিনেন্টাল জিটি৬৫০ দুটি মডেলেই রয়েছে ৬৪৮ সিসি-র প্যারালাল টুইন ইঞ্জিন, যেটি সর্বোচ্চ ৪৭ হর্সপাওয়ার শক্তি এবং ৫২ এনএম টর্ক উৎপন্ন করতে পারে। দুটি মোটরসাইকেলেই স্লিপার ক্লাচ সহ থাকছে ছয় গতির গিয়ারবক্স।

2021 Royal Enfield Interceptor 650 ও Continental GT650 এক্স-শোরুম দাম

রয়্যাল এনফিল্ডের ২০২১ ইন্টারসেপ্টর ৬৫০ এর সিঙ্গেল টোন কালার অপশন ২,৫৯,২৪৪ টাকা ,ডুয়াল টোন ২,৬৭,৩৭০ টাকা ও ক্রোম অপশন ২,৮৮,৮৯৮ টাকায় পাওয়া যাবে। আবার ২০২১ কন্টিনেন্টাল জিটি৬৫০ সিঙ্গেল টোন কালার অপশন ২,৭৫,৪৯১ টাকা ,ডুয়াল টোন ২,৮৩,৬২০ টাকা ও ক্রোম অপশন ২,৯৭,১৩৪ টাকায় কেনা যাবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন